আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে