কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছোট আকারের সুপারকম্পিউটার তৈরি করেছে এনভিডিয়া। এই সুপারকম্পিউটারের নাম ‘ডিজিটস’। আকারে ছোট হওয়ায় এটি ব্যক্তিগত বা অফিসের কাজে সহজেই ব্যবহার করা যায়।
নতুন জিবি ১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপার চিপ ব্যবহার করা হয়েছে ডিজিটসে, যা অত্যন্ত জটিল এআই মডেল চালানোর জন্য যথেষ্ট প্রসেসিং শক্তি দেয়। চিপটি এনভিডিয়া ও মিডিয়াটেক যৌথভাবে তৈরি করেছে। অথচ এটি ছোট আকারে তৈরি করা হয়েছে, যাতে এটি টেবিলে রেখে এবং একটি সাধারণ বৈদ্যুতিক আউটলেটের মাধ্যমে ব্যবহার করা যায়। এই ডেস্কটপ আকৃতির সিস্টেম ২০০ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত এআই মডেল পরিচালনা করতে পারবে। পণ্যটি দেখতে অনেকটা ম্যাক মিনির মতো। ডিজিটসের দাম ধরা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, ‘এআই এখন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। প্রজেক্ট ডিজিটসের মাধ্যমে গ্রেস ব্ল্যাকওয়েল সুপার চিপ লাখ লাখ ডেভেলপারের কাছে পৌঁছাবে। প্রত্যেক ডেটা সায়েন্টিস্ট, এআই গবেষক ও শিক্ষার্থীর টেবিলে একটি এআই সুপারকম্পিউটার থাকলে এআই যুগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন তাঁরা।
প্রতিটি ডিজিটস সিস্টেমে ১২৮ জিবি ইউনিফায়েড, কোহেরেন্ট মেমোরি বা র্যাম রয়েছে (তুলনা করলে, একটি ভালো ল্যাপটপে ১৬ জিবি বা ৩২ জিবি থাকতে পারে) এবং ৪ টিবি পর্যন্ত এনভিএমই ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আরও বেশি চ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশনগুলোর জন্য দুটি প্রজেক্ট ডিজিটস সিস্টেম একসঙ্গে যুক্ত করা যেতে পারে, যা ৪০৫ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত মডেল পরিচালনা করতে সক্ষম (মেটার সবচেয়ে ভালো মডেল, লামা ৩.১, ৪০৫ বিলিয়ন প্যারামিটার ধারণ করে)।
এই সুপারকম্পিউটারের সঙ্গে এনভিডিয়ার এআই সফটওয়্যার লাইব্রেরির অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা, যার মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট কিট, অর্কেস্ট্রেশন টুলস এবং পূর্বপ্রশিক্ষিত মডেল। এগুলো এনভিডিয়া এনজিসি ক্যাটালগের মাধ্যমে পাওয়া যাবে। সিস্টেমটি লিনাক্স-ভিত্তিক এনভিডিয়া ডিজিএক্স অপারেটিং সিস্টেমে এবং জনপ্রিয় ফ্রেমওয়ার্ক যেমন: পায়টর্চ, পাইথন ও জুপিটার নোটবুক সমর্থন করবে। ডেভেলপাররা এনভিডিয়া নিমো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মডেলগুলো আরও উন্নত করতে পারবেন এবং এনভিডিয়া র্যাপিডস লাইব্রেরির মাধ্যমে ডেটা সায়েন্স কাজের গতি বাড়াতে পারবেন।
ব্যবহারকারীরা তাদের এআই মডেলগুলো ডিজিটস প্রকল্পে স্থানীয়ভাবে ডেভেলপ ও পরীক্ষা করতে পারবেন। তারপর একই গ্রেস ব্ল্যাকওয়েল আর্কিটেকচার এবং এনভিডিয়া এআই এন্টারপ্রাইজ সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার করে সেগুলো ক্লাউড সেবা বা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারে রাখতে পারবেন।
এনভিডিয়া একই ধরনের আরও কিছু ডিভাইস তৈরি করেছে। গত ডিসেম্বরে কোম্পানিটি এআই অ্যাপ্লিকেশনগুলোর জন্য ২৪৯ ডলার মূল্যমানের একটি জেটসন কম্পিউটার ঘোষণা করেছে। এটি বিভিন্ন স্টার্টআপের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি ‘জেটসন অরিন ন্যানো সুপার’ নামে পরিচিত এবং এটি ৮ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত মডেল পরিচালনা করতে সক্ষম।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছোট আকারের সুপারকম্পিউটার তৈরি করেছে এনভিডিয়া। এই সুপারকম্পিউটারের নাম ‘ডিজিটস’। আকারে ছোট হওয়ায় এটি ব্যক্তিগত বা অফিসের কাজে সহজেই ব্যবহার করা যায়।
