Ajker Patrika

টুইটারে তৃতীয় পক্ষের অ্যাপ কাজ করছে না

প্রযুক্তি ডেস্ক
টুইটারে তৃতীয় পক্ষের অ্যাপ কাজ করছে না

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে কাজ করছে না তৃতীয় পক্ষের অ্যাপ। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাপগুলো হলো— টুইটবট, টুইটারেফিক এবং ইকোফোন। অ্যাপগুলোর নির্মাতারা জানিয়েছেন, টুইটার থেকে তাঁদের এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটার প্ল্যাটফর্মে অ্যাপগুলো কাজ করা বন্ধ করে দেয় গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে। সে সময় কিছু সংখ্যক ব্যবহারকারী অ্যাপগুলোর যাচাইকরণ ব্যবস্থা সংশ্লিষ্ট ত্রুটির মুখে পড়ার অভিযোগ জানান। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি টুইটার। 

 ‘টুইটবট’ অ্যাপের সহ-নির্মাতা পল হাদ্দাদ টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মাস্টোডনে এক পোস্টে জানান, তাঁরা এখনো টুইটারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক তথ্য পাননি। এক ব্লগ পোস্টে ‘টুইটারেফিক’ অ্যাপের নির্মাতা কোম্পানি ‘আইকনফ্যাকটরি’ জানায়, আমরা আপনাদের মতোই অন্ধকারে আছি। 

টুইটার কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় অনেকে ধারণা করছেন এই ‘ত্রুটি’ ইচ্ছাকৃত। 

এর আগে গত ডিসেম্বরে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারে প্রায় তিন ঘণ্টা প্রবেশ করতে পারেননি অনেক ব্যবহারকারী। প্রবেশ করতে পেরেছিলেন এমন অনেকেও মুখোমুখি হয়েছিলেন নানা সমস্যার। স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হওয়ার পাশাপাশি বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে ‘ত্রুটির’ বার্তাও দেখতে পেয়েছিলেন অনেক ব্যবহারকারী। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সমস্যা দেখা দেয়। তবে মাঝে মাঝে মোবাইল অ্যাপ কাজ করতে দেখা গেছে। 

প্ল্যাটফর্মের সমস্যা চলাকালেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করে জানান, টুইটার সার্ভারের বেশ কিছু কারিগরি বিষয় পরিবর্তন করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা দ্রুতগতির টুইটার ব্যবহার করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

১০-১২ বছর খেলেও সিনিয়র হতে পারিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত