সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিষেক বচ্চন। বচ্চন পুত্রের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করতেই হয়। নেপোটিজম হোক বা স্ত্রী ঐশ্বরিয়া রাই, প্রায়ই কটু কথা শুনতে হয় অভিষেককে। পালটা জবাবও দেন তিনি। সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের নিজস্ব ভঙ্গিতে জবাব দিতে ওস্তাদ অভিষেক। তাঁর সেই জবাব যে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
এবার টুইটারে কামাল আর খান বা কেআরকে-র সঙ্গে কথা হয় অভিষেকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালায়ালাম সিনেমা ‘বাশী’-র প্রশংসা করে একটি পোস্ট লেখেন অভিষেক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন টবিনো থমাস এবং কীর্তি সুরেশ। টুইটারে অভিষেক লেখেন, ‘আরও একটা দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি, শুভ কামনা টবিনো থমাস, কীর্তি সুরেশ এবং ছবির সকল কলাকুশলীদের’।
এই টুইট নিজের ওয়ালে রি-টুইট করে কেআরকে লেখেন, ‘ভাই তোমরা, বলিউডের লোকজনও কখনও একটু অসাধারণ সিনেমা তৈরি করতে পারো!’
কেআরকে-র এই উপদেশের খুব ঠান্ডা মাথায় জবাব দেন অভিষেক। তিনি বলেন, ‘নিশ্চয় চেষ্টা করব। আপনি তো বানিয়ে ছিলেন না… দেশদ্রোহী’। অভিষেকের এই জবাব দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। কেআরকে ২০০৮ সালে তৈরি করেছিলেন এই সিনেমা। ‘দেশদ্রোহী’র কাহিনি নিজেই লিখেছেন, হিরোও ছিলেন তিনি, পাশাপাশি প্রয়োজনার দায়িত্বও সামলেছিলেন। বলিউডের সুপারফ্লপ মুভির তালিকায় অন্যতম এটি। ৩ কোটির বাজেটের এই ছবি বক্স অফিসে মাত্র ৮০ লক্ষের ব্যবসা করেছিল। শেষবার ‘এক ভিলেন’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে কেআরকে-কে।
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কেআরকে, তারকাদের সঙ্গে এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিয়মিত বিবাদের কথা কারও অজানা নয়। সালমান থেকে অক্ষয়, সবার সমালোচনায় মুখর থাকেন কেআরকে। এবার অভিষকের কাছ থেকে সঠিক জবাবটাই পেয়েছেন বলে অনেকে বেজায় খুশি।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিষেক বচ্চন। বচ্চন পুত্রের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করতেই হয়। নেপোটিজম হোক বা স্ত্রী ঐশ্বরিয়া রাই, প্রায়ই কটু কথা শুনতে হয় অভিষেককে। পালটা জবাবও দেন তিনি। সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের নিজস্ব ভঙ্গিতে জবাব দিতে ওস্তাদ অভিষেক। তাঁর সেই জবাব যে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
এবার টুইটারে কামাল আর খান বা কেআরকে-র সঙ্গে কথা হয় অভিষেকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালায়ালাম সিনেমা ‘বাশী’-র প্রশংসা করে একটি পোস্ট লেখেন অভিষেক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন টবিনো থমাস এবং কীর্তি সুরেশ। টুইটারে অভিষেক লেখেন, ‘আরও একটা দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি, শুভ কামনা টবিনো থমাস, কীর্তি সুরেশ এবং ছবির সকল কলাকুশলীদের’।
এই টুইট নিজের ওয়ালে রি-টুইট করে কেআরকে লেখেন, ‘ভাই তোমরা, বলিউডের লোকজনও কখনও একটু অসাধারণ সিনেমা তৈরি করতে পারো!’
কেআরকে-র এই উপদেশের খুব ঠান্ডা মাথায় জবাব দেন অভিষেক। তিনি বলেন, ‘নিশ্চয় চেষ্টা করব। আপনি তো বানিয়ে ছিলেন না… দেশদ্রোহী’। অভিষেকের এই জবাব দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। কেআরকে ২০০৮ সালে তৈরি করেছিলেন এই সিনেমা। ‘দেশদ্রোহী’র কাহিনি নিজেই লিখেছেন, হিরোও ছিলেন তিনি, পাশাপাশি প্রয়োজনার দায়িত্বও সামলেছিলেন। বলিউডের সুপারফ্লপ মুভির তালিকায় অন্যতম এটি। ৩ কোটির বাজেটের এই ছবি বক্স অফিসে মাত্র ৮০ লক্ষের ব্যবসা করেছিল। শেষবার ‘এক ভিলেন’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে কেআরকে-কে।
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কেআরকে, তারকাদের সঙ্গে এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিয়মিত বিবাদের কথা কারও অজানা নয়। সালমান থেকে অক্ষয়, সবার সমালোচনায় মুখর থাকেন কেআরকে। এবার অভিষকের কাছ থেকে সঠিক জবাবটাই পেয়েছেন বলে অনেকে বেজায় খুশি।
আজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
২৫ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে