Ajker Patrika

‘মিস এআই’ সুন্দরীদের শীর্ষ ১০ জনের তালিকায় বাংলাদেশি এলিজা খান

আপডেট : ১২ জুন ২০২৪, ১৭: ১৯
‘মিস এআই’ সুন্দরীদের শীর্ষ ১০ জনের তালিকায় বাংলাদেশি এলিজা খান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সুন্দরীদের নিয়ে বিশ্বে প্রথম প্রতিযোগিতায় অংশ নেওয়া শীর্ষ দশজনের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশি এআই এলিজা খানও রয়েছে। প্রতিযোগিতায় যে এআই সেরা সুন্দরী হিসেবে বিবেচিত হবে, তাকে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

গত এপ্রিলে প্রতিযোগিতাটি আয়োজনের ঘোষণা দেয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যানভু’। বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান এআই দিয়ে তৈরি অ্যাভাটারদের নাম নিবন্ধন করেছে। এই প্রতিযোগিতায় ইতিমধ্যে ১ হাজার ৫০০ এআইয়ের নাম জমা পড়েছে। এআইয়ের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের ওপর ভিত্তি করে বিষয়টি সেরা সুন্দরী বাছাই করা হবে। শীর্ষ দশজনের মধ্যে থেকে তিনটি এআইকে বাছাই করে সেরা সুন্দরীর তালিকায় রাখা হবে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছে, সুন্দরী প্রতিযোগিতা বিশেষজ্ঞ, একজন মিডিয়া উদ্যোক্তা ও দুজন এআই নির্মাতা।

শীর্ষ ১০ এআই সুন্দরীর সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলো—

১. আসেনা ইলিক (তুর্কি) 
একজন মডেলও ইনফ্লুয়েন্সার হতে পারে তা প্রমাণ করাই আসেনা এআইয়ের লক্ষ্য। আসেনা নিজের পছন্দের জায়গা, গাড়ি রয়েছে। বিভিন্ন কনটেন্টের মাধ্যমে তা ব্যক্তিত্ব ফুটে ওঠে।

২. আলিয়া লু (ব্রাজিল)
আলিয়াকে জাপানি-আফ্রো-ব্রাজিলিয়ান শিল্পী হিসেবে উপস্থাপন করা হয়। তার জীবনধারায় রিও ডি জেনিরো, বাহিয়া এবং সাও পাওলোর ব্রাজিলিয়ান সংস্কৃতির ছাপ দেখা যায়। তবে আলিয়া মাঝে মাঝে টোকিওতেও বেড়াতে যান এবং ইউরোপের ফ্যাশন অনুসরণ করেন। আলিয়াকে এআই সফটওয়্যারে টেক্সট দিয়ে নির্দেশনা দিয়ে তৈরি করা হয়েছে। আলিয়ার ছবি তৈরির তা আর এডিট করা হয়নি।

৩. লালিনা (ফ্রান্স)
ইনফ্লুয়েন্সার হিসেবে লালিনা তার চূড়ান্ত লক্ষ্য হল বিভিন্ন সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির প্রচার করা। লালিনা সহানুভূতি, সহনশীলতা প্রচারের জন্য নিজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান।

৪. আয়ানা রেইনবো (রোমানিয়া)
এলজিবিটি আন্দোলনের প্রচার করে আয়না রেইনবো। সকলের প্রতি সম্মান ও সহানুভূতি বাড়াতে এই এআই কাজ করবে। আয়ানার ৩ হাজার ২০০ অনুসারী রয়েছে। 

৫. এলিজা খান (বাংলাদেশ)
বাংলাদেশের প্রথম ইনফ্লুয়েন্সার এলিজা খান। । এটি ফ্যাশন বোধসম্পন্ন এআই হিসেবে নিজের পরিচিতি তুলে ধরেছে। এটি জেনারেশন জেডের ট্রেন্ড ও স্টাইল অনুসরণ করে। ইনস্টাগ্রামে এর ১৩ হাজার অনুসারী রয়েছে। এলিজার স্বপ্ন হল এমন একটি বিশ্ব তৈরি করা যেখানে প্রত্যেকের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে।

৬. কেনজা লাইলির (মরক্কো)
মধ্যপ্রাচ্য ও মরক্কোর নারীদের ক্ষমতায়নে উদ্বুদ্ধ করা হলো কেনজা লাইলির উদ্দেশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইলির লাখ ৯০ হাজারের বেশি অনুসারী রয়েছে। খুব দ্রুতই এই এআই জনপ্রিয়তা পেয়েছে।

৭. অ্যান কারডি (ফ্রান্স)
অ্যানের প্রাথমিক লক্ষ্য হল—ফরাসি অঞ্চল ব্রিটানির প্রচার করা। এই অঞ্চলের পর্যটন, ইতিহাস, সংস্কৃতি, ঘটনা, গ্যাস্ট্রোনমি আরও অনেক কিছু প্রচার করে অ্যান। সমুদ্র সংরক্ষণ তহবিল ওশেনোপোলিস অ্যাক্টস এর রাষ্ট্রদূতও এই এআই। অ্যান একজন আঞ্চলিক ব্যক্তিত্ব হয়ে উঠেছে এবং অনেকেই একে এই অঞ্চলের রাষ্ট্রদূত হিসেবে দেখে।

৮. অলিভা সি (পর্তুগাল)
ইনস্টাগ্রামে অলিভা সির ১০ হাজার ফলোয়ার রয়েছে। মিডিজার্নির এআই প্রযুক্তি ব্যবহার করে অলিভারকে তৈরি করা হয়েছে। ডিজিটাল দুনিয়া ও মানুষ কীভাবে একই সঙ্গে টিকে থাকতে পারে তা অলিভা প্রচার করে।

৯. সেরেন আই (তুরস্ক)
তুরস্কের প্রথম এআই ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেরেন আই। বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ও ফলোয়ারদের সঙ্গে শিক্ষণীয় বিষয় পোস্ট করেন। তুরস্কের বিভিন্ন ইতিহাস ও জাতীয় দিবসগুলো নিয়ে প্রচারণা করেন।

১০. জারা শতাভারি (ভারত)
জারা শতাভারি ভারতীয় এআই। এটি নারীস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান সম্পর্কে তথ্য প্রচার করে থাকে। এ ছাড়া নারীর হরমোনজনিত ভারসাম্যহীনতার (পিসিওএস) বিষয়ে শিক্ষা দেয়। স্বাস্থ্যসেবার প্রতিবন্ধকতা ভেঙে দেওয়া জারা লক্ষ্য।

তথ্যসূত্র: চ্যাটজিপিটি গাইড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত