ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য অ্যান্ড্রয়েড ১৫–এ ‘ব্যাটারি চার্জিং লিমিট’–নামে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। অবশেষে পিক্সেল ফোনেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি। এর মাধ্যমে ব্যাটারি চার্জিংয়ের সর্বোচ্চ সীমা ৮০ শতাংশ নির্ধারণ করা যাবে। ফলে ফোনের ব্যাটারি চার্জ ৮০ শতাংশ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এটি ব্যাটারির ওপর চাপ কমাবে। ফলে ব্যাটারির কম ক্ষতি হবে।
গত ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর ১ আপডেটে এই ফিচার চালু হবে মনে করা হয়েছিল। এখন পর্যায়ক্রমে সব পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হবে।
সর্বপ্রথম এই ফিচারটি এক টেলিগ্রাম ব্যবহারকারীর চোখে পড়ে। নিজের পিক্সেল ফোনটি এপি ৩ এ.২৪১১০৫. ০০৭ সংস্করণে আপডেট করার পর ফিচারটি চোখে পড়ে তার। এই নতুন অপশনটি ‘ব্যাটারি শেয়ার’ সেকশনে পাওয়া যাবে। গুগলের আরেকটি অপশন ‘অ্যাডাপটিভ চার্জিং’–এর বিকল্প এই অপশন। এক নাগারে সারা রাত ফোনে চার্জ দেওয়ার সময় চার্জিং গতি কমিয়ে দেয় অ্যাডাপটিভ চার্জিং। এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে।
বেশি দিন ধরে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ দিলে এর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ শতাংশ করার মাধ্যমে এর ওপর চাপ কমে এবং ব্যাটারি দীর্ঘসময় ধরে ভালো থাকে। এই ধরনের ফিচার আইফোনের আইওএস ১৮ আপডেটেও রয়েছে।
চলতি মাসের সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে পিক্সেল ফোনে এই ‘ব্যাটারি চার্জিং লিমিট’ ফিচারটি পাওয়া যাবে। এটি পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে। তবে এই চার্জিং সীমা ৮০ শতাংশ করলে প্রতি চার্জে তুলনামূলক কম সময় ফোনটি ব্যবহার করা যাবে।
যারা নিজেদের ফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের ডিভাইস ফিচারটি মাধ্যমে উপকৃত হবে। পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনে ৭ বছরের সফটওয়্যার আপডেটের দেবে বলে গত বছর প্রতিশ্রুতি দেয় গুগল। তাই নতুন এই ফিচারের মাধ্যমে ও বেশি দিন সফটওয়্যারের আপডেট পাওয়ার ফলে পিক্সেল ডিভাইসগুলো অনেক দিন ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ফোনএরিনা
ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য অ্যান্ড্রয়েড ১৫–এ ‘ব্যাটারি চার্জিং লিমিট’–নামে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। অবশেষে পিক্সেল ফোনেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি। এর মাধ্যমে ব্যাটারি চার্জিংয়ের সর্বোচ্চ সীমা ৮০ শতাংশ নির্ধারণ করা যাবে। ফলে ফোনের ব্যাটারি চার্জ ৮০ শতাংশ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এটি ব্যাটারির ওপর চাপ কমাবে। ফলে ব্যাটারির কম ক্ষতি হবে।
গত ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর ১ আপডেটে এই ফিচার চালু হবে মনে করা হয়েছিল। এখন পর্যায়ক্রমে সব পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হবে।
সর্বপ্রথম এই ফিচারটি এক টেলিগ্রাম ব্যবহারকারীর চোখে পড়ে। নিজের পিক্সেল ফোনটি এপি ৩ এ.২৪১১০৫. ০০৭ সংস্করণে আপডেট করার পর ফিচারটি চোখে পড়ে তার। এই নতুন অপশনটি ‘ব্যাটারি শেয়ার’ সেকশনে পাওয়া যাবে। গুগলের আরেকটি অপশন ‘অ্যাডাপটিভ চার্জিং’–এর বিকল্প এই অপশন। এক নাগারে সারা রাত ফোনে চার্জ দেওয়ার সময় চার্জিং গতি কমিয়ে দেয় অ্যাডাপটিভ চার্জিং। এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে।
বেশি দিন ধরে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ দিলে এর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ শতাংশ করার মাধ্যমে এর ওপর চাপ কমে এবং ব্যাটারি দীর্ঘসময় ধরে ভালো থাকে। এই ধরনের ফিচার আইফোনের আইওএস ১৮ আপডেটেও রয়েছে।
চলতি মাসের সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে পিক্সেল ফোনে এই ‘ব্যাটারি চার্জিং লিমিট’ ফিচারটি পাওয়া যাবে। এটি পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে। তবে এই চার্জিং সীমা ৮০ শতাংশ করলে প্রতি চার্জে তুলনামূলক কম সময় ফোনটি ব্যবহার করা যাবে।
যারা নিজেদের ফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের ডিভাইস ফিচারটি মাধ্যমে উপকৃত হবে। পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনে ৭ বছরের সফটওয়্যার আপডেটের দেবে বলে গত বছর প্রতিশ্রুতি দেয় গুগল। তাই নতুন এই ফিচারের মাধ্যমে ও বেশি দিন সফটওয়্যারের আপডেট পাওয়ার ফলে পিক্সেল ডিভাইসগুলো অনেক দিন ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ফোনএরিনা
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৪ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৫ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৫ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৬ ঘণ্টা আগে