‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১০ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৯ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
২০ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
২০ ঘণ্টা আগে