নতুন জিবি ১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপার চিপ ব্যবহার করা হয়েছে ডিজিটসে, যা অত্যন্ত জটিল এআই মডেল চালানোর জন্য যথেষ্ট প্রসেসিং শক্তি দেয়। চিপটি এনভিডিয়া ও মিডিয়াটেক যৌথভাবে তৈরি করেছে। অথচ এটি ছোট আকারে তৈরি করা হয়েছে, যাতে এটি টেবিলে রেখে এবং একটি সাধারণ বৈদ্যুতিক আউটলেটের মাধ্যমে ব্যবহার করা যায়। এই ডেস্কটপ আকৃতির সিস্টেম ২০০ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত এআই মডেল পরিচালনা করতে পারবে। পণ্যটি দেখতে অনেকটা ম্যাক মিনির মতো। ডিজিটসের দাম ধরা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, ‘এআই এখন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। প্রজেক্ট ডিজিটসের মাধ্যমে গ্রেস ব্ল্যাকওয়েল সুপার চিপ লাখ লাখ ডেভেলপারের কাছে পৌঁছাবে। প্রত্যেক ডেটা সায়েন্টিস্ট, এআই গবেষক ও শিক্ষার্থীর টেবিলে একটি এআই সুপারকম্পিউটার থাকলে এআই যুগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন তাঁরা।
প্রতিটি ডিজিটস সিস্টেমে ১২৮ জিবি ইউনিফায়েড, কোহেরেন্ট মেমোরি বা র্যাম রয়েছে (তুলনা করলে, একটি ভালো ল্যাপটপে ১৬ জিবি বা ৩২ জিবি থাকতে পারে) এবং ৪ টিবি পর্যন্ত এনভিএমই ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আরও বেশি চ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশনগুলোর জন্য দুটি প্রজেক্ট ডিজিটস সিস্টেম একসঙ্গে যুক্ত করা যেতে পারে, যা ৪০৫ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত মডেল পরিচালনা করতে সক্ষম (মেটার সবচেয়ে ভালো মডেল, লামা ৩.১, ৪০৫ বিলিয়ন প্যারামিটার ধারণ করে)।
এই সুপারকম্পিউটারের সঙ্গে এনভিডিয়ার এআই সফটওয়্যার লাইব্রেরির অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা, যার মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট কিট, অর্কেস্ট্রেশন টুলস এবং পূর্বপ্রশিক্ষিত মডেল। এগুলো এনভিডিয়া এনজিসি ক্যাটালগের মাধ্যমে পাওয়া যাবে। সিস্টেমটি লিনাক্স-ভিত্তিক এনভিডিয়া ডিজিএক্স অপারেটিং সিস্টেমে এবং জনপ্রিয় ফ্রেমওয়ার্ক যেমন: পায়টর্চ, পাইথন ও জুপিটার নোটবুক সমর্থন করবে। ডেভেলপাররা এনভিডিয়া নিমো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মডেলগুলো আরও উন্নত করতে পারবেন এবং এনভিডিয়া র্যাপিডস লাইব্রেরির মাধ্যমে ডেটা সায়েন্স কাজের গতি বাড়াতে পারবেন।
ব্যবহারকারীরা তাদের এআই মডেলগুলো ডিজিটস প্রকল্পে স্থানীয়ভাবে ডেভেলপ ও পরীক্ষা করতে পারবেন। তারপর একই গ্রেস ব্ল্যাকওয়েল আর্কিটেকচার এবং এনভিডিয়া এআই এন্টারপ্রাইজ সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার করে সেগুলো ক্লাউড সেবা বা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারে রাখতে পারবেন।
এনভিডিয়া একই ধরনের আরও কিছু ডিভাইস তৈরি করেছে। গত ডিসেম্বরে কোম্পানিটি এআই অ্যাপ্লিকেশনগুলোর জন্য ২৪৯ ডলার মূল্যমানের একটি জেটসন কম্পিউটার ঘোষণা করেছে। এটি বিভিন্ন স্টার্টআপের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি ‘জেটসন অরিন ন্যানো সুপার’ নামে পরিচিত এবং এটি ৮ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত মডেল পরিচালনা করতে সক্ষম।
তথ্যসূত্র: দ্য ভার্জ
সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৪৩ মিনিট আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
২ ঘণ্টা আগেঅ্যাপল হয়তো বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। এবার নতুন এক হুমকি আসছে ওপেনএআই-এর দিক থেকে। কারণ স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির ফোন তৈরি করতে পারে ওপেনএআই। আর এই ফোন তৈরির প্রকল্পে সম্ভবত বিনিয়োগ করেছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
৩ ঘণ্টা আগেচলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল উন্মোচন করতে পারে অ্যাপল। তবে ইতিমধ্যেই এসব ডিভাইস নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রযুক্তি বিশ্লেষক ও নির্ভরযোগ্য সূত্রগুলোর মতে, এই ডিভাইসগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
৪ ঘণ্টা আগে