ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন।
ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।
ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন।
আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে।
কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর।
তথ্যসূত্র: ম্যাশাবল
ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন।
ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।
ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন।
আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে।
কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর।
তথ্যসূত্র: ম্যাশাবল
অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
২ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
৫ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
৬ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
৭ ঘণ্টা আগে