‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৩ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৮ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৮ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৯ ঘণ্টা আগে