বিশ্ববাজারে শিগগিরই ছাড়া হবে পোকোর নতুন স্মার্টফোন এম ৬ (৪ জি)। কোম্পানিটি ইতিমধ্যে ফোনটির নকশা, রং ও ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছে। বাজেট ফোন হলেও এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কোম্পানিটি বলছে, আগামী ১১ জুন ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটির র্যাম ও স্টোরেজ অপশনগুলো সম্পর্কেও জানানো হয়েছে।
ফোনটির সামনের ক্যামেরাটি ডিসপ্লেতে হোল পাঞ্চ আকারে বসানো হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডানপাশে ভলিউম বাটনের নিচে রয়েছে।
পোকো এম ৬ (৪ জি) এর দাম ও রং
পোকো এম ৬ (৪ জি) ফোনটি কালো, ধূসর ও বেগুনি রঙে পাওয়া যাবে।
কোম্পানি থেকে ফোনটির একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি থেকেই ফোনটির দাম সম্পর্কে ধারণা করা হয়েছে। তবে বাংলাদেশের বাজার কতদামে ছাড়া হবে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ছবি থেকে ফোনের দাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
পোকো এম ৬ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ২৫১ টাকা।
পোকো এম ৬ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম হবে ১৪৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬১৫ টাকা।
পোকো এম ৬ (৪ জি) এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল +এফএইচডি (২,৪৬০ x ১০৮০ পিক্সেলস)
ব্রাইটনেস: ৫৫০ নিটস
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
আইপি রেটিং: আইপি ৫৩
ব্লুটুথ: ৫ দশমিক ৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
রং: কালো, ধূসর ও বেগুনি
বিশ্ববাজারে শিগগিরই ছাড়া হবে পোকোর নতুন স্মার্টফোন এম ৬ (৪ জি)। কোম্পানিটি ইতিমধ্যে ফোনটির নকশা, রং ও ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছে। বাজেট ফোন হলেও এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কোম্পানিটি বলছে, আগামী ১১ জুন ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটির র্যাম ও স্টোরেজ অপশনগুলো সম্পর্কেও জানানো হয়েছে।
ফোনটির সামনের ক্যামেরাটি ডিসপ্লেতে হোল পাঞ্চ আকারে বসানো হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডানপাশে ভলিউম বাটনের নিচে রয়েছে।
পোকো এম ৬ (৪ জি) এর দাম ও রং
পোকো এম ৬ (৪ জি) ফোনটি কালো, ধূসর ও বেগুনি রঙে পাওয়া যাবে।
কোম্পানি থেকে ফোনটির একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি থেকেই ফোনটির দাম সম্পর্কে ধারণা করা হয়েছে। তবে বাংলাদেশের বাজার কতদামে ছাড়া হবে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ছবি থেকে ফোনের দাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
পোকো এম ৬ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ২৫১ টাকা।
পোকো এম ৬ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম হবে ১৪৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬১৫ টাকা।
পোকো এম ৬ (৪ জি) এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল +এফএইচডি (২,৪৬০ x ১০৮০ পিক্সেলস)
ব্রাইটনেস: ৫৫০ নিটস
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
আইপি রেটিং: আইপি ৫৩
ব্লুটুথ: ৫ দশমিক ৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
রং: কালো, ধূসর ও বেগুনি
গুগল ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এই সিস্টেম চালু করেছে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & emergency’ বা ‘Location’-এর ভেতরে ‘Location Services’— ‘Earthquake alerts’ অপশনটি চালু রয়েছে কি না, তা দেখে নিতে পারেন। এটি চালু থাকলে আপনার ফোনেও ভূমিকম্পের আগাম বার্তা চলে আসবে।
৯ ঘণ্টা আগেমেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
১৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে...
১৪ ঘণ্টা আগেদুই দশক পর প্রথমবারের মতো নিজের নাম লিখতে সক্ষম হয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত নারী। তাও শুধু চিন্তার মাধ্যমে। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে নিউরালিংক কোম্পানির উদ্ভাবিত উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির সাহায্যে।
১৫ ঘণ্টা আগে