প্রতিবছর নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ার আগে আগ্রহী ক্রেতাদের মধ্যে নানা জল্পনা–কল্পনা থাকে। অ্যাপল ফোনের নতুন মডেল আইফোন ১৫ এর নকশা আগেই ফাঁস হয়েছে। তবে কোম্পানি ক্রেতাদের জন্য নতুন চমক রেখে দিয়েছিল। এবার সেটা ফাঁস হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুতে প্রায়ই অ্যাপলের তথ্য ফাঁস করা হয়। এবার এই সাইট অ্যাপল ১৫ এর নতুন তিনটি রং ফাঁস করে দিয়েছে। সবুজ, হালকা হলুদ ও গোলাপি- এই তিন রঙের ব্যবহার এবার দেখা যাবে। অ্যাপল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নির্ভরযোগ্যতা করেছেন। মিডনাইট, স্টারলাইট ও লাল রঙের সঙ্গে আইফোন ১৫ আগেই ছিল।
ফোর্বস বলছে, আইফোন ১৪ মডেলেও গাঢ় হলুদের ব্যবহার ছিল। তাই ধারণা করা হচ্ছে- নীল, বেগুনি এবং গাঢ় হলুদ রঙ আইফোন ১৫ থেকে বাদ পড়বে। তবে বাস্তবে এটা ঘটলে তা ক্রেতাদের জন্য হবে চমক। কারণ আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের নীল ও বেগুনি রং সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বলে মার্চে এক প্রতিবেদনে দাবি করা হয়।
প্রতিবছর অ্যাপল ফোনের এক বা দুটি রঙ বাজারে ছাড়ে। ফাঁসের খবরটি সত্য হলে অ্যাপল প্রথমবারের মত একসঙ্গে তিন রঙের ফোন বাজারে আনবে। আইফোনে গোলাপি রঙ আসার জন্য ক্রেতারা দীর্ঘদিন ধরে অ্যাপলের কাছে দাবি জানিয়ে আসছিল।
মার্চে ফাঁস হওয়া এক ছবি থেকে ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ এ বাবলগাম পিংকের (গোলাপি বেগুণির মিশ্রণ হালকা রঙ) মত উজ্জ্বল রঙ আসবে। ক্রেতাদের অনুরোধে এবছর ১৫ ইঞ্চির ম্যাকবুক বাজারে এনেছে কোম্পানিটি।
আইফোন ১৫ সিরিজের দাম নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই সিরিজের ফোনের দাম আগের ফোনগুলোর চেয়ে ২০০ ডলার বেশি হতে পারে।
আইফোন ১৫ প্রো ও ১৫ প্রোম্যাক্স- মডেল দুটিতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে নেক্সট জেনারেশনের ৩ ন্যানোমিটার এজি চিপসেট, সুপার থিন ব্যাজেল, নতুন আলট্রা ওয়াইড ব্যান্ড ও সলিড–স্টেট অ্যাকশন বাটন থাকবে, যা মিউট সুইচের পরিবর্তে আসবে।
আইফোন ১৪ প্রো মডেলের ডিজাইনের মতো আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো মডেল দুইটিতে এ১৬ চিপ ব্যবহার করা হবে। আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি থাকবে।
করোনার পর আইফোনের মডেলগুলো সেপ্টেম্বরের মাঝামাঝিতেই বাজারে ছাড়া হয়। তাই আইফোন ১৫ মডেলও একই সময়ে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবছর নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ার আগে আগ্রহী ক্রেতাদের মধ্যে নানা জল্পনা–কল্পনা থাকে। অ্যাপল ফোনের নতুন মডেল আইফোন ১৫ এর নকশা আগেই ফাঁস হয়েছে। তবে কোম্পানি ক্রেতাদের জন্য নতুন চমক রেখে দিয়েছিল। এবার সেটা ফাঁস হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুতে প্রায়ই অ্যাপলের তথ্য ফাঁস করা হয়। এবার এই সাইট অ্যাপল ১৫ এর নতুন তিনটি রং ফাঁস করে দিয়েছে। সবুজ, হালকা হলুদ ও গোলাপি- এই তিন রঙের ব্যবহার এবার দেখা যাবে। অ্যাপল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নির্ভরযোগ্যতা করেছেন। মিডনাইট, স্টারলাইট ও লাল রঙের সঙ্গে আইফোন ১৫ আগেই ছিল।
ফোর্বস বলছে, আইফোন ১৪ মডেলেও গাঢ় হলুদের ব্যবহার ছিল। তাই ধারণা করা হচ্ছে- নীল, বেগুনি এবং গাঢ় হলুদ রঙ আইফোন ১৫ থেকে বাদ পড়বে। তবে বাস্তবে এটা ঘটলে তা ক্রেতাদের জন্য হবে চমক। কারণ আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের নীল ও বেগুনি রং সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বলে মার্চে এক প্রতিবেদনে দাবি করা হয়।
প্রতিবছর অ্যাপল ফোনের এক বা দুটি রঙ বাজারে ছাড়ে। ফাঁসের খবরটি সত্য হলে অ্যাপল প্রথমবারের মত একসঙ্গে তিন রঙের ফোন বাজারে আনবে। আইফোনে গোলাপি রঙ আসার জন্য ক্রেতারা দীর্ঘদিন ধরে অ্যাপলের কাছে দাবি জানিয়ে আসছিল।
মার্চে ফাঁস হওয়া এক ছবি থেকে ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ এ বাবলগাম পিংকের (গোলাপি বেগুণির মিশ্রণ হালকা রঙ) মত উজ্জ্বল রঙ আসবে। ক্রেতাদের অনুরোধে এবছর ১৫ ইঞ্চির ম্যাকবুক বাজারে এনেছে কোম্পানিটি।
আইফোন ১৫ সিরিজের দাম নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই সিরিজের ফোনের দাম আগের ফোনগুলোর চেয়ে ২০০ ডলার বেশি হতে পারে।
আইফোন ১৫ প্রো ও ১৫ প্রোম্যাক্স- মডেল দুটিতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে নেক্সট জেনারেশনের ৩ ন্যানোমিটার এজি চিপসেট, সুপার থিন ব্যাজেল, নতুন আলট্রা ওয়াইড ব্যান্ড ও সলিড–স্টেট অ্যাকশন বাটন থাকবে, যা মিউট সুইচের পরিবর্তে আসবে।
আইফোন ১৪ প্রো মডেলের ডিজাইনের মতো আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো মডেল দুইটিতে এ১৬ চিপ ব্যবহার করা হবে। আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি থাকবে।
করোনার পর আইফোনের মডেলগুলো সেপ্টেম্বরের মাঝামাঝিতেই বাজারে ছাড়া হয়। তাই আইফোন ১৫ মডেলও একই সময়ে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
১ ঘণ্টা আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১৭ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১৯ ঘণ্টা আগে