অনলাইন ডেস্ক
ছবি ও ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীরা এখানে নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো তুলে ধরে। তবে লাইক সংখ্যা, মন্তব্য ইত্যাদি অনেক সময় ব্যবহারকারীদের মানসিক চাপে ফেলে দিতে পারে। নিজেদের পোস্টে কম লাইক পেলে অনেকেই বিব্রত হন।
এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকে চান যেন তাঁদের পোস্ট বা রিলসে লাইক সংখ্যা গোপন রাখা যায়, যাতে তাঁরা কেবল কনটেন্টের মানের ওপরই মনোযোগ দিতে পারেন, লাইক সংখ্যা নিয়ে নয়। ইনস্টাগ্রাম এই সমস্যার কথা ভেবে ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা লুকানোর একটি সুবিধা চালু করেছে। তবে ফেসবুকের মতো সবগুলো পোস্ট ও রিলসের লাইক সংখ্যা লুকানো যাবে না। প্রতিবার পোস্টের সময় এই ফিচার চালু করে নিতে হবে।
ইনস্টাগ্রামে পোস্ট ও রিলসে লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. অ্যাপের নিচে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করতে হবে।
৩. এরপর যে ছবি বা ভিডিও আপলোড করবেন, তা নির্বাচন করুন।
৪. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।
৫. পরের পেজে প্রয়োজনীয় এডিট শেষ করে নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৬. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৭. এখন ছবি ও রিলসের জন্য প্রয়োজনীয় ক্যাপশন যুক্ত করুন।
৮. পোস্ট বা রিলসের লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের দিকে স্ক্রল করুন।
৯. এবার ‘মোর অপশনস’ বা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
১০. এরপর ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’-এর পাশে থাকা টগলটি চালু করতে হবে। এভাবে পোস্ট ও রিলস পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।
একই প্রক্রিয়ায় পোস্ট বা রিলসের শেয়ারেরও সংখ্যাও অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।
ছবি ও ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীরা এখানে নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো তুলে ধরে। তবে লাইক সংখ্যা, মন্তব্য ইত্যাদি অনেক সময় ব্যবহারকারীদের মানসিক চাপে ফেলে দিতে পারে। নিজেদের পোস্টে কম লাইক পেলে অনেকেই বিব্রত হন।
এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকে চান যেন তাঁদের পোস্ট বা রিলসে লাইক সংখ্যা গোপন রাখা যায়, যাতে তাঁরা কেবল কনটেন্টের মানের ওপরই মনোযোগ দিতে পারেন, লাইক সংখ্যা নিয়ে নয়। ইনস্টাগ্রাম এই সমস্যার কথা ভেবে ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা লুকানোর একটি সুবিধা চালু করেছে। তবে ফেসবুকের মতো সবগুলো পোস্ট ও রিলসের লাইক সংখ্যা লুকানো যাবে না। প্রতিবার পোস্টের সময় এই ফিচার চালু করে নিতে হবে।
ইনস্টাগ্রামে পোস্ট ও রিলসে লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. অ্যাপের নিচে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করতে হবে।
৩. এরপর যে ছবি বা ভিডিও আপলোড করবেন, তা নির্বাচন করুন।
৪. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।
৫. পরের পেজে প্রয়োজনীয় এডিট শেষ করে নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৬. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৭. এখন ছবি ও রিলসের জন্য প্রয়োজনীয় ক্যাপশন যুক্ত করুন।
৮. পোস্ট বা রিলসের লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের দিকে স্ক্রল করুন।
৯. এবার ‘মোর অপশনস’ বা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
১০. এরপর ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’-এর পাশে থাকা টগলটি চালু করতে হবে। এভাবে পোস্ট ও রিলস পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।
একই প্রক্রিয়ায় পোস্ট বা রিলসের শেয়ারেরও সংখ্যাও অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১০ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১২ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১২ ঘণ্টা আগে