Ajker Patrika

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় পাসকি

সাদাত হোসেন
হোয়াটসঅ্যাপের সুরক্ষায় পাসকি

বর্তমান সময়ে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ জনপ্রিয় অ্যাপ। প্রতি মিনিটে কয়েক শ কোটি বার্তা আদান-প্রদান হয় ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে। আর তাই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছুদিন পরপরই যুক্ত করছে নতুন ফিচার। এরই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাসকি। গুগলের পর হোয়াটসঅ্যাপই সবচেয়ে বড় ব্যবহারকারীর প্ল্যাটফর্ম, যারা পাসকি ফিচারটি মূলধারায় নিয়ে এসেছে।

পাসকিগুলোর মাধ্যমে ইউজারদের লগইন করার বিষয়টি পরীক্ষা করছে, যা মূলত ইউজারদের ফোনের বায়োমেট্রিক সুরক্ষা ব্যবহার করে করা হয় এবং পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজনীয়তা পড়ে না। গুগল এবং অ্যাপল এরই মধ্যে এই বছর তাদের ওয়েব ব্রাউজারগুলোর জন্য পাসকিগুলো গ্রহণ করেছে এবং মেটাসহ অন্যান্য কোম্পানি ইউজারদের একটি পাসওয়ার্ডহীন ভবিষ্যৎ তৈরির চেষ্টা করে চলেছে; অর্থাৎ এখন থেকে নাম কিংবা সংখ্যায় হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দিতে হবে না। পাসকিগুলো ব্যবহারকারীদের জন্য প্রক্রিয়াটিকে স্ট্রিমলাইন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনলক করতে এবং প্রবেশাধিকার পেতে শুধু মুখমণ্ডল, আঙুলের ছাপ বা পিন প্রয়োজন হবে।

হোয়াটসঅ্যাপের বিটা চ্যানেলে পাসকি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। আইফোনের জন্য হোয়াটসঅ্যাপ পাসকি ফিচার কখন আসবে, সে সম্পর্কে কিছু জানায়নি মেটা।

হোয়াটসঅ্যাপে পাসকি ফিচার যুক্ত হওয়ার মাধ্যমে পাসওয়ার্ড মনে রাখা বা ডেটা ব্রিচ কিংবা ফিশিংয়ের মাধ্যমে পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে যাওয়া থেকে মুক্তির এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অবশ্য তার মানে এই নয় যে বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুই বিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সব ডিজিটাল ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদ। 

সূত্র: টেক ক্রাঞ্চ, দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত