ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ১৫ উৎপাদন হবে। শ্রীপেরামবুদুর শহরে ফক্সকন টেকনোলজি গ্রুপের কারখানা থেকে অ্যাপলের সবচেয়ে নতুন পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে। এর ফলে চীনের উৎপাদন ঘাঁটি ও ভারতের কার্যক্রমের মধ্যে ব্যবধান ঘুচবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে অ্যাপলের কারখানা গুটিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মালামাল নিয়ে জাহাজ যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানা গেল। কোম্পানিটি ধীরে ধীরে ভারতে আইফোন উৎপাদন বাড়াবে।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ঘনীভূত উত্তেজনাকে কেন্দ্র করে অ্যাপল তাদের পণ্য সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি রাখতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারত প্রযুক্তি উৎপাদনের হাব বা কেন্দ্রস্থল হয়ে উঠছে।
এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করতে চায় অ্যাপল।
নতুন আইফোন ১৫ সিরিজটি ১২ সেপ্টেম্বরে বাজারে আসার সম্ভাবনা আছে। গত তিন বছরের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় আপডেট থাকার সম্ভাবনা আছে। এর ক্যামেরা সিস্টেমেও বড় আপডেট থাকবে এবং আরও মডেল উন্নত ৩ ন্যানোমিটার এ১৬ প্রসেসর পাবে।
ফক্সকন ছাড়াও পেগাট্রন ও উইসট্রোন কোম্পানি ভারতে অ্যাপলের সরবরাহকারী। এই দুই কোম্পানিকে টাটা গ্রুপ অধিগ্রহণ করেছে। এরাও শিগগিরই আইফোন ১৫ সংযোজন শুরু করবে।
অ্যাপল ভারতে ব্যবসা প্রসারিত করছে। মোদি সরকারের নানা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ভারতে উচ্চ মানের উৎপাদন সম্ভব হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়।
গত এপ্রিলে ভারতে প্রথম আউটলেট খুলেছে অ্যাপল। অ্যাপলের গ্যজেট বিক্রি ও উৎপাদনের জন্য ভারতের বাজার দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ভারত সফরে এসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি ভারতজুড়ে বিনিয়োগ করতে চান।
ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ১৫ উৎপাদন হবে। শ্রীপেরামবুদুর শহরে ফক্সকন টেকনোলজি গ্রুপের কারখানা থেকে অ্যাপলের সবচেয়ে নতুন পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে। এর ফলে চীনের উৎপাদন ঘাঁটি ও ভারতের কার্যক্রমের মধ্যে ব্যবধান ঘুচবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে অ্যাপলের কারখানা গুটিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মালামাল নিয়ে জাহাজ যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানা গেল। কোম্পানিটি ধীরে ধীরে ভারতে আইফোন উৎপাদন বাড়াবে।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ঘনীভূত উত্তেজনাকে কেন্দ্র করে অ্যাপল তাদের পণ্য সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি রাখতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারত প্রযুক্তি উৎপাদনের হাব বা কেন্দ্রস্থল হয়ে উঠছে।
এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করতে চায় অ্যাপল।
নতুন আইফোন ১৫ সিরিজটি ১২ সেপ্টেম্বরে বাজারে আসার সম্ভাবনা আছে। গত তিন বছরের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় আপডেট থাকার সম্ভাবনা আছে। এর ক্যামেরা সিস্টেমেও বড় আপডেট থাকবে এবং আরও মডেল উন্নত ৩ ন্যানোমিটার এ১৬ প্রসেসর পাবে।
ফক্সকন ছাড়াও পেগাট্রন ও উইসট্রোন কোম্পানি ভারতে অ্যাপলের সরবরাহকারী। এই দুই কোম্পানিকে টাটা গ্রুপ অধিগ্রহণ করেছে। এরাও শিগগিরই আইফোন ১৫ সংযোজন শুরু করবে।
অ্যাপল ভারতে ব্যবসা প্রসারিত করছে। মোদি সরকারের নানা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ভারতে উচ্চ মানের উৎপাদন সম্ভব হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়।
গত এপ্রিলে ভারতে প্রথম আউটলেট খুলেছে অ্যাপল। অ্যাপলের গ্যজেট বিক্রি ও উৎপাদনের জন্য ভারতের বাজার দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ভারত সফরে এসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি ভারতজুড়ে বিনিয়োগ করতে চান।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
১ ঘণ্টা আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১৭ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১৯ ঘণ্টা আগে