Ajker Patrika

গুগলের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
Thumbnail image

পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর মোড়ক উন্মোচন করল গুগল। গতকাল বুধবার ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে আনা এই দুই ফোনে টেনসর জি৩ চিপ ও অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

ফোনগুলোর ক্যামেরা ও ডিভাইসজুড়ে বিভিন্ন এআইভিত্তিক ফিচার ব্যবহার করা হয়েছে। এআইভিত্তিক ফিচারগুলোর মধ্যে রয়েছে- ফটো আনব্লার ও লাইভ ট্র্যান্সলেট। 

গুগলের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো এর দাম ও রঙ 

গুগলের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর দাম আগের মডেলগুলোর তুলনায় ১০০ ডলার বৃদ্ধি পেয়েছে। গুগলের পিক্সেল ৮ এর দাম ৬৯৯ ডলার ও পিক্সেল ৮ প্রো এর দাম ৯৯৯ ডলার থেকে শুরু হয়েছে। তবে প্রি অর্ডারে পিক্সেল ৮ এর সঙ্গে পিক্সেলের নতুন এয়ারবাডস প্রো এবং পিক্সেল ৮ প্রোর সঙ্গে পিক্সেল ওয়াচ ২ বিনামূল্যে কোম্পানি থেকে দেয়া হবে। 

পিক্সেল ৮ মডেলটি হ্যাজেল (ধূসর), অবসিডিয়ান (কালো) ও রোজ (হালকা কমলা) রঙে পাওয়া যাবে। আর বে (আকাশি), অবসিডিয়ান (কালো) ও পোর্সেলিন (ধূসর সাদা) রঙে পিক্সেল ৮ প্রো পাওয়া যাবে। 

গুগল পিক্সেল ৮ এর স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: স্যামসাং জিএন ২ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনির আইএমএক্স ৩৮৬ সেন্সরসহ ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা 
সেলফি ক্যামেরা: ১০ দশমিক ৫ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫ জি,৪জি এলটিই 
ওয়াইফাই: ৬ই 
আয়তন: ৫.৯ x২.৮ x০.৪ ইঞ্চি 
ওজন: ৬ দশমিক ৬ আউন্স (১৮৭ গ্রাম) 
ডিসপ্লে: ৬ দশমিক ২ ইঞ্চি ওলেড (১০৮০ x২৪০০) 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
ব্রাইটনেস লেভেল: ২০০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ 
চিপসেট: গুগল টেনসর জি৩ 
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইউএফএস ৩ দশমিক ১ স্টোরেজ 
ব্লুটুথ: ৫ দশমিক ৩ 
এনএফসি: আছে 
আইপি রেটিং: আইপি ৬৮ 
ইউএসবি: টাইপ সি ৩ দশমিক ২ 
ব্যাটারি: ৪,৫৭৫ এমএএইচ

প্রি অর্ডারে পিক্সেল ৮ এর সঙ্গে পিক্সেলের নতুন এয়ারবাডস প্রো এবং পিক্সেল ৮ প্রো এর সঙ্গে পিক্সেল ওয়াচ ২ বিনামূল্যে কোম্পানি থেকে দেয়া হবে। ছবি: গুগল গুগল পিক্সেল ৮ প্রো এর স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: স্যামসাং জিএন ২ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনি আইএমএক্স৭৮৭ সেন্সরসহ ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। 
সেলফি ক্যামেরা: ১০ দশমিক ৫ মেগাপিক্সেল 
আয়তন: ৬.৪ x ৩.০ x ০.৩৫ ইঞ্চি 
ওজন: ৭ দশমিক ৫ আউন্স (২১৩ গ্রাম) 
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি এলটিপিও ওলেড (১৩৪৪ x২৯৯২) 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
ব্রাইটনেস লেভেল: ২৪০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ 
চিপসেট: গুগল টেনসর জি৩ 
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর৫ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি বা ৫১২ জিবি বা ১ টিবি ইউএফএস ৩ দশমিক ১ স্টোরেজ 
ব্লুটুথ: ৫ দশমিক ৩ 
এনএফসি: আছে 
আইপি রেটিং: আইপি ৬৮ 
ইউএসবি: টাইপ সি ৩ দশমিক ২ 
ব্যাটারি: ৫,০৫০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড বা ওয়্যারলেস ফাস্ট চার্জিং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত