Ajker Patrika

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালুর আগেও পাঠানো যেত ই-মেইল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭: ৪৭
Thumbnail image

ই-মেইল করা এখন বেশ সহজ একটা কাজ। কেউ ই-মেইল করতে চাইল প্রথমে তাকে ইন্টারনেট চালু থাকা অবস্থায় ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে পছন্দের ই-মেইল সার্ভিসের ঠিকানা।

এরপর প্রাপকের মেইল ঠিকানা এবং প্রয়োজনীয় টেক্সট লিখে পাঠিয়ে দিলেই হয়ে যাবে তাঁর কাজ। তবে আগে ই-মেইল পাঠানো ছিল বেশ কষ্টসাধ্য কাজ।

ইউটিউবে ‘How to send an Email - Database – 1984’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যাবে। ভিডিওটি মূলত একটি