সাঈম শামস্
মঞ্চনাটক প্রদর্শনের জন্য নির্ধারিত বিশেষ জায়গাকে থিয়েটার বলা হয়। বর্তমানে সিনেমা প্রদর্শন করার জায়গাকেও থিয়েটার বা সিনেমা থিয়েটার বলা হয়। বাংলাদেশে অবশ্য ‘সিনেমা হল’ নামে এটি বেশি পরিচিত। থিয়েটারে সিনেমা দেখার অভিজ্ঞতা বাসায় থাকা সাধারণ টিভিতে বা মোবাইল ফোনো পাওয়া সম্ভব নয়। আবার সময় বের করে নিয়মিত সিনেমা থিয়েটারে গিয়ে সিনেমা দেখাও বেশ ব্যয় ও সময়সাপেক্ষ ব্যাপার। এই সমস্যার সমাধান হলো হোম থিয়েটার; অর্থাৎ বাসায় থাকা ব্যক্তিগত সিনেমা হল! যেখানে আপনি আয়েশ করে শুয়ে, বসে নিজের পছন্দের সিনেমা দেখতে পারবেন।
হোম থিয়েটারে কী কী থাকে
সাধারণত বড় স্ক্রিন আর চমৎকার সাউন্ড সিস্টেম নিয়েই হোম থিয়েটার। কিন্তু কথায় আছে, যত গুড় তত মিঠা। তাই আপনার হোম থিয়েটারে কী কী থাকবে এবং সেগুলোর মান কেমন হবে, তা নির্ভর করছে আপনার বাজেটের ওপর। ৩২ ইঞ্চি টিভি, ৫ দশমিক ১ সারাউন্ড স্পিকার দিয়েই অল্পের ভেতরে একটি হোম থিয়েটার সেটআপ করতে পারবেন। তবে কয়েক লাখ টাকা খরচ করার মতো বাজেট থাকলে শক্তিশালী ফোরকে প্রজেক্টর, ১২০ ইঞ্চি প্রজেকশন স্ক্রিন, ডলবি সারাউন্ড সাউন্ড ১৩ দশমিক ২ সাউন্ড সিস্টেম, ফোরকে ব্লুরে প্লেয়ার, আয়েশ করে বসে মুভি দেখার জন্য প্রিমিয়াম রিক্লাইনার চেয়ার ইত্যাদির সমন্বয়ে তৈরি করে নিতে পারবেন একটি অভিজাত হোম থিয়েটার।
বাজারদর
৩২ ইঞ্চি টিভির দাম ২০ হাজার টাকা থেকে শুরু। টিভির স্ক্রিনের আকার ও ব্র্যান্ড অনুযায়ী দামে পরিবর্তন আসবে। ৮২ ইঞ্চি কিউলেড ফোরকে টিভির দাম প্রায় ৬ লাখ টাকা। হোম থিয়েটারের জন্য সাউন্ড সিস্টেম কিনতে খরচ পড়বে ৮ হাজার থেকে সোয়া লাখ টাকা পর্যন্ত। মানভেদে প্রজেক্টরের দাম পড়বে ১২ হাজার থেকে ৪ লাখ টাকা। সাধারণ ৭০ ইঞ্চি প্রজেকশন স্ক্রিনের দাম প্রায় ৪ হাজার টাকা। ১২০ ইঞ্চি ইলেকট্রিক প্রজেকশন স্ক্রিনের দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা। ব্লুরে প্লেয়ারের দাম পড়বে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
কোথায় পাওয়া যাবে
ঢাকার আইডিবি ভবন, মাল্টিপ্ল্যান সেন্টার, বিএনএস সেন্টারসহ দেশের প্রায় সব কম্পিউটার ও ইলেকট্রনিকস পণ্য বিপণনের শপিং মল থেকে হোম থিয়েটার কেনা যাবে। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিকস ব্র্যান্ডের শোরুম থেকে হোম থিয়েটার কেনারও সুযোগ রয়েছে।
কীভাবে সেট করবেন
অল্প বাজেটের সীমিত সেটআপ হলে ম্যানুয়াল দেখে বা ইউটিউবে ভিডিও দেখে নিজেই সব সেট করতে পারবেন। তবে বড় বাজেটের সেটআপের ক্ষেত্রে অবশ্যই পেশাদার, দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন হবে।
