অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যে মেটার অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ মানুষ নয়, এআই করে ফেলবে। এরপর সেই হার আরও বাড়বে।’
সত্য নাদেলার কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে মাইক্রোসফটের কত শতাংশ কোড এআই দিয়ে তৈরি হয়? জবাবে নাদেলা বলেন, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ কোড এখন এআই দিয়ে লেখা হচ্ছে। এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর পুরোটাই এআইনির্ভর।
নাদেলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে জাকারবার্গ জানান, তিনি বর্তমানের নির্দিষ্ট পরিসংখ্যান জানেন না, তবে ভবিষ্যতের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি আরও বলেন, ‘আগামী এক বছর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্ধেকটাই হয়তো মানুষের পরিবর্তে এআই দিয়ে সম্পন্ন হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বাড়বে।’ তবে এই কথাগুলো তিনি মেটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা’ নিয়ে বলেছিলেন, নাকি পুরো মেটা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছিলেন, তা পুরোপুরি স্পষ্ট নয়।
আলোচনার একপর্যায়ে এজেন্টিক সিস্টেম কীভাবে ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে—সে বিষয়ে কথা ওঠে। তখন জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি প্রকৌশলী কার্যত একজন টেক লিডার হয়ে উঠবে, যার থাকবে নিজের একটি ছোট্ট এজেন্ট বাহিনী, যাদের সঙ্গে সে কাজ করবে।
সাধারণ মানুষের কাছে এখনো এই প্রযুক্তি নতুন ও অপরিপক্ব মনে হলেও এআই মডেলগুলোর অসাধারণ কোড লেখার সক্ষমতাকে জোরালোভাবে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তি জগতে। এমনকি সেই এআই মডেলগুলোর উন্নয়নের জন্যও কোড তৈরি করতে এআই-ই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে গুগলের ক্ষেত্রেও এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়।
এআই কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নও ওঠে আলোচনায়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল বিশ্বের জিডিপি যদি ১০ শতাংশ বাড়াতে হয়, তাহলে কী ধরনের এআই প্রযুক্তি দরকার?
মেটা ও মাইক্রোসফট—বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধানদের এই আলোচনায় উঠে এসেছে এআইয়ের ভবিষ্যৎ, সম্ভাবনা ও দায়িত্বের বিষয়গুলো। যদিও মাইক্রোসফট ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তারপরও লামাকনের মতো মেটার মঞ্চে নাদেলার উপস্থিতি প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যে মেটার অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ মানুষ নয়, এআই করে ফেলবে। এরপর সেই হার আরও বাড়বে।’
সত্য নাদেলার কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে মাইক্রোসফটের কত শতাংশ কোড এআই দিয়ে তৈরি হয়? জবাবে নাদেলা বলেন, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ কোড এখন এআই দিয়ে লেখা হচ্ছে। এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর পুরোটাই এআইনির্ভর।
নাদেলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে জাকারবার্গ জানান, তিনি বর্তমানের নির্দিষ্ট পরিসংখ্যান জানেন না, তবে ভবিষ্যতের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি আরও বলেন, ‘আগামী এক বছর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্ধেকটাই হয়তো মানুষের পরিবর্তে এআই দিয়ে সম্পন্ন হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বাড়বে।’ তবে এই কথাগুলো তিনি মেটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা’ নিয়ে বলেছিলেন, নাকি পুরো মেটা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছিলেন, তা পুরোপুরি স্পষ্ট নয়।
আলোচনার একপর্যায়ে এজেন্টিক সিস্টেম কীভাবে ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে—সে বিষয়ে কথা ওঠে। তখন জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি প্রকৌশলী কার্যত একজন টেক লিডার হয়ে উঠবে, যার থাকবে নিজের একটি ছোট্ট এজেন্ট বাহিনী, যাদের সঙ্গে সে কাজ করবে।
সাধারণ মানুষের কাছে এখনো এই প্রযুক্তি নতুন ও অপরিপক্ব মনে হলেও এআই মডেলগুলোর অসাধারণ কোড লেখার সক্ষমতাকে জোরালোভাবে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তি জগতে। এমনকি সেই এআই মডেলগুলোর উন্নয়নের জন্যও কোড তৈরি করতে এআই-ই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে গুগলের ক্ষেত্রেও এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়।
এআই কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নও ওঠে আলোচনায়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল বিশ্বের জিডিপি যদি ১০ শতাংশ বাড়াতে হয়, তাহলে কী ধরনের এআই প্রযুক্তি দরকার?
মেটা ও মাইক্রোসফট—বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধানদের এই আলোচনায় উঠে এসেছে এআইয়ের ভবিষ্যৎ, সম্ভাবনা ও দায়িত্বের বিষয়গুলো। যদিও মাইক্রোসফট ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তারপরও লামাকনের মতো মেটার মঞ্চে নাদেলার উপস্থিতি প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ম্যাশাবল
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৮ ঘণ্টা আগে