Ajker Patrika

নির্মাতাদের জন্য ইনস্টাগ্রাম রিলসে যুক্ত হলো নতুন কিছু সুবিধা 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১২: ৫৩
Thumbnail image

টিকটককে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসে নিয়মিতই বিভিন্ন সুবিধা যুক্ত করছে মেটা। এরই ধারাবাহিকতায় এবার ইনস্টাগ্রাম রিলসের কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ট্রেন্ড’, ‘হ্যাশট্যাগ’ ও এডিটিংয়ে নতুন কিছু সুবিধা এনেছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম রিলসে নতুন নতুন কনটেন্ট দেখতে পছন্দ করেন, পাশাপাশি কনটেন্ট নির্মাতারাও ভিডিওর জন্য নতুন নতুন সব আইডিয়ার খোঁজ করেন। এখন থেকে নির্মাতারা আরও সহজে আরও বেশি আইডিয়ার সন্ধান পাবেন। ‘ট্রেন্ড’ নামের নতুন একটি অপশনের মাধ্যমে কোন রিলসগুলো ট্রেন্ডে রয়েছে তা দেখতে পারবেন কনটেন্ট নির্মাতারা। ফলে ট্রেন্ড অনুযায়ী রিলস বানালে বেশি ভিউও পাবেন তাঁরা। 

এ ছাড়া কোন হ্যাশট্যাগগুলো বেশি ব্যবহার করা হয়েছে সেটিও এখন থেকে সহজেই জানা যাবে। ফলে হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রেও সুবিধা পাবেন কনটেন্ট নির্মাতারা। 

রিলস এডিটিংয়েও যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এডিটিং ডিসপ্লেতে একগুচ্ছ নতুন টুল থাকছে। সাউন্ড থেকে স্টিকার—সবই এডিট করে রিলসে যুক্ত করা যাবে সহজেই। এ ছাড়া, ব্যবহারকারীরা রিলস মোট কতক্ষণ দেখেছেন, সেই তথ্যও জানাবে ইনস্টাগ্রাম। 

এদিকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস পে’ কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। ফলে রিলস ভিডিওর দর্শকের একটা নির্দিষ্ট সংখ্যা ছুঁলেও কোনো বাড়তি অর্থ পাবেন না নির্মাতারা। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘রিলস পে’ কার্যক্রমের আওতায় কোনো রিলস নির্দিষ্টসংখ্যক দর্শক দেখলে নির্মাতাদের বাড়তি অর্থ দিত মেটা। ফলে ভিডিও নির্মাতারা রিলস তৈরির মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পেতেন। তবে মেটার নতুন সিদ্ধান্তের ফলে বাড়তি এই আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে নির্মাতাদের। তবে বিজ্ঞাপন বা অন্যান্য খাত থেকে আগের মতোই আয়ের সুযোগ থাকছে।

টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলসের সুবিধা আনে মেটা। অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এই সুবিধা। শুরুতে ইনস্টাগ্রামের পর ফেসবুকের জন্যও চালু করা হয় রিলস সুবিধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত