প্রযুক্তি ডেস্ক, ঢাকা
আমাদের জীবনযাত্রার প্রায় পুরোটাই হয়ে উঠেছে যন্ত্রনির্ভর। এরই পথ ধরে আমাদের চিরপরিচিত হাতঘড়িটিতেও এসেছে পরিবর্তন। অসাধারণ আর অবিশ্বাস্য সব ফিচারে সমৃদ্ধ হয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে স্মার্ট ওয়াচ নামে। রোজার এক মাস নির্ভুল সময় খুব জরুরি। স্মার্টওয়াচগুলোতে নির্ভুলভাবে সময় দেখানোর পাশাপাশি অ্যালার্ম, স্টপওয়াচ ও টাইমারের সুবিধা আছে। তবে এই ঘড়ির সব মডেলে স্পিকার না-ও থাকতে পারে, যদিও সেগুলো ভাইব্রেটের মাধ্যমে সময় জানিয়ে দেয়। সময় দেখানো ছাড়া স্মার্ট ওয়াচের যে ফিচারের জন্য জনপ্রিয়তা বেশি তা হলো, এর ফিটনেস ট্র্যাকিং-সুবিধা।
এই চমৎকার ডিভাইসগুলোতে বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার ও সেন্সর থাকে, যা স্বাস্থ্য রক্ষায় সহায়ক। রোজার দিনগুলোতে হাঁটার পরিমাণ, অক্সিজেনের মাত্রা, রোজা রেখে প্রেশারে সমস্যা ইত্যাদি হলে জানান দেবে স্মার্টওয়াচ।
এই ডিভাইসগুলোতে থাকা ব্লাড প্রেশার মনিটর রক্তচাপ পর্যবেক্ষণে রাখতে সাহায্য করে। সঙ্গে রক্তচাপের পুরোনো চার্টও সংরক্ষণ করে। এ ছাড়া শরীরচর্চার ও যোগাসনের রেকর্ড সংরক্ষিত রাখতে পারে এগুলো। হার্ট রেট মনিটরিং সুবিধা রোজার দিনগুলোতে হৃদ্রোগ আক্রান্ত মুসল্লিদের জন্য হতে পারে সহায়ক। সুস্থ থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম।
তাই অনেক স্মার্ট ওয়াচেই এখন স্লিপ মনিটর ফিচারটি থাকে। এটি প্রতিদিনের ঘুমের রেকর্ড সংরক্ষণ করাসহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে। এই ডিভাইসে কোরআন তিলাওয়াত, নানা রকম দোয়া শোনা যাবে। ফোন থেকে পছন্দের নিয়ত বা নিয়মও খুঁজে নেওয়া যাবে। এমনকি ওয়াই-ফাইয়ের সংযোগ থাকলে ফোন ছাড়াও সরাসরি ডিভাইস থেকেই এসব
শোনা যাবে।
আমাদের জীবনযাত্রার প্রায় পুরোটাই হয়ে উঠেছে যন্ত্রনির্ভর। এরই পথ ধরে আমাদের চিরপরিচিত হাতঘড়িটিতেও এসেছে পরিবর্তন। অসাধারণ আর অবিশ্বাস্য সব ফিচারে সমৃদ্ধ হয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে স্মার্ট ওয়াচ নামে। রোজার এক মাস নির্ভুল সময় খুব জরুরি। স্মার্টওয়াচগুলোতে নির্ভুলভাবে সময় দেখানোর পাশাপাশি অ্যালার্ম, স্টপওয়াচ ও টাইমারের সুবিধা আছে। তবে এই ঘড়ির সব মডেলে স্পিকার না-ও থাকতে পারে, যদিও সেগুলো ভাইব্রেটের মাধ্যমে সময় জানিয়ে দেয়। সময় দেখানো ছাড়া স্মার্ট ওয়াচের যে ফিচারের জন্য জনপ্রিয়তা বেশি তা হলো, এর ফিটনেস ট্র্যাকিং-সুবিধা।
এই চমৎকার ডিভাইসগুলোতে বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার ও সেন্সর থাকে, যা স্বাস্থ্য রক্ষায় সহায়ক। রোজার দিনগুলোতে হাঁটার পরিমাণ, অক্সিজেনের মাত্রা, রোজা রেখে প্রেশারে সমস্যা ইত্যাদি হলে জানান দেবে স্মার্টওয়াচ।
এই ডিভাইসগুলোতে থাকা ব্লাড প্রেশার মনিটর রক্তচাপ পর্যবেক্ষণে রাখতে সাহায্য করে। সঙ্গে রক্তচাপের পুরোনো চার্টও সংরক্ষণ করে। এ ছাড়া শরীরচর্চার ও যোগাসনের রেকর্ড সংরক্ষিত রাখতে পারে এগুলো। হার্ট রেট মনিটরিং সুবিধা রোজার দিনগুলোতে হৃদ্রোগ আক্রান্ত মুসল্লিদের জন্য হতে পারে সহায়ক। সুস্থ থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম।
তাই অনেক স্মার্ট ওয়াচেই এখন স্লিপ মনিটর ফিচারটি থাকে। এটি প্রতিদিনের ঘুমের রেকর্ড সংরক্ষণ করাসহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে। এই ডিভাইসে কোরআন তিলাওয়াত, নানা রকম দোয়া শোনা যাবে। ফোন থেকে পছন্দের নিয়ত বা নিয়মও খুঁজে নেওয়া যাবে। এমনকি ওয়াই-ফাইয়ের সংযোগ থাকলে ফোন ছাড়াও সরাসরি ডিভাইস থেকেই এসব
শোনা যাবে।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে