Ajker Patrika

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো অক্সিজেন তৈরি করল নাসার রোবট

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো অক্সিজেন তৈরি করল নাসার রোবট

ঢাকা: মঙ্গল গ্রহে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ছয় চাকার রোবট এক ইতিহাসের জন্ম দিয়েছে। এই প্রথম মঙ্গলের কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করে দেখিয়েছে রোবটটি। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এমন ঘটনা এই প্রথম ঘটল বলে গতকাল বুধবার জানিয়েছে সংস্থাটি।

নাসার ওয়েবসাইটে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, এ সম্পর্কিত পরীক্ষাটি গত ২০ এপ্রিল পরিচালিত হয়। এতে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। মঙ্গলে বসবাসের যে স্বপ্ন মানুষ দেখছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাসার স্পেস টেকনোলজি মিশনের কর্মকর্তা জিম রয়টার বলেন, `মঙ্গল গ্রহে থাকা  বিদ্যমান কার্বন-ডাই-অক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে এটি প্রথম ও বড় পদক্ষেপ। মানুষের মঙ্গলে বসতি গড়ার যে প্রচেষ্টা, সেখানে এই অর্জন বিশেষ ভূমিকা রাখবে।'

মঙ্গল গ্রহে দীর্ঘসময় থাকতে হলে দরকার অক্সিজেনযুক্ত বাতাস। রকেটে জ্বালানী সংক্রান্ত কাজেও প্রয়োজন হয় অক্সিজেন। ফলে এখন থেকে পৃথিবী থেকে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া অনেকাংশেই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা।

মক্সি নামের সোনালি রঙের বাক্সসদৃশ যন্ত্র আছে পারসেভারেন্স রোভার মহাকাশযানে। এই মক্সি যন্ত্রটিই  কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনে সক্ষম। অনেকটা উদ্ভিদের মতো কাজ করে বলে একে যান্ত্রিক উদ্ভিদ নামেও ডাকছেন নাসার বিজ্ঞানীরা।

এই মক্সি ৫ গ্রাম অক্সিজেন উৎপাদন করলে একজন নভোচারী তা দিয়ে ১০ মিনিট পর্যন্ত শ্বাস নিতে পারেন। বর্তমানে ঘণ্টায় ১০ গ্রাম করে অক্সিজেন প্রস্তুত করার সক্ষমতা রয়েছে এই যন্ত্রের। মক্সি তৈরি হয়েছে নিকেলের সঙ্কর দিয়ে। এটি ৮০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পার। মক্সির নকশা তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)।

বিজ্ঞানীরা বলছেন, এটি একটি বৈপ্লবিক যাত্রা। ভবিষ্যতে ৯৬ ভাগ কার্বন-ডাই-অক্সাইড সম্পন্ন এই গ্রহে আরও বেশি পরিমাণে অক্সিজেন তৈরিতে তাঁরা সক্ষম হবেন। এভাবে মঙ্গলে বসবাসের স্বপ্ন  বাস্তবায়নের দিকে ধীরে ধীরে মানুষ এগিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত