অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যে মেটার অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ মানুষ নয়, এআই করে ফেলবে। এরপর সেই হার আরও বাড়বে।’
সত্য নাদেলার কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে মাইক্রোসফটের কত শতাংশ কোড এআই দিয়ে তৈরি হয়? জবাবে নাদেলা বলেন, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ কোড এখন এআই দিয়ে লেখা হচ্ছে। এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর পুরোটাই এআইনির্ভর।
নাদেলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে জাকারবার্গ জানান, তিনি বর্তমানের নির্দিষ্ট পরিসংখ্যান জানেন না, তবে ভবিষ্যতের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি আরও বলেন, ‘আগামী এক বছর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্ধেকটাই হয়তো মানুষের পরিবর্তে এআই দিয়ে সম্পন্ন হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বাড়বে।’ তবে এই কথাগুলো তিনি মেটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা’ নিয়ে বলেছিলেন, নাকি পুরো মেটা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছিলেন, তা পুরোপুরি স্পষ্ট নয়।
আলোচনার একপর্যায়ে এজেন্টিক সিস্টেম কীভাবে ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে—সে বিষয়ে কথা ওঠে। তখন জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি প্রকৌশলী কার্যত একজন টেক লিডার হয়ে উঠবে, যার থাকবে নিজের একটি ছোট্ট এজেন্ট বাহিনী, যাদের সঙ্গে সে কাজ করবে।
সাধারণ মানুষের কাছে এখনো এই প্রযুক্তি নতুন ও অপরিপক্ব মনে হলেও এআই মডেলগুলোর অসাধারণ কোড লেখার সক্ষমতাকে জোরালোভাবে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তি জগতে। এমনকি সেই এআই মডেলগুলোর উন্নয়নের জন্যও কোড তৈরি করতে এআই-ই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে গুগলের ক্ষেত্রেও এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়।
এআই কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নও ওঠে আলোচনায়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল বিশ্বের জিডিপি যদি ১০ শতাংশ বাড়াতে হয়, তাহলে কী ধরনের এআই প্রযুক্তি দরকার?
মেটা ও মাইক্রোসফট—বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধানদের এই আলোচনায় উঠে এসেছে এআইয়ের ভবিষ্যৎ, সম্ভাবনা ও দায়িত্বের বিষয়গুলো। যদিও মাইক্রোসফট ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তারপরও লামাকনের মতো মেটার মঞ্চে নাদেলার উপস্থিতি প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যে মেটার অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ মানুষ নয়, এআই করে ফেলবে। এরপর সেই হার আরও বাড়বে।’
সত্য নাদেলার কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে মাইক্রোসফটের কত শতাংশ কোড এআই দিয়ে তৈরি হয়? জবাবে নাদেলা বলেন, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ কোড এখন এআই দিয়ে লেখা হচ্ছে। এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর পুরোটাই এআইনির্ভর।
নাদেলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে জাকারবার্গ জানান, তিনি বর্তমানের নির্দিষ্ট পরিসংখ্যান জানেন না, তবে ভবিষ্যতের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি আরও বলেন, ‘আগামী এক বছর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্ধেকটাই হয়তো মানুষের পরিবর্তে এআই দিয়ে সম্পন্ন হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বাড়বে।’ তবে এই কথাগুলো তিনি মেটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা’ নিয়ে বলেছিলেন, নাকি পুরো মেটা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছিলেন, তা পুরোপুরি স্পষ্ট নয়।
আলোচনার একপর্যায়ে এজেন্টিক সিস্টেম কীভাবে ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে—সে বিষয়ে কথা ওঠে। তখন জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি প্রকৌশলী কার্যত একজন টেক লিডার হয়ে উঠবে, যার থাকবে নিজের একটি ছোট্ট এজেন্ট বাহিনী, যাদের সঙ্গে সে কাজ করবে।
সাধারণ মানুষের কাছে এখনো এই প্রযুক্তি নতুন ও অপরিপক্ব মনে হলেও এআই মডেলগুলোর অসাধারণ কোড লেখার সক্ষমতাকে জোরালোভাবে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তি জগতে। এমনকি সেই এআই মডেলগুলোর উন্নয়নের জন্যও কোড তৈরি করতে এআই-ই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে গুগলের ক্ষেত্রেও এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়।
এআই কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নও ওঠে আলোচনায়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল বিশ্বের জিডিপি যদি ১০ শতাংশ বাড়াতে হয়, তাহলে কী ধরনের এআই প্রযুক্তি দরকার?
মেটা ও মাইক্রোসফট—বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধানদের এই আলোচনায় উঠে এসেছে এআইয়ের ভবিষ্যৎ, সম্ভাবনা ও দায়িত্বের বিষয়গুলো। যদিও মাইক্রোসফট ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তারপরও লামাকনের মতো মেটার মঞ্চে নাদেলার উপস্থিতি প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ম্যাশাবল
বিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
৪ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
১ দিন আগে