ঢাকা: মঙ্গল গ্রহে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ছয় চাকার রোবট এক ইতিহাসের জন্ম দিয়েছে। এই প্রথম মঙ্গলের কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করে দেখিয়েছে রোবটটি। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এমন ঘটনা এই প্রথম ঘটল বলে গতকাল বুধবার জানিয়েছে সংস্থাটি।
নাসার ওয়েবসাইটে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, এ সম্পর্কিত পরীক্ষাটি গত ২০ এপ্রিল পরিচালিত হয়। এতে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। মঙ্গলে বসবাসের যে স্বপ্ন মানুষ দেখছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাসার স্পেস টেকনোলজি মিশনের কর্মকর্তা জিম রয়টার বলেন, `মঙ্গল গ্রহে থাকা বিদ্যমান কার্বন-ডাই-অক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে এটি প্রথম ও বড় পদক্ষেপ। মানুষের মঙ্গলে বসতি গড়ার যে প্রচেষ্টা, সেখানে এই অর্জন বিশেষ ভূমিকা রাখবে।'
মঙ্গল গ্রহে দীর্ঘসময় থাকতে হলে দরকার অক্সিজেনযুক্ত বাতাস। রকেটে জ্বালানী সংক্রান্ত কাজেও প্রয়োজন হয় অক্সিজেন। ফলে এখন থেকে পৃথিবী থেকে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া অনেকাংশেই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা।
মক্সি নামের সোনালি রঙের বাক্সসদৃশ যন্ত্র আছে পারসেভারেন্স রোভার মহাকাশযানে। এই মক্সি যন্ত্রটিই কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনে সক্ষম। অনেকটা উদ্ভিদের মতো কাজ করে বলে একে যান্ত্রিক উদ্ভিদ নামেও ডাকছেন নাসার বিজ্ঞানীরা।
এই মক্সি ৫ গ্রাম অক্সিজেন উৎপাদন করলে একজন নভোচারী তা দিয়ে ১০ মিনিট পর্যন্ত শ্বাস নিতে পারেন। বর্তমানে ঘণ্টায় ১০ গ্রাম করে অক্সিজেন প্রস্তুত করার সক্ষমতা রয়েছে এই যন্ত্রের। মক্সি তৈরি হয়েছে নিকেলের সঙ্কর দিয়ে। এটি ৮০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পার। মক্সির নকশা তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)।
বিজ্ঞানীরা বলছেন, এটি একটি বৈপ্লবিক যাত্রা। ভবিষ্যতে ৯৬ ভাগ কার্বন-ডাই-অক্সাইড সম্পন্ন এই গ্রহে আরও বেশি পরিমাণে অক্সিজেন তৈরিতে তাঁরা সক্ষম হবেন। এভাবে মঙ্গলে বসবাসের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধীরে ধীরে মানুষ এগিয়ে যাচ্ছে।
ঢাকা: মঙ্গল গ্রহে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ছয় চাকার রোবট এক ইতিহাসের জন্ম দিয়েছে। এই প্রথম মঙ্গলের কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করে দেখিয়েছে রোবটটি। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এমন ঘটনা এই প্রথম ঘটল বলে গতকাল বুধবার জানিয়েছে সংস্থাটি।
নাসার ওয়েবসাইটে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, এ সম্পর্কিত পরীক্ষাটি গত ২০ এপ্রিল পরিচালিত হয়। এতে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। মঙ্গলে বসবাসের যে স্বপ্ন মানুষ দেখছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাসার স্পেস টেকনোলজি মিশনের কর্মকর্তা জিম রয়টার বলেন, `মঙ্গল গ্রহে থাকা বিদ্যমান কার্বন-ডাই-অক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে এটি প্রথম ও বড় পদক্ষেপ। মানুষের মঙ্গলে বসতি গড়ার যে প্রচেষ্টা, সেখানে এই অর্জন বিশেষ ভূমিকা রাখবে।'
মঙ্গল গ্রহে দীর্ঘসময় থাকতে হলে দরকার অক্সিজেনযুক্ত বাতাস। রকেটে জ্বালানী সংক্রান্ত কাজেও প্রয়োজন হয় অক্সিজেন। ফলে এখন থেকে পৃথিবী থেকে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া অনেকাংশেই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা।
মক্সি নামের সোনালি রঙের বাক্সসদৃশ যন্ত্র আছে পারসেভারেন্স রোভার মহাকাশযানে। এই মক্সি যন্ত্রটিই কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনে সক্ষম। অনেকটা উদ্ভিদের মতো কাজ করে বলে একে যান্ত্রিক উদ্ভিদ নামেও ডাকছেন নাসার বিজ্ঞানীরা।
এই মক্সি ৫ গ্রাম অক্সিজেন উৎপাদন করলে একজন নভোচারী তা দিয়ে ১০ মিনিট পর্যন্ত শ্বাস নিতে পারেন। বর্তমানে ঘণ্টায় ১০ গ্রাম করে অক্সিজেন প্রস্তুত করার সক্ষমতা রয়েছে এই যন্ত্রের। মক্সি তৈরি হয়েছে নিকেলের সঙ্কর দিয়ে। এটি ৮০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পার। মক্সির নকশা তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)।
বিজ্ঞানীরা বলছেন, এটি একটি বৈপ্লবিক যাত্রা। ভবিষ্যতে ৯৬ ভাগ কার্বন-ডাই-অক্সাইড সম্পন্ন এই গ্রহে আরও বেশি পরিমাণে অক্সিজেন তৈরিতে তাঁরা সক্ষম হবেন। এভাবে মঙ্গলে বসবাসের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধীরে ধীরে মানুষ এগিয়ে যাচ্ছে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৯ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৮ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৯ ঘণ্টা আগে