মঞ্চনাটক প্রদর্শনের জন্য নির্ধারিত বিশেষ জায়গাকে থিয়েটার বলা হয়। বর্তমানে সিনেমা প্রদর্শন করার জায়গাকেও থিয়েটার বা সিনেমা থিয়েটার বলা হয়। বাংলাদেশে অবশ্য ‘সিনেমা হল’ নামে এটি বেশি পরিচিত। থিয়েটারে সিনেমা দেখার অভিজ্ঞতা বাসায় থাকা সাধারণ টিভিতে বা মোবাইল ফোনো পাওয়া সম্ভব নয়। আবার সময় বের করে নিয়মিত সিনেমা থিয়েটারে গিয়ে সিনেমা দেখাও বেশ ব্যয় ও সময়সাপেক্ষ ব্যাপার। এই সমস্যার সমাধান হলো হোম থিয়েটার; অর্থাৎ বাসায় থাকা ব্যক্তিগত সিনেমা হল! যেখানে আপনি আয়েশ করে শুয়ে, বসে নিজের পছন্দের সিনেমা দেখতে পারবেন।
হোম থিয়েটারে কী কী থাকে
সাধারণত বড় স্ক্রিন আর চমৎকার সাউন্ড সিস্টেম নিয়েই হোম থিয়েটার। কিন্তু কথায় আছে, যত গুড় তত মিঠা। তাই আপনার হোম থিয়েটারে কী কী থাকবে এবং সেগুলোর মান কেমন হবে, তা নির্ভর করছে আপনার বাজেটের ওপর। ৩২ ইঞ্চি টিভি, ৫ দশমিক ১ সারাউন্ড স্পিকার দিয়েই অল্পের ভেতরে একটি হোম থিয়েটার সেটআপ করতে পারবেন। তবে কয়েক লাখ টাকা খরচ করার মতো বাজেট থাকলে শক্তিশালী ফোরকে প্রজেক্টর, ১২০ ইঞ্চি প্রজেকশন স্ক্রিন, ডলবি সারাউন্ড সাউন্ড ১৩ দশমিক ২ সাউন্ড সিস্টেম, ফোরকে ব্লুরে প্লেয়ার, আয়েশ করে বসে মুভি দেখার জন্য প্রিমিয়াম রিক্লাইনার চেয়ার ইত্যাদির সমন্বয়ে তৈরি করে নিতে পারবেন একটি অভিজাত হোম থিয়েটার।
বাজারদর
৩২ ইঞ্চি টিভির দাম ২০ হাজার টাকা থেকে শুরু। টিভির স্ক্রিনের আকার ও ব্র্যান্ড অনুযায়ী দামে পরিবর্তন আসবে। ৮২ ইঞ্চি কিউলেড ফোরকে টিভির দাম প্রায় ৬ লাখ টাকা। হোম থিয়েটারের জন্য সাউন্ড সিস্টেম কিনতে খরচ পড়বে ৮ হাজার থেকে সোয়া লাখ টাকা পর্যন্ত। মানভেদে প্রজেক্টরের দাম পড়বে ১২ হাজার থেকে ৪ লাখ টাকা। সাধারণ ৭০ ইঞ্চি প্রজেকশন স্ক্রিনের দাম প্রায় ৪ হাজার টাকা। ১২০ ইঞ্চি ইলেকট্রিক প্রজেকশন স্ক্রিনের দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা। ব্লুরে প্লেয়ারের দাম পড়বে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
কোথায় পাওয়া যাবে
ঢাকার আইডিবি ভবন, মাল্টিপ্ল্যান সেন্টার, বিএনএস সেন্টারসহ দেশের প্রায় সব কম্পিউটার ও ইলেকট্রনিকস পণ্য বিপণনের শপিং মল থেকে হোম থিয়েটার কেনা যাবে। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিকস ব্র্যান্ডের শোরুম থেকে হোম থিয়েটার কেনারও সুযোগ রয়েছে।
কীভাবে সেট করবেন
অল্প বাজেটের সীমিত সেটআপ হলে ম্যানুয়াল দেখে বা ইউটিউবে ভিডিও দেখে নিজেই সব সেট করতে পারবেন। তবে বড় বাজেটের সেটআপের ক্ষেত্রে অবশ্যই পেশাদার, দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন হবে।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৪ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৯ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
২১ ঘণ্টা আগে