Ajker Patrika

টুইটারে আর কাউকে ব্লক করা যাবে না

অনলাইন ডেস্ক
Thumbnail image

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ‘এক্স’ (টুইটার) থেকে ব্লক ফিচারটি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এ ফিচারটি কোনো কাজের নয় বলে মনে করছেন তিনি। তবে মাস্ক বলছেন, ব্যবহারকারীরা উদ্দিষ্ট ব্যক্তিকে সরাসরি বার্তা পাঠানো থেকে ব্লক করতে পারবেন।

তবে অনেকে বলছেন, এর ফলে টাইমলাইন থেকে হয়রানিমূলক পোস্টগুলো সরানো কঠিন হয়ে পড়বে। 

গত বছর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার পর এতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন মাস্ক। পরিবর্তনের এ তালিকায় এটি নতুন সংযোজন। 

বিদ্যমান ফিচারে ব্যবহারকারী যখন কোনো অ্যাকাউন্ট ব্লক করেন তখন সেই অ্যাকাউন্টের কোনো পোস্ট আর ব্যবহারকারীর টাইমলাইনে আসে না, একই ভাবে ব্লক করা অ্যাকাউন্টটিও ওই ব্যবহারকারীর কোনো পোস্ট দেখতে পায় না।

ব্লককৃত অ্যাকাউন্ট ব্লককারীকে কোনো বার্তাও পাঠাতে পারেন না, তাঁর কোনো পোস্টও দেখতে পান না। 

টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি মাস্কের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘১০০%, শুধু মিউট হবে।’

অনেকের আশঙ্কা, কোনো অ্যাকাউন্ট শুধু মিউট করাই হয়রানি, নিপীড়ন বা পিছে লেগে থাকা থেকে ব্যবহারকারীকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে। 

মিউট সুবিধাটির ফলে বর্তমানে শুধু কোনো অ্যাকাউন্টের পোস্টের নোটিফিকেশন বন্ধ করা যায়। তবে মিউট করা অ্যাকাউন্টধারী মিউটকারীর পোস্ট দেখতে পারেন, এমনকি রিপ্লাইও দিতে পারেন।

মাস্কের এ সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে সম্বোধন করে এক এক্স ব্যবহারকারী বলেছেন, ‘এ প্ল্যাটফর্মে অনেক ক্ষতিকর মানুষ আছেন, ব্যবহারকারীরা যাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে চান।’

এদিকে ব্লক করার সুবিধা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের ফলে অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগল প্লে–স্টোরের মতো অ্যাপ্লিকেশন স্টোরগুলোর শর্ত লঙ্ঘিত হতে পারে। 

এ দুটি স্টোরের একটি সাধারণ শর্ত হলো— সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলোকে ব্যবহারকারীদের হয়রানি ও লাঞ্ছনা থেকে সুরক্ষিত থাকার সুযোগ দিতে হবে।

এমন হতে পারে ব্লক করার সুবিধা সরিয়ে ফেললে এই স্টোরগুলো থেকে আর ‘এক্স’ ডাউনলোড করা যাবে না। 

মাস্কের নতুন নীতি কার্যকর হলে যে অ্যাকাউন্টগুলো ব্লক করা আছে তা অকার্যকর হয়ে যাবে কি না সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলা হয়নি। তবে ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলতে পারবেন। এতে ফলোয়ার ছাড়া অন্য কেউ তাঁর টুইট দেখতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত