Ajker Patrika

এবছর আইপ্যাডের নতুন মডেল বাজারে আসছে না 

এবছর আইপ্যাডের নতুন মডেল বাজারে আসছে না 

আগামী বছরের মার্চে আইপ্যাডের নতুন মডেল বাজারে আনবে অ্যাপল। প্রতিবছর অক্টোবরে এই ডিভাইসের আপডেট এলেও এবার তার ব্যতিক্রম হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান। অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গত আট বছর থেকে অক্টোবরে নতুন আইপ্যাড নিয়ে আসা হয়। তবে গুরম্যান বলছেন, ইউএসবি সিযুক্ত নতুন অ্যাপল পেন্সিল বসন্তের আগে বাজারে আসলেও নতুন মডেলের আইপ্যাড মার্চের আগে ছাড়বে না অ্যাপল। 

কোম্পানিটি কয়েক বছর ধরে এগারো প্রজন্মের আইপ্যাড, সপ্তম প্রজন্মের আইপ্যাড মিনি  ও ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে। আইপ্যাড এয়ারে নতুন এম২ চিপ ও আইপ্যাড মিনিতে এ১৬ চিপ ব্যবহার করা হতে পারে। আগামী মার্চে এই ডিভাইসগুলো বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। 

মার্ক আরও বলেন, প্রথম প্রজন্মের অ্যাপল পেন্সিল ও নবম প্রজন্মের আইপ্যাড বিক্রিও বন্ধ করবে অ্যাপল। এই পদক্ষেপ খুব শিগগিরই হবে কারণ লাইটনিং পোর্ট যুক্ত আর কোনো ডিভাইস উৎপাদন হবে না। 

এদিকে ম্যাকের নতুন ডিভাইস নভেম্বরে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। গত দুই বছর থেকে আইম্যাকের ডিজাইনে  কোনো পরিবর্তন  হয়নি। তবে ২৪ ইঞ্চির নতুন আইম্যাক এ মাসের শেষে বাজারে আসতে পারে। 

এ ছাড়া ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে বলে ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে। 

চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত