Ajker Patrika

ইউএসবি টাইপ সিযুক্ত পেন্সিল নিয়ে এল অ্যাপল

অনলাইন ডেস্ক
Thumbnail image

আইপ্যাডের জন্য নতুন পেন্সিল নিয়ে এল অ্যাপল। এতে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পেন্সিলটিতে চার্জ দেয়া ও পেয়ারিং করা যাবে। অন্যান্য অ্যাপল পেন্সিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

অ্যাপল দাবি করছে, প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের মত টিল্ট সেন্সিটিভিটি ও  কম ল্যাটেন্সি  থাকবে এই মডেলে।  নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেন্সিলটি নির্ভুলভাবে করতে পারবে। 

পেন্সিলটির দাম ও যেসব স্থানে পাওয়া যাবে
নভেম্বর থেকে ইউএসবি টাইপ সি যুক্ত অ্যাপল পেন্সিলটি পাওয়া যাবে। এটির দাম হল ৭ হাজার ৯৯০ রুপি। বর্তমান শিক্ষার্থী ও কলেজে ভর্তি হবে এমন ছাত্র–ছাত্রী ও অভিভাবক, ফ্যাকাল্টি ও ফ্যাকাল্টির সদস্য এবং হোম–স্কুলের শিক্ষকরা ৬ হাজার ৯৯০ রুপিতে পেন্সিলটি কিনতে পারবে। 

যেসব আইপ্যাডে অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে
ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত আইপ্যাডে নতুন অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে। যেসব আইপ্যাডে এই পেন্সিল ব্যবহার করা যাবে সেগুলো হল–

  • আইপ্যাড দশম জেনারেশন
  • আইপ্যাড এয়ার (চতুর্থ ও পঞ্চম জেনারেশন)
  • আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জেনারেশন)
  • আইপ্যাড প্রো ১২ দশমিক ৯ ইঞ্চি (তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ জেনারেশন)
  • আইপ্যাড মিনি (ষষ্ঠ জেনারেশন) 


ইউএসবি সি যুক্ত অ্যাপল পেন্সিলের ফিচার
অ্যাপল পেন্সিলের একদম উপরে স্লাইডিং কভারের ভেতরে ইউএসবি সি পোর্ট রয়েছে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে চার্জিং ও পেয়ারিং করা যাবে। 

অ্যাপল বলছে, আইপ্যাডে চুম্বকের সঙ্গে আটকে পেন্সিলটি চার্জিং দেওয়া যাবে। এ সময় ব্যাটারি সাশ্রয় করতে পেন্সিলটি স্লিপিং স্টেটে থাকবে। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের সব সুবিধা এতে পাওয়া যাবে। এটি অ্যাপলের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

নতুন অ্যাপল পেন্সিলটি আইপ্যাডওসের স্ক্রিবল, কুয়িক নোটের সঙ্গে কাজ করবে। এছাড়া ফ্রি ফর্মেও এই পেন্সিলটি ব্যবহার করা যাবে। 

আইপ্যাড প্রো এর এম২ মডেলের সঙ্গে পেয়ার করলে পেন্সিলটি দিয়ে হোভার ফিচারের ব্যবহার করা যাবে। স্কেচিং ও ইলাস্ট্রেশনকে আরও সহজ করে তুলবে এই ফিচার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত