Ajker Patrika

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯: ৪১
হোয়াটসঅ্যাপের পিন ফিচারটি দুই ভাবে ব্যবহার করা যায়। ছবি: গিজনেক্সট
হোয়াটসঅ্যাপের পিন ফিচারটি দুই ভাবে ব্যবহার করা যায়। ছবি: গিজনেক্সট

ব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার শীর্ষে রেখে দেয় এই ফিচার।

পিন মেসেজে ফিচারটি চালুর প্রথম দিকে একটি মাত্র মেসেজ পিন করার সুবিধা ছিল। তবে গত বছর থেকে একই সঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার সুবিধা পাওয়া যাবে।

এই ফিচারটি দুই ভাবে ব্যবহার করা যায়—চ্যাটথ্রেড পিন করা ও চ্যাটথ্রেডের মধ্যে থাকা নির্দিষ্ট মেসেজ পিন করা।

অ্যান্ড্রয়েডে চ্যাটথ্রেড পিন করবেন যেভাবে

১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. যেই চ্যাটথ্রেড পিন করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।

৩. এর ফলে ওপরের দিকে ‘পিন’ আইকোন দেখা যাবে।

৪. এর ওপর ট্যাপ করলেই কাঙ্ক্ষিত চ্যাটথ্রেডটি পিন হয়ে যাবে।

একই প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েডে চ্যাটথ্রেড আন পিন–ও করা যাবে। ১ ও ২ নম্বর ধাপ অনুসরণ করুন। এখন পিনের জায়গায় আন পিন অপশন দেখা যাবে।

আইফোনে চ্যাটথ্রেড পিন করবেন যেভাবে

১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. যেই চ্যাটথ্রেডটি পিন করতে চান তার ওপর ট্যাপ করে ডান দিকে স্লাইড করুন।

৩. এর ফলে বাম পাশে ‘পিন’ আইকোন দেখা যাবে।

৪. এর ওপর ট্যাপ করলেই কাঙ্ক্ষিত চ্যাটথ্রেডটি পিন হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে নির্দিষ্ট মেসেজ পিন করবেন যেভাবে

১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. যে চ্যাটথ্রেডের ভেতরের মেসেজ পিন করতে চান তার ওপর ট্যাপ করুন।

৩. এখন চ্যাটথ্রেডের ভেতরের কাঙ্ক্ষিত মেসেজ খুঁজে বের করুন বা নতুন কোনো মেসেজ টাইপ করে সেন্ড করুন।

৪. যে মেসেজটি পিন করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে মেসেজটি নির্বাচিত হবে।

৫. এখন ডান পাশের ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।

৬. মেনু থেকে ‘পিন’ অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্ক্ষিত চ্যাটথ্রেডটি পিন হয়ে যাবে।

একই প্রক্রিয়া মেসেজটি আন পিন–ও করা যাবে।

আইফোনে নির্দিষ্ট মেসেজ পিন করবেন যেভাবে

১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. যে চ্যাটথ্রেডের ভেতরের মেসেজ পিন করতে চান তার ওপর ট্যাপ করুন।

৩. এখন চ্যাটথ্রেডের ভেতরের কাঙ্ক্ষিত মেসেজ খুঁজে বের করুন বা নতুন কোনো মেসেজ টাইপ করে সেন্ড করুন।

৪. যে মেসেজটি পিন করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে মেসেজটির নিচে একটি মেনু চালু হবে।

৫. মেনু থেকে ‘পিন’ অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্ক্ষিত চ্যাটথ্রেডটি পিন হয়ে যাবে।

একই প্রক্রিয়া মেসেজটি আন পিন–ও করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত