আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৫ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৭ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৮ ঘণ্টা আগে