ফিচার ডেস্ক
ডিপসিকের এআই মডেল বিশ্বব্যাপী সাফল্যের পর চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য একটি বড় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজি সম্প্রতি সাংবাদিকদের জানান, এই রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল গাইডেন্স ফান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও হাইড্রোজেন শক্তি সংরক্ষণসহ অন্যান্য নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে।
এই তহবিলে আগামী ২০ বছরে প্রায় ১৩৮ বিলিয়ন ডলার সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাত থেকে আসবে।
ঝেং শানজি বলেন, ‘বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্যগুলো এখন বাস্তব হয়ে উঠছে। আমরা প্রযুক্তি ও উদ্ভাবনে দ্রুত এগিয়ে যাচ্ছি।’
চীনের শীর্ষস্থানীয় নেতারা বিশ্বাস করেন, উচ্চমানের চিপস, কোয়ান্টাম কম্পিউটিং, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দেশটির অর্থনীতি এবং উৎপাদন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে চীন বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে।
ডিপসিকের সাফল্য
ডিপসিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি নতুন এআই মডেল আর১-এর মাধ্যমে বিশ্ববাজারে সাড়া ফেলেছে। মডেলটি ওপেনএআই, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানের মডেলগুলোর মতো একই সক্ষমতা রাখে। এটি কম শক্তির চিপ ব্যবহার করে এবং অনেক কম খরচে তৈরি করা হয়েছে।
ভোক্তা ব্যয় বৃদ্ধি
চীন সরকার এখন প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি ভোক্তাদের ব্যয় বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। গত বছর চীনের অর্থনীতি রপ্তানি থেকে বড় ধরনের মুনাফা করেছে। এবার তারা চায় দেশীয় ভোক্তাদের ব্যয় বাড়াতে। এর জন্য শিগগির একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। চীনের গৃহস্থালি ভোক্তা ব্যয় এখনো তুলনামূলক কম, মোট উৎপাদনের ৩৯ শতাংশ। এটি দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।
বেসরকারি খাতের উন্নতি
চীনের বেসরকারি খাত, বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অতীতে কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়েছিল। তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ঘোষণা দিয়েছেন, এখন বেসরকারি খাতের জন্য সর্বোত্তম সময়। চীন আশা করছে, যদি তারা বেসরকারি খাতের উদ্ভাবনী শক্তিকে পুনরুজ্জীবিত করতে পারে, তাহলে মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা সহজ হবে।
চীন সরকার তাই নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে, যা বেসরকারি খাতের সুরক্ষা নিশ্চিতসহ তাদের জন্য বাজারে আরও স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
সূত্র: সিএনএন
ডিপসিকের এআই মডেল বিশ্বব্যাপী সাফল্যের পর চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য একটি বড় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজি সম্প্রতি সাংবাদিকদের জানান, এই রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল গাইডেন্স ফান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও হাইড্রোজেন শক্তি সংরক্ষণসহ অন্যান্য নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে।
এই তহবিলে আগামী ২০ বছরে প্রায় ১৩৮ বিলিয়ন ডলার সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাত থেকে আসবে।
ঝেং শানজি বলেন, ‘বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্যগুলো এখন বাস্তব হয়ে উঠছে। আমরা প্রযুক্তি ও উদ্ভাবনে দ্রুত এগিয়ে যাচ্ছি।’
চীনের শীর্ষস্থানীয় নেতারা বিশ্বাস করেন, উচ্চমানের চিপস, কোয়ান্টাম কম্পিউটিং, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দেশটির অর্থনীতি এবং উৎপাদন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে চীন বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে।
ডিপসিকের সাফল্য
ডিপসিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি নতুন এআই মডেল আর১-এর মাধ্যমে বিশ্ববাজারে সাড়া ফেলেছে। মডেলটি ওপেনএআই, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানের মডেলগুলোর মতো একই সক্ষমতা রাখে। এটি কম শক্তির চিপ ব্যবহার করে এবং অনেক কম খরচে তৈরি করা হয়েছে।
ভোক্তা ব্যয় বৃদ্ধি
চীন সরকার এখন প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি ভোক্তাদের ব্যয় বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। গত বছর চীনের অর্থনীতি রপ্তানি থেকে বড় ধরনের মুনাফা করেছে। এবার তারা চায় দেশীয় ভোক্তাদের ব্যয় বাড়াতে। এর জন্য শিগগির একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। চীনের গৃহস্থালি ভোক্তা ব্যয় এখনো তুলনামূলক কম, মোট উৎপাদনের ৩৯ শতাংশ। এটি দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।
বেসরকারি খাতের উন্নতি
চীনের বেসরকারি খাত, বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অতীতে কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়েছিল। তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ঘোষণা দিয়েছেন, এখন বেসরকারি খাতের জন্য সর্বোত্তম সময়। চীন আশা করছে, যদি তারা বেসরকারি খাতের উদ্ভাবনী শক্তিকে পুনরুজ্জীবিত করতে পারে, তাহলে মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা সহজ হবে।
চীন সরকার তাই নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে, যা বেসরকারি খাতের সুরক্ষা নিশ্চিতসহ তাদের জন্য বাজারে আরও স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
সূত্র: সিএনএন
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১২ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৫ ঘণ্টা আগে