Ajker Patrika

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৭: ০৯
হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

অবশেষে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আনল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আপাতত বিজনেস অ্যাকাউন্টধারীরা বেটা ভার্সনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা পাচ্ছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, এই সুবিধাটি গত জুন থেকেই চালু হয়েছে।

২০১০ সালে বাজারে আসার পর থেকেই প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করার মাধ্যমে হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তা পেয়েছে। এত দিন হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা ছিল না। গুগল প্লেস্টোরে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে এই ফিচারটি এখন পাওয়া যাবে। 

যে কেউ বেটা ভার্সন ইনস্টল করে নতুন ফিচারটি পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ওপরে ডান দিকে কিউআর কোডের পাশের তির চিহ্নে চাপ দিতে হবে। এরপর নিচের দিকে কার্ডে দেখা যাবে কোন অ্যাকাউন্টে লগইন করা আছে। সেই সঙ্গে অন্য অ্যাকাউন্ট যোগ করার সুযোগ থাকবে। 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত