বাহারি রূপে রেডমি-১২ সিরিজের ফোন বাজারে ছাড়ল শাওমি। গতকাল মঙ্গলবার একইসঙ্গে রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ভারতের বাজারে ছাড়া হয়। আগামী ৪ আগস্ট থেকে রেডমির ওয়েবসাইট, মি হোম, অ্যামাজন, ফ্লিপকার্টে বিভিন্ন ধরনে দুটি ফোন কেনা যাবে।
রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জির যতগুলো ধরন বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর র্যামে ভিন্নতা থাকলেও সবগুলোর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এর মধ্য রেডমি-১২ ৪জি ফোনের দাম ৪ জিবি+ র্যামসহ পড়বে ৮ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ র্যামসহ পড়বে ১০ হাজার ৯৯৯ রুপি।
অপরদিকে ৪ জিবি+ র্যামসহ রেডমি-১২ ৫জি ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ ও ৮ জিবি+ র্যামের দাম যথাক্রমে ১২ হাজার ৯৯৯ রুপি ও ১৪ হাজার ৯৯৯ রুপি পড়বে।
দুটি ফোনই জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।
রেডমির-১২ সিরিজের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লের একেবারে উপরে মাঝ বরাবর হোল পাঞ্চ স্লটে ৮ মেগাপিক্সেল সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা আছে। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুই ধরনের মধ্যে ভিন্নতা আছে।
রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।
হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম।
বাহারি রূপে রেডমি-১২ সিরিজের ফোন বাজারে ছাড়ল শাওমি। গতকাল মঙ্গলবার একইসঙ্গে রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ভারতের বাজারে ছাড়া হয়। আগামী ৪ আগস্ট থেকে রেডমির ওয়েবসাইট, মি হোম, অ্যামাজন, ফ্লিপকার্টে বিভিন্ন ধরনে দুটি ফোন কেনা যাবে।
রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জির যতগুলো ধরন বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর র্যামে ভিন্নতা থাকলেও সবগুলোর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এর মধ্য রেডমি-১২ ৪জি ফোনের দাম ৪ জিবি+ র্যামসহ পড়বে ৮ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ র্যামসহ পড়বে ১০ হাজার ৯৯৯ রুপি।
অপরদিকে ৪ জিবি+ র্যামসহ রেডমি-১২ ৫জি ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ ও ৮ জিবি+ র্যামের দাম যথাক্রমে ১২ হাজার ৯৯৯ রুপি ও ১৪ হাজার ৯৯৯ রুপি পড়বে।
দুটি ফোনই জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।
রেডমির-১২ সিরিজের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লের একেবারে উপরে মাঝ বরাবর হোল পাঞ্চ স্লটে ৮ মেগাপিক্সেল সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা আছে। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুই ধরনের মধ্যে ভিন্নতা আছে।
রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।
হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৩ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১২ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৩ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১৪ ঘণ্টা আগে