অনলাইন ডেস্ক
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
১ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে