প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও শেয়ার করলে কোয়ালিটি নষ্ট হয়ে যায়—ব্যবহারকারীদের এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার এই সমস্যা দূর করতে নতুন ফিচার যুক্ত করেছে কর্তৃপক্ষ। এখন খুব সহজেই উচ্চ মানের (হাই রেজল্যুশন) ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই ফিচারটি পরীক্ষামূলকভাবে অবমুক্ত করা হবে। অ্যাপ আপডেট করলেই নতুন ফিচারটি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই হাই কোয়ালিটি এবং হাই রেজল্যুশনের ছবি শেয়ার করা যাবে।
এমনকি হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ সংস্করণেও সুবিধাটি পাওয়া যাবে। এর জন্য ‘এইচডি’ লেখা ছোট্ট একটি আইকন থাকবে।
মেটার ঘোষণায় জানানো হয়েছে, শিগগিরই এইচডি ভিডিও শেয়ারের সুবিধাও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।
গতকাল বৃহস্পতিবার মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ফেসবুক পোস্টে নতুন এই ফিচারের ঘোষণা দেন। পোস্টে ‘এইচডি’ আইকনযুক্ত একটি চ্যাট থ্রেড শেয়ার করেন তিনি।
অবশ্য এই ফিচার চলতি বছরের শুরুতেই অভ্যন্তরীণভাবে পরীক্ষাধীন ছিল। জুনে বেটা সংস্করণে অবমুক্ত করা হয়।
এই এইচডি রেজল্যুশনের ছবি অনেক ঝকঝকে হবে, তবে স্বাভাবিকভাবেই এতে ডেটা খরচ বেশি হবে, বেশি পরিমাণে স্টোরেজ লাগবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
এর আগে হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণের ব্লগ ডব্লিউএবেটাইনফোতে (WABetaInfo) বলা হয়, এইচডি ছবি শেয়ার করলেও অ্যাপে শেয়ারের সময় সেটি তুলনামূলক হালকাই হবে। ডিফল্ট হিসেবে স্ট্যান্ডার্ড নন-এইচডি অপশন থাকবে। হাই রেজল্যুশন ছবি শেয়ার করতে চাইলে ম্যানুয়ালি এইচডি অপশন সিলেক্ট করতে হবে।
তবে এইচডি ছবি ঠিক কতখানি কম্প্রেস করা হবে, সেটি এখনো স্পষ্ট করেনি মেটা। অ্যাপলের আইমেসেজ বা অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে আলাদা কী থাকছে সেটিও পরিষ্কার করা হয়নি।
বলা বাহুল্য, হোয়াটসঅ্যাপে অন্য বার্তা আদান–প্রদানে যেমন এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে এইচডি ছবি শেয়ারের ক্ষেত্রেও সে নিরাপত্তা পাওয়া যাবে। ছবির গ্রাহকের ইন্টারনেট সংযোগ ধীরগতির হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি ছবিটি স্ট্যান্ডার্ড ভার্সনে ডাউনলোডের অপশন পাবেন।
হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভিডিও কলের সময় তাৎক্ষণিক স্ক্রিন শেয়ারিং ফিচার এনেছে। যদিও গুগল মিট বা জুমে সেই অপশন আগে থেকেই আছে।
হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও শেয়ার করলে কোয়ালিটি নষ্ট হয়ে যায়—ব্যবহারকারীদের এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার এই সমস্যা দূর করতে নতুন ফিচার যুক্ত করেছে কর্তৃপক্ষ। এখন খুব সহজেই উচ্চ মানের (হাই রেজল্যুশন) ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই ফিচারটি পরীক্ষামূলকভাবে অবমুক্ত করা হবে। অ্যাপ আপডেট করলেই নতুন ফিচারটি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই হাই কোয়ালিটি এবং হাই রেজল্যুশনের ছবি শেয়ার করা যাবে।
এমনকি হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ সংস্করণেও সুবিধাটি পাওয়া যাবে। এর জন্য ‘এইচডি’ লেখা ছোট্ট একটি আইকন থাকবে।
মেটার ঘোষণায় জানানো হয়েছে, শিগগিরই এইচডি ভিডিও শেয়ারের সুবিধাও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।
গতকাল বৃহস্পতিবার মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ফেসবুক পোস্টে নতুন এই ফিচারের ঘোষণা দেন। পোস্টে ‘এইচডি’ আইকনযুক্ত একটি চ্যাট থ্রেড শেয়ার করেন তিনি।
অবশ্য এই ফিচার চলতি বছরের শুরুতেই অভ্যন্তরীণভাবে পরীক্ষাধীন ছিল। জুনে বেটা সংস্করণে অবমুক্ত করা হয়।
এই এইচডি রেজল্যুশনের ছবি অনেক ঝকঝকে হবে, তবে স্বাভাবিকভাবেই এতে ডেটা খরচ বেশি হবে, বেশি পরিমাণে স্টোরেজ লাগবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
এর আগে হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণের ব্লগ ডব্লিউএবেটাইনফোতে (WABetaInfo) বলা হয়, এইচডি ছবি শেয়ার করলেও অ্যাপে শেয়ারের সময় সেটি তুলনামূলক হালকাই হবে। ডিফল্ট হিসেবে স্ট্যান্ডার্ড নন-এইচডি অপশন থাকবে। হাই রেজল্যুশন ছবি শেয়ার করতে চাইলে ম্যানুয়ালি এইচডি অপশন সিলেক্ট করতে হবে।
তবে এইচডি ছবি ঠিক কতখানি কম্প্রেস করা হবে, সেটি এখনো স্পষ্ট করেনি মেটা। অ্যাপলের আইমেসেজ বা অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে আলাদা কী থাকছে সেটিও পরিষ্কার করা হয়নি।
বলা বাহুল্য, হোয়াটসঅ্যাপে অন্য বার্তা আদান–প্রদানে যেমন এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে এইচডি ছবি শেয়ারের ক্ষেত্রেও সে নিরাপত্তা পাওয়া যাবে। ছবির গ্রাহকের ইন্টারনেট সংযোগ ধীরগতির হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি ছবিটি স্ট্যান্ডার্ড ভার্সনে ডাউনলোডের অপশন পাবেন।
হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভিডিও কলের সময় তাৎক্ষণিক স্ক্রিন শেয়ারিং ফিচার এনেছে। যদিও গুগল মিট বা জুমে সেই অপশন আগে থেকেই আছে।
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৪ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৪ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৫ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৫ ঘণ্টা আগে