Ajker Patrika

ট্রেডমার্ক জটিলতার মুখে টুইটার লোগো ‘এক্স’

অনলাইন ডেস্ক
Thumbnail image

‘নীল পাখি’ পরিবর্তন করে ‘এক্স’ অক্ষরকে নতুন লোগো হিসেবে নিয়ে আইনি জটিলতার মুখে পড়তে পারে টুইটার। কারণ, এই অক্ষরটির উপর মেটা ও মাইক্রোসফটের মত কোম্পানিরও মেধাস্বত্ত্ব আছে। 

এক্স অক্ষরটিকে এই দুটি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে। এই জন্য এক্স ব্র্যান্ড ব্যবহারে টুইটার আইনত বাধার মুখে পড়তে পারে। 

ট্রের্ডমার্ক বিশেষজ্ঞ আইনজীবী জশ গারবেন বলেন, ট্রেডমার্ক জটিলতা নিয়ে টুইটার যে মামলার শিকার হতে পারে, তার শতভাগ সম্ভাবনা আছে। তাঁর হিসেবে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের ৯০০ কোম্পনির ‘এক্স’ অক্ষরের উপর সক্রিয় ট্রেডমার্ক নিবন্ধন আছে।

গত সোমবার ব্যক্তিগত অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন করে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ইংরেজি ‘এক্স’ অক্ষর সংবলিত লোগো ব্যবহার করছেন ইলন মাস্ক। 

২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সময় মাস্ক বলেছিলেন, এটি তাঁর ‘এক্স’ কোম্পানির অধীনে থাকবে। টুইটার কেনার পরপরই মূল কোম্পানির নাম হয় ‘এক্স’। গতকাল থেকেই এক্স ডটকম ডোমেইন টুইটার ডটকমে রিডাইরেক্ট করা হয়েছে। 

বিশ্বের এই শীর্ষ ধনীর বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনও স্পেসএক্স নামে পরিচিত। মাস্ক ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এটিই পরে অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল নামে পরিচিত হয়। 

এবিষয়ে টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো লিখেছেন, ‘এক্স’ হবে অডিও, ভিডিও, মেসেজিং, অর্থ আদান–প্রদান এবং ব্যাংকিং পরিষেবার বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম। 

২০২২ সালে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই কোম্পানিটিতে ব্যাপক পরিবর্তন আনেন। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেন। 

শুরুর দিকে টুইটার বিজ্ঞাপন থেকে প্রায় অর্ধেক আয় হারায়। পরে অনেক বিজ্ঞাপনদাতা আবার প্ল্যাটফর্মটিতে ফিরে এলেও নয় মাসে লাভের মুখ দেখতে পারেনি কোম্পানিটি। তাই, কোম্পানির পুনরুজ্জীবনের জন্য রিব্র্যান্ডিং করার করার উদ্যোগ নিলেন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত