বিশ্ববাজারে শিগগিরই ছাড়া হবে পোকোর নতুন স্মার্টফোন এম ৬ (৪ জি)। কোম্পানিটি ইতিমধ্যে ফোনটির নকশা, রং ও ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছে। বাজেট ফোন হলেও এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কোম্পানিটি বলছে, আগামী ১১ জুন ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটির র্যাম ও স্টোরেজ অপশনগুলো সম্পর্কেও জানানো হয়েছে।
ফোনটির সামনের ক্যামেরাটি ডিসপ্লেতে হোল পাঞ্চ আকারে বসানো হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডানপাশে ভলিউম বাটনের নিচে রয়েছে।
পোকো এম ৬ (৪ জি) এর দাম ও রং
পোকো এম ৬ (৪ জি) ফোনটি কালো, ধূসর ও বেগুনি রঙে পাওয়া যাবে।
কোম্পানি থেকে ফোনটির একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি থেকেই ফোনটির দাম সম্পর্কে ধারণা করা হয়েছে। তবে বাংলাদেশের বাজার কতদামে ছাড়া হবে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ছবি থেকে ফোনের দাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
পোকো এম ৬ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ২৫১ টাকা।
পোকো এম ৬ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম হবে ১৪৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬১৫ টাকা।
পোকো এম ৬ (৪ জি) এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল +এফএইচডি (২,৪৬০ x ১০৮০ পিক্সেলস)
ব্রাইটনেস: ৫৫০ নিটস
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
আইপি রেটিং: আইপি ৫৩
ব্লুটুথ: ৫ দশমিক ৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
রং: কালো, ধূসর ও বেগুনি
বিশ্ববাজারে শিগগিরই ছাড়া হবে পোকোর নতুন স্মার্টফোন এম ৬ (৪ জি)। কোম্পানিটি ইতিমধ্যে ফোনটির নকশা, রং ও ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছে। বাজেট ফোন হলেও এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কোম্পানিটি বলছে, আগামী ১১ জুন ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটির র্যাম ও স্টোরেজ অপশনগুলো সম্পর্কেও জানানো হয়েছে।
ফোনটির সামনের ক্যামেরাটি ডিসপ্লেতে হোল পাঞ্চ আকারে বসানো হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডানপাশে ভলিউম বাটনের নিচে রয়েছে।
পোকো এম ৬ (৪ জি) এর দাম ও রং
পোকো এম ৬ (৪ জি) ফোনটি কালো, ধূসর ও বেগুনি রঙে পাওয়া যাবে।
কোম্পানি থেকে ফোনটির একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি থেকেই ফোনটির দাম সম্পর্কে ধারণা করা হয়েছে। তবে বাংলাদেশের বাজার কতদামে ছাড়া হবে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ছবি থেকে ফোনের দাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
পোকো এম ৬ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ২৫১ টাকা।
পোকো এম ৬ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম হবে ১৪৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬১৫ টাকা।
পোকো এম ৬ (৪ জি) এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল +এফএইচডি (২,৪৬০ x ১০৮০ পিক্সেলস)
ব্রাইটনেস: ৫৫০ নিটস
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
আইপি রেটিং: আইপি ৫৩
ব্লুটুথ: ৫ দশমিক ৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
রং: কালো, ধূসর ও বেগুনি
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৩ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১২ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৩ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১৪ ঘণ্টা আগে