সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিষেক বচ্চন। বচ্চন পুত্রের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করতেই হয়। নেপোটিজম হোক বা স্ত্রী ঐশ্বরিয়া রাই, প্রায়ই কটু কথা শুনতে হয় অভিষেককে। পালটা জবাবও দেন তিনি। সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের নিজস্ব ভঙ্গিতে জবাব দিতে ওস্তাদ অভিষেক। তাঁর সেই জবাব যে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
এবার টুইটারে কামাল আর খান বা কেআরকে-র সঙ্গে কথা হয় অভিষেকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালায়ালাম সিনেমা ‘বাশী’-র প্রশংসা করে একটি পোস্ট লেখেন অভিষেক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন টবিনো থমাস এবং কীর্তি সুরেশ। টুইটারে অভিষেক লেখেন, ‘আরও একটা দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি, শুভ কামনা টবিনো থমাস, কীর্তি সুরেশ এবং ছবির সকল কলাকুশলীদের’।
এই টুইট নিজের ওয়ালে রি-টুইট করে কেআরকে লেখেন, ‘ভাই তোমরা, বলিউডের লোকজনও কখনও একটু অসাধারণ সিনেমা তৈরি করতে পারো!’
কেআরকে-র এই উপদেশের খুব ঠান্ডা মাথায় জবাব দেন অভিষেক। তিনি বলেন, ‘নিশ্চয় চেষ্টা করব। আপনি তো বানিয়ে ছিলেন না… দেশদ্রোহী’। অভিষেকের এই জবাব দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। কেআরকে ২০০৮ সালে তৈরি করেছিলেন এই সিনেমা। ‘দেশদ্রোহী’র কাহিনি নিজেই লিখেছেন, হিরোও ছিলেন তিনি, পাশাপাশি প্রয়োজনার দায়িত্বও সামলেছিলেন। বলিউডের সুপারফ্লপ মুভির তালিকায় অন্যতম এটি। ৩ কোটির বাজেটের এই ছবি বক্স অফিসে মাত্র ৮০ লক্ষের ব্যবসা করেছিল। শেষবার ‘এক ভিলেন’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে কেআরকে-কে।
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কেআরকে, তারকাদের সঙ্গে এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিয়মিত বিবাদের কথা কারও অজানা নয়। সালমান থেকে অক্ষয়, সবার সমালোচনায় মুখর থাকেন কেআরকে। এবার অভিষকের কাছ থেকে সঠিক জবাবটাই পেয়েছেন বলে অনেকে বেজায় খুশি।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিষেক বচ্চন। বচ্চন পুত্রের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করতেই হয়। নেপোটিজম হোক বা স্ত্রী ঐশ্বরিয়া রাই, প্রায়ই কটু কথা শুনতে হয় অভিষেককে। পালটা জবাবও দেন তিনি। সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের নিজস্ব ভঙ্গিতে জবাব দিতে ওস্তাদ অভিষেক। তাঁর সেই জবাব যে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
এবার টুইটারে কামাল আর খান বা কেআরকে-র সঙ্গে কথা হয় অভিষেকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালায়ালাম সিনেমা ‘বাশী’-র প্রশংসা করে একটি পোস্ট লেখেন অভিষেক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন টবিনো থমাস এবং কীর্তি সুরেশ। টুইটারে অভিষেক লেখেন, ‘আরও একটা দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি, শুভ কামনা টবিনো থমাস, কীর্তি সুরেশ এবং ছবির সকল কলাকুশলীদের’।
এই টুইট নিজের ওয়ালে রি-টুইট করে কেআরকে লেখেন, ‘ভাই তোমরা, বলিউডের লোকজনও কখনও একটু অসাধারণ সিনেমা তৈরি করতে পারো!’
কেআরকে-র এই উপদেশের খুব ঠান্ডা মাথায় জবাব দেন অভিষেক। তিনি বলেন, ‘নিশ্চয় চেষ্টা করব। আপনি তো বানিয়ে ছিলেন না… দেশদ্রোহী’। অভিষেকের এই জবাব দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। কেআরকে ২০০৮ সালে তৈরি করেছিলেন এই সিনেমা। ‘দেশদ্রোহী’র কাহিনি নিজেই লিখেছেন, হিরোও ছিলেন তিনি, পাশাপাশি প্রয়োজনার দায়িত্বও সামলেছিলেন। বলিউডের সুপারফ্লপ মুভির তালিকায় অন্যতম এটি। ৩ কোটির বাজেটের এই ছবি বক্স অফিসে মাত্র ৮০ লক্ষের ব্যবসা করেছিল। শেষবার ‘এক ভিলেন’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে কেআরকে-কে।
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কেআরকে, তারকাদের সঙ্গে এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিয়মিত বিবাদের কথা কারও অজানা নয়। সালমান থেকে অক্ষয়, সবার সমালোচনায় মুখর থাকেন কেআরকে। এবার অভিষকের কাছ থেকে সঠিক জবাবটাই পেয়েছেন বলে অনেকে বেজায় খুশি।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৩ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৮ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৮ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৮ ঘণ্টা আগে