আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৫ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৭ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৮ ঘণ্টা আগে