প্রযুক্তি ডেস্ক
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে কাজ করছে না তৃতীয় পক্ষের অ্যাপ। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাপগুলো হলো— টুইটবট, টুইটারেফিক এবং ইকোফোন। অ্যাপগুলোর নির্মাতারা জানিয়েছেন, টুইটার থেকে তাঁদের এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটার প্ল্যাটফর্মে অ্যাপগুলো কাজ করা বন্ধ করে দেয় গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে। সে সময় কিছু সংখ্যক ব্যবহারকারী অ্যাপগুলোর যাচাইকরণ ব্যবস্থা সংশ্লিষ্ট ত্রুটির মুখে পড়ার অভিযোগ জানান। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি টুইটার।
‘টুইটবট’ অ্যাপের সহ-নির্মাতা পল হাদ্দাদ টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মাস্টোডনে এক পোস্টে জানান, তাঁরা এখনো টুইটারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক তথ্য পাননি। এক ব্লগ পোস্টে ‘টুইটারেফিক’ অ্যাপের নির্মাতা কোম্পানি ‘আইকনফ্যাকটরি’ জানায়, আমরা আপনাদের মতোই অন্ধকারে আছি।
টুইটার কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় অনেকে ধারণা করছেন এই ‘ত্রুটি’ ইচ্ছাকৃত।
এর আগে গত ডিসেম্বরে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারে প্রায় তিন ঘণ্টা প্রবেশ করতে পারেননি অনেক ব্যবহারকারী। প্রবেশ করতে পেরেছিলেন এমন অনেকেও মুখোমুখি হয়েছিলেন নানা সমস্যার। স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হওয়ার পাশাপাশি বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে ‘ত্রুটির’ বার্তাও দেখতে পেয়েছিলেন অনেক ব্যবহারকারী। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সমস্যা দেখা দেয়। তবে মাঝে মাঝে মোবাইল অ্যাপ কাজ করতে দেখা গেছে।
প্ল্যাটফর্মের সমস্যা চলাকালেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করে জানান, টুইটার সার্ভারের বেশ কিছু কারিগরি বিষয় পরিবর্তন করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা দ্রুতগতির টুইটার ব্যবহার করতে পারবেন।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে কাজ করছে না তৃতীয় পক্ষের অ্যাপ। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাপগুলো হলো— টুইটবট, টুইটারেফিক এবং ইকোফোন। অ্যাপগুলোর নির্মাতারা জানিয়েছেন, টুইটার থেকে তাঁদের এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটার প্ল্যাটফর্মে অ্যাপগুলো কাজ করা বন্ধ করে দেয় গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে। সে সময় কিছু সংখ্যক ব্যবহারকারী অ্যাপগুলোর যাচাইকরণ ব্যবস্থা সংশ্লিষ্ট ত্রুটির মুখে পড়ার অভিযোগ জানান। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি টুইটার।
‘টুইটবট’ অ্যাপের সহ-নির্মাতা পল হাদ্দাদ টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মাস্টোডনে এক পোস্টে জানান, তাঁরা এখনো টুইটারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক তথ্য পাননি। এক ব্লগ পোস্টে ‘টুইটারেফিক’ অ্যাপের নির্মাতা কোম্পানি ‘আইকনফ্যাকটরি’ জানায়, আমরা আপনাদের মতোই অন্ধকারে আছি।
টুইটার কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় অনেকে ধারণা করছেন এই ‘ত্রুটি’ ইচ্ছাকৃত।
এর আগে গত ডিসেম্বরে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারে প্রায় তিন ঘণ্টা প্রবেশ করতে পারেননি অনেক ব্যবহারকারী। প্রবেশ করতে পেরেছিলেন এমন অনেকেও মুখোমুখি হয়েছিলেন নানা সমস্যার। স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হওয়ার পাশাপাশি বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে ‘ত্রুটির’ বার্তাও দেখতে পেয়েছিলেন অনেক ব্যবহারকারী। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সমস্যা দেখা দেয়। তবে মাঝে মাঝে মোবাইল অ্যাপ কাজ করতে দেখা গেছে।
প্ল্যাটফর্মের সমস্যা চলাকালেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করে জানান, টুইটার সার্ভারের বেশ কিছু কারিগরি বিষয় পরিবর্তন করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা দ্রুতগতির টুইটার ব্যবহার করতে পারবেন।
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
৪ ঘণ্টা আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
৪ ঘণ্টা আগে