‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
আজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৩৪ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে