আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার জানতে হবে। কারণ বেশির ভাগ ডিজিটাল পণ্যের সঙ্গেই এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তেমনি ইমেইল আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম জিমেইলেও এআই মডেল জেমিনি যুক্ত করেছে গুগল। এই মডেলের মাধ্যমে খুব সহজেই ইমেইল লেখা যাবে। এ ছাড়া ইমেইল লেখার সময় ভুল বানান চিহ্নিতকরণ, বাক্যের সৌন্দর্যবৃদ্ধি ও সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে জেমিনি সাহায্য করবে।
ইমেইল লেখার কাজটি দ্রুত করে দিতেও মডেলটি কাজে লাগবে। নিচের ধাপগুলো অনুসরণ করে জিমেইলে জেমিনি চ্যাটবটকে ব্যবহারকরতে পারবেন।
যা যা লাগবে
১. জিমেইল অ্যাকাউন্ট
২. জেমিনি অ্যাডভান্সডের সাবস্ক্রিপশন। গুগলের অ্যাকাউন্ট সেটিংস থেকে সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখতে পারবেন।
জেমিনির মাধ্যমে ইমেইলে ড্রাফট করবেন যেভাবে
১. ডেস্কটপের ক্ষেত্রে নতুন ইমেইল টাইপ করার জন্য ‘কম্পোজ’ অপশনে ট্যাপ করুন। কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশের কোনায় একটি প্লাস সংকেতসহ একটি পেন আইকোন দেখা যাবে। এটি হলো ‘হেল্প মি রাইট’ বাটন।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম্পোজ বাটনে ট্যাপ করুন এবং কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশে কোনায় ‘হেল্প মি রাইট’ অপশন খুঁজে বের করুন। ২. হেল্প মি রাইট বাটনটি ক্লিক করুন বা ট্যাপ করুন। ইমেইলটি কী বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন, তা স্পষ্টভাবে টাইপ করে নির্দেশনা দিন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এরপর জেমিনি নির্দেশনা অনুযায়ী আপনাকে ইমেইল লিখে দেবে।
৩. ড্রাফট করার ইমেইলে ভাষা আরও উন্নত করার জন্য জেমিনি বেশ কয়েকটি অপশন ব্যবহার করতে পারেন—
ফরমালাইজ: পেশাদার ইমেইল তৈরির জন্য এই অপশন ব্যবহার করতে পারেন।
এলাবোরেট: ইমেইলের সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য এই অপশন ব্যবহার করা যায়। শর্টেন: ইমেইলটি ছোট করতে এই অপশন ব্যবহার করা যাবে।
আইএম ফিলিং লাকি: এই অপশন ইমেইল খসড়াকে সৃজনশীল করে তুলবে।
কাস্টমাইজ: এই অপশনের মাধ্যমে ইমেইলটি নিজের মতো করে এডিট করা যাবে।
রিক্রিয়েট: খসড়া ইমেলইকে বাদ দিয়ে জেমিনিকে নতুন ইমেইল তৈরির জন্য নির্দেশনা দেবে।
৪. পছন্দের মতো ইমেইল তৈরি হয়ে গেলে ‘সেন্ড’ বাটনে ক্লিক বা ট্যাপ করুন।
জেমিনি দিয়ে তৈরি ইমেইল নিয়ে নিজের মতামতও ‘টেল আস মোর বা ফিডব্যাক’ অপশনে দেওয়া যাবে। তবে এটি ইমেইল সেন্ড করার আগেই দিতে হবে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে জেমিনি নিজের দক্ষতা বাড়াতে পারে। বিস্তারিত মতামতের মাধ্যমে জেমিনির প্রতিনিয়ত বিকাশ ঘটবে। সময়ের সাথে সাথে ব্যবহারকারীর পছন্দের সঙ্গে খাপ খাবে জেমিনি। বারবার জেমিনি ব্যবহার করার ফলে এটি ইমেইল তৈরি ও পরিমার্জন করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।
আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার জানতে হবে। কারণ বেশির ভাগ ডিজিটাল পণ্যের সঙ্গেই এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তেমনি ইমেইল আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম জিমেইলেও এআই মডেল জেমিনি যুক্ত করেছে গুগল। এই মডেলের মাধ্যমে খুব সহজেই ইমেইল লেখা যাবে। এ ছাড়া ইমেইল লেখার সময় ভুল বানান চিহ্নিতকরণ, বাক্যের সৌন্দর্যবৃদ্ধি ও সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে জেমিনি সাহায্য করবে।
ইমেইল লেখার কাজটি দ্রুত করে দিতেও মডেলটি কাজে লাগবে। নিচের ধাপগুলো অনুসরণ করে জিমেইলে জেমিনি চ্যাটবটকে ব্যবহারকরতে পারবেন।
যা যা লাগবে
১. জিমেইল অ্যাকাউন্ট
২. জেমিনি অ্যাডভান্সডের সাবস্ক্রিপশন। গুগলের অ্যাকাউন্ট সেটিংস থেকে সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখতে পারবেন।
জেমিনির মাধ্যমে ইমেইলে ড্রাফট করবেন যেভাবে
১. ডেস্কটপের ক্ষেত্রে নতুন ইমেইল টাইপ করার জন্য ‘কম্পোজ’ অপশনে ট্যাপ করুন। কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশের কোনায় একটি প্লাস সংকেতসহ একটি পেন আইকোন দেখা যাবে। এটি হলো ‘হেল্প মি রাইট’ বাটন।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম্পোজ বাটনে ট্যাপ করুন এবং কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশে কোনায় ‘হেল্প মি রাইট’ অপশন খুঁজে বের করুন। ২. হেল্প মি রাইট বাটনটি ক্লিক করুন বা ট্যাপ করুন। ইমেইলটি কী বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন, তা স্পষ্টভাবে টাইপ করে নির্দেশনা দিন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এরপর জেমিনি নির্দেশনা অনুযায়ী আপনাকে ইমেইল লিখে দেবে।
৩. ড্রাফট করার ইমেইলে ভাষা আরও উন্নত করার জন্য জেমিনি বেশ কয়েকটি অপশন ব্যবহার করতে পারেন—
ফরমালাইজ: পেশাদার ইমেইল তৈরির জন্য এই অপশন ব্যবহার করতে পারেন।
এলাবোরেট: ইমেইলের সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য এই অপশন ব্যবহার করা যায়। শর্টেন: ইমেইলটি ছোট করতে এই অপশন ব্যবহার করা যাবে।
আইএম ফিলিং লাকি: এই অপশন ইমেইল খসড়াকে সৃজনশীল করে তুলবে।
কাস্টমাইজ: এই অপশনের মাধ্যমে ইমেইলটি নিজের মতো করে এডিট করা যাবে।
রিক্রিয়েট: খসড়া ইমেলইকে বাদ দিয়ে জেমিনিকে নতুন ইমেইল তৈরির জন্য নির্দেশনা দেবে।
৪. পছন্দের মতো ইমেইল তৈরি হয়ে গেলে ‘সেন্ড’ বাটনে ক্লিক বা ট্যাপ করুন।
জেমিনি দিয়ে তৈরি ইমেইল নিয়ে নিজের মতামতও ‘টেল আস মোর বা ফিডব্যাক’ অপশনে দেওয়া যাবে। তবে এটি ইমেইল সেন্ড করার আগেই দিতে হবে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে জেমিনি নিজের দক্ষতা বাড়াতে পারে। বিস্তারিত মতামতের মাধ্যমে জেমিনির প্রতিনিয়ত বিকাশ ঘটবে। সময়ের সাথে সাথে ব্যবহারকারীর পছন্দের সঙ্গে খাপ খাবে জেমিনি। বারবার জেমিনি ব্যবহার করার ফলে এটি ইমেইল তৈরি ও পরিমার্জন করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৩ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৪ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৪ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৫ ঘণ্টা আগে