অনলাইন ডেস্ক
কোভিড মহামারির সময় এবং পরে অনেক কোম্পানিই যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ছেড়ে চলে গেছে। কিন্তু এই শহরকে ভালোবেসে থেকে যেতে চান ইলন মাস্ক। গতকাল রোববারই এমন টুইট করেছেন তিনি। যদিও তাঁর জ্বলজ্বলে ‘এক্স’ লোগো নিয়ে এই মধ্যে বিরক্ত প্রতিবেশীরা। তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সানফ্রান্সিসকোতে ইলন মাস্কের ‘এক্স’ কোম্পানির মার্কেট স্ট্রিট হেডকোয়ার্টারের ছাদে জ্বলজ্বলে ‘এক্স’ লোগো বসানো হয়েছে। চোখ ধাঁধানো এমন আলোয় বিরক্ত ভবনের আশপাশের প্রতিবেশীরা। সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শন বিভাগকে অভিযোগ দিয়েছেন তাঁরা। সংস্থাটি অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, নতুন নাম নিয়ে এই কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতেই থাকবে। একের পর এক কোম্পানি সানফ্রান্সিসকো থেকে চলে যাওয়ার ঘটনাকে ‘ডুম স্পাইরাল’ বলে অভিহিত করেছেন তিনি।
ইলন মাস্ক তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সদর দপ্তর ২০২১ সালে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেন। এক্স কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতে রাখার সিদ্ধান্ত শহরটির জন্যই ভালো হবে। কারণ করোনা মহামারির পর থেকে শহরটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
মাস্ক এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘সুন্দর সানফ্রান্সিসকো, সবাই তোমাকে ছেড়ে গেলেও আমরা সব সময় তোমার বন্ধু থাকব।’
তবে, স্পষ্টত সানফ্রান্সিসকোর সব বাসিন্দা মাস্কের বন্ধুত্বের আহ্বানে আগ্রহী নয়। বিশাল জ্বলজ্বলে ‘এক্স’ লোগোটির ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভবনটির বিপরীতে বসবাসকারী প্যাট্রিসিয়া ওয়ালিংগা মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে বলেন, ‘জ্বলজ্বলে লোগোটি বিপজ্জনক এবং ভাঁড়ামির প্রদর্শন।’ তিনি আরও বলেন, তিনি প্রথমে আলোটিকে আকাশে বজ্র চমকানো ভেবেছিলেন। জানালার পাশে গিয়ে কিছু না দেখতে পেয়ে আলোটিকে পুলিশের সাইরেন মনে করেছিলেন।
সানফ্রান্সিসকোর অ্যাটর্নি জর্জ উলফ সিবিএসকে বলেন, বাসিন্দাদের এ ধরনের কাজকে গ্রহণ বা বর্জনের অধিকার রয়েছে। তিনি মাস্কের এই কাজকে ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাস্কের কাজের ধরনই হলো প্রথমে ভাঙা, পরে আবার সেটি ঠিকঠাক করা!’
সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শকেরা বলছেন, এখানে স্পষ্ট আইন লঙ্ঘিত হয়েছে।
একজন পরিদর্শক প্রতিবেদনে বলেছেন, তদন্তকারীরা দুইবার চেষ্টা করে কোম্পানির প্রতিনিধিদের বাধা ভেতরে প্রবেশ করতে পারেননি। একজন প্রতিনিধি তদন্তকারীদের জানান, জ্বল জ্বলে লোগোটি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
তবে একজন প্রতিবেশী গতকাল রোববার রাতে টুইট করে জানিয়েছেন, জ্বলজ্বলে লোগোটি আর নেই।
কোভিড মহামারির সময় এবং পরে অনেক কোম্পানিই যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ছেড়ে চলে গেছে। কিন্তু এই শহরকে ভালোবেসে থেকে যেতে চান ইলন মাস্ক। গতকাল রোববারই এমন টুইট করেছেন তিনি। যদিও তাঁর জ্বলজ্বলে ‘এক্স’ লোগো নিয়ে এই মধ্যে বিরক্ত প্রতিবেশীরা। তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সানফ্রান্সিসকোতে ইলন মাস্কের ‘এক্স’ কোম্পানির মার্কেট স্ট্রিট হেডকোয়ার্টারের ছাদে জ্বলজ্বলে ‘এক্স’ লোগো বসানো হয়েছে। চোখ ধাঁধানো এমন আলোয় বিরক্ত ভবনের আশপাশের প্রতিবেশীরা। সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শন বিভাগকে অভিযোগ দিয়েছেন তাঁরা। সংস্থাটি অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, নতুন নাম নিয়ে এই কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতেই থাকবে। একের পর এক কোম্পানি সানফ্রান্সিসকো থেকে চলে যাওয়ার ঘটনাকে ‘ডুম স্পাইরাল’ বলে অভিহিত করেছেন তিনি।
ইলন মাস্ক তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সদর দপ্তর ২০২১ সালে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেন। এক্স কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতে রাখার সিদ্ধান্ত শহরটির জন্যই ভালো হবে। কারণ করোনা মহামারির পর থেকে শহরটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
মাস্ক এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘সুন্দর সানফ্রান্সিসকো, সবাই তোমাকে ছেড়ে গেলেও আমরা সব সময় তোমার বন্ধু থাকব।’
তবে, স্পষ্টত সানফ্রান্সিসকোর সব বাসিন্দা মাস্কের বন্ধুত্বের আহ্বানে আগ্রহী নয়। বিশাল জ্বলজ্বলে ‘এক্স’ লোগোটির ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভবনটির বিপরীতে বসবাসকারী প্যাট্রিসিয়া ওয়ালিংগা মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে বলেন, ‘জ্বলজ্বলে লোগোটি বিপজ্জনক এবং ভাঁড়ামির প্রদর্শন।’ তিনি আরও বলেন, তিনি প্রথমে আলোটিকে আকাশে বজ্র চমকানো ভেবেছিলেন। জানালার পাশে গিয়ে কিছু না দেখতে পেয়ে আলোটিকে পুলিশের সাইরেন মনে করেছিলেন।
সানফ্রান্সিসকোর অ্যাটর্নি জর্জ উলফ সিবিএসকে বলেন, বাসিন্দাদের এ ধরনের কাজকে গ্রহণ বা বর্জনের অধিকার রয়েছে। তিনি মাস্কের এই কাজকে ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাস্কের কাজের ধরনই হলো প্রথমে ভাঙা, পরে আবার সেটি ঠিকঠাক করা!’
সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শকেরা বলছেন, এখানে স্পষ্ট আইন লঙ্ঘিত হয়েছে।
একজন পরিদর্শক প্রতিবেদনে বলেছেন, তদন্তকারীরা দুইবার চেষ্টা করে কোম্পানির প্রতিনিধিদের বাধা ভেতরে প্রবেশ করতে পারেননি। একজন প্রতিনিধি তদন্তকারীদের জানান, জ্বল জ্বলে লোগোটি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
তবে একজন প্রতিবেশী গতকাল রোববার রাতে টুইট করে জানিয়েছেন, জ্বলজ্বলে লোগোটি আর নেই।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২০ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২১ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
২১ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১ দিন আগে