প্রযুক্তি ডেস্ক, ঢাকা
এখন বেশির ভাগ মোবাইল ফোনে ব্যাটারি বদলানোর সুবিধা থাকে না। মোবাইল ফোনের এসব ব্যাটারিকে বলে নন-রিমুভেবল ব্যাটারি। ফলে ব্যাটারি একবার নষ্ট হলে শেষ হয়ে যায় স্মার্টফোনের আয়ু। তখন নতুন মোবাইল ফোন কিনতে হয়। অথচ একটু যত্নআত্তির মাধ্যমে ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করা যায়।
যা করবেন
» ফোন চার্জে দিয়ে কথা বলবেন না কিংবা কোনো অ্যাপ চালাবেন না। সেটিকে শুধুই চার্জ হতে দিন। ফোন পুরো চার্জ হলে পোর্ট থেকে খুলে তারপর কথা বলুন। এতে ব্যাটারির আয়ু ঠিক থাকবে।
» চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে দেওয়া চার্জারটিই ব্যবহার করুন। অন্য কোনো ফোনের চার্জার বা কেনা অন্য চার্জার যতটা সম্ভব কম ব্যবহার করা ভালো।
» ফোন চার্জে দিয়ে বালিশের নিচে কিংবা কোনো কিছুর তলায় দীর্ঘক্ষণ রেখে দিলেও ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
» ফোনের ব্যাটারি ফুরিয়ে ১০ বা ৫ শতাংশ হলে তবেই চার্জ দিন। বারবার চার্জ দিলে ফোন অহেতুক গরম হয়।
» সারা রাত ধরে চার্জে রেখে দেওয়া যাবে না। ব্যাটারির জন্য এটি যেমন ক্ষতিকর, তেমনি বিপজ্জনকও বটে।
» অতিরিক্ত গেম খেলার কারণে অনেক সময় ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
» ফোনে ব্যাটারি সেভার বলে একটি অপশন থাকে। চার্জ কমের দিকে থাকলে সেই অপশন অন করে দিতে পারেন।
» ফোনের পর্দার ব্রাইটনেস কমিয়ে রাখলে চোখ ও ব্যাটারির আয়ু—দুটোই ভালো থাকবে।
» আপনার মোবাইল ফোনের সেটিংসে যান। সেখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশনে টাচ করুন। এবার যে অ্যাপগুলো আপনি সব সময় ব্যবহার করেন না, সেগুলোতে টাচ করুন। তারপর ব্যাটারি অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ এবং নোটিফিকেশন অফ করে দিন।
» মোবাইল ফোনের ডেটা প্রয়োজনমতো অন-অফ করলে যেমন তার সাশ্রয় হবে, তেমনি ব্যাটারিও ফুরাবে কম।
সূত্র: বিভিন্ন ওয়েবসাইট
এখন বেশির ভাগ মোবাইল ফোনে ব্যাটারি বদলানোর সুবিধা থাকে না। মোবাইল ফোনের এসব ব্যাটারিকে বলে নন-রিমুভেবল ব্যাটারি। ফলে ব্যাটারি একবার নষ্ট হলে শেষ হয়ে যায় স্মার্টফোনের আয়ু। তখন নতুন মোবাইল ফোন কিনতে হয়। অথচ একটু যত্নআত্তির মাধ্যমে ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করা যায়।
যা করবেন
» ফোন চার্জে দিয়ে কথা বলবেন না কিংবা কোনো অ্যাপ চালাবেন না। সেটিকে শুধুই চার্জ হতে দিন। ফোন পুরো চার্জ হলে পোর্ট থেকে খুলে তারপর কথা বলুন। এতে ব্যাটারির আয়ু ঠিক থাকবে।
» চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে দেওয়া চার্জারটিই ব্যবহার করুন। অন্য কোনো ফোনের চার্জার বা কেনা অন্য চার্জার যতটা সম্ভব কম ব্যবহার করা ভালো।
» ফোন চার্জে দিয়ে বালিশের নিচে কিংবা কোনো কিছুর তলায় দীর্ঘক্ষণ রেখে দিলেও ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
» ফোনের ব্যাটারি ফুরিয়ে ১০ বা ৫ শতাংশ হলে তবেই চার্জ দিন। বারবার চার্জ দিলে ফোন অহেতুক গরম হয়।
» সারা রাত ধরে চার্জে রেখে দেওয়া যাবে না। ব্যাটারির জন্য এটি যেমন ক্ষতিকর, তেমনি বিপজ্জনকও বটে।
» অতিরিক্ত গেম খেলার কারণে অনেক সময় ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
» ফোনে ব্যাটারি সেভার বলে একটি অপশন থাকে। চার্জ কমের দিকে থাকলে সেই অপশন অন করে দিতে পারেন।
» ফোনের পর্দার ব্রাইটনেস কমিয়ে রাখলে চোখ ও ব্যাটারির আয়ু—দুটোই ভালো থাকবে।
» আপনার মোবাইল ফোনের সেটিংসে যান। সেখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশনে টাচ করুন। এবার যে অ্যাপগুলো আপনি সব সময় ব্যবহার করেন না, সেগুলোতে টাচ করুন। তারপর ব্যাটারি অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ এবং নোটিফিকেশন অফ করে দিন।
» মোবাইল ফোনের ডেটা প্রয়োজনমতো অন-অফ করলে যেমন তার সাশ্রয় হবে, তেমনি ব্যাটারিও ফুরাবে কম।
সূত্র: বিভিন্ন ওয়েবসাইট
ঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।
৭ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১২ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
২০ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১ দিন আগে