তদন্ত আটকে আছে ফরেনসিকে, গ্যাস বাবুকে আটক করেছে ডিবি
কলকাতার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হাড়-মাংস মানুষের কি না, তা নিশ্চিত হয়নি ১০ দিনেও। ফরেনসিক পরীক্ষায় মানুষের বলে নিশ্চিত হলে ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ের ডিএনএ নমুনা নিয়ে মেলানো হবে। ফলে আজীমের হত্যা মামলার তদন্তের বড় অগ্রগতি আটকে রয়েছে ফরেনসিক প্রতিবেদনের ও