আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন। তসলিমার মন্তব্য ঘিরে নানা সময়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। এবার তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে নতুন আলোচনার জন্ম দিলেন।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।’
এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’
তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা।
এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।
আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন। তসলিমার মন্তব্য ঘিরে নানা সময়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। এবার তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে নতুন আলোচনার জন্ম দিলেন।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।’
এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’
তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা।
এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৭ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে