Ajker Patrika

অ্যাপলের আইফোন ১৫ তৈরি হবে তামিলনাড়ুর কারখানায়

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫: ৫২
Thumbnail image

ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ১৫ উৎপাদন হবে। শ্রীপেরামবুদুর শহরে ফক্সকন টেকনোলজি গ্রুপের কারখানা থেকে অ্যাপলের সবচেয়ে নতুন পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে। এর ফলে চীনের উৎপাদন ঘাঁটি ও ভারতের কার্যক্রমের মধ্যে ব্যবধান ঘুচবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীন থেকে অ্যাপলের কারখানা গুটিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মালামাল নিয়ে জাহাজ যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানা গেল। কোম্পানিটি ধীরে ধীরে ভারতে আইফোন উৎপাদন বাড়াবে। 

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ঘনীভূত উত্তেজনাকে কেন্দ্র করে অ্যাপল তাদের পণ্য সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি রাখতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারত প্রযুক্তি উৎপাদনের হাব বা কেন্দ্রস্থল হয়ে উঠছে। 

এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করতে চায় অ্যাপল।

নতুন আইফোন ১৫ সিরিজটি ১২ সেপ্টেম্বরে বাজারে আসার সম্ভাবনা আছে। গত তিন বছরের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় আপডেট থাকার সম্ভাবনা আছে। এর ক্যামেরা সিস্টেমেও বড় আপডেট থাকবে এবং আরও মডেল উন্নত ৩ ন্যানোমিটার এ১৬ প্রসেসর পাবে।

ফক্সকন ছাড়াও পেগাট্রন ও উইসট্রোন কোম্পানি ভারতে অ্যাপলের সরবরাহকারী। এই দুই কোম্পানিকে টাটা গ্রুপ অধিগ্রহণ করেছে। এরাও শিগগিরই আইফোন ১৫ সংযোজন শুরু করবে। 

অ্যাপল ভারতে ব্যবসা প্রসারিত করছে। মোদি সরকারের নানা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ভারতে উচ্চ মানের উৎপাদন সম্ভব হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়।

গত এপ্রিলে ভারতে প্রথম আউটলেট খুলেছে অ্যাপল। অ্যাপলের গ্যজেট বিক্রি ও উৎপাদনের জন্য ভারতের বাজার দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ভারত সফরে এসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি ভারতজুড়ে বিনিয়োগ করতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত