Ajker Patrika

গোপালগঞ্জে বেনজীরের পুকুরের মাছ চুরি, হ্যাচারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৯: ৩৯
গোপালগঞ্জে বেনজীরের পুকুরের মাছ চুরি, হ্যাচারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরি ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের ক্রোক আদেশ অমান্য করে জব্দকৃত সম্পদ তছরুপের অপরাধে এ মামলা করা হয়। 

আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদর থানায় দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৩৮১/৫১১ ধারায় মামলা করা হয়েছে। হ্যাচারি কর্মকর্তা ছাড়াও অজ্ঞাতনামাদের মামলায় আসামি করা হয়েছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৩ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশ অনুযায়ী, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ক্রোক বা অবরুদ্ধ করা হয়। 

জব্দকৃত সম্পদের রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান। এ অবস্থায় ক্রোককৃত সম্পত্তির মধ্যে রিসোর্টের পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদ চুরি করছেন মর্মে গোপন সূত্রে খবর পাওয়া যায়। গতকাল শুক্রবার দুদকের গোপালগঞ্জ জেলা উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুদক কর্মকর্তারা অভিযানে সরেজমিন তদন্তে রিসোর্টের পুকুরে মাছ ধরতে দেখতে পান। 

জানা যায়, অভিযান পরিচালনার সময় পুকুরের ৫৫৫ কেজি তেলাপিয়া ও ৩৭ দশমিক ৫০ কেজি কাতলা মাছ চুরি করে বিক্রির চেষ্টা করা হয়। যার নিলাম মূল্য ৮৩ হাজার ৭৫৪ টাকা। 

এজাহার থেকে আরও জানা যায়, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যদের সহযোগিতায় জব্দকৃত মাছ উপস্থিত মৎস্যজীবীদের মধ্যে নিলামে বিক্রি করা হয়। মাছ বিক্রির ৮৩ হাজার ৭৫৪ টাকা সরকারি রাজস্বে জমা দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৩ মে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা ৬২৭ বিঘা জমি, ৩৩টি ব্যাংক হিসাব ও ২৫টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেন আদালত। জব্দের এই তালিকায় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডও রয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন এই রিসোর্টের নিয়ন্ত্রণ নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত