আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন। তসলিমার মন্তব্য ঘিরে নানা সময়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। এবার তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে নতুন আলোচনার জন্ম দিলেন।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।’
এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’
তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা।
এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।
আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন। তসলিমার মন্তব্য ঘিরে নানা সময়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। এবার তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে নতুন আলোচনার জন্ম দিলেন।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।’
এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’
তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা।
এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।
আজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৩২ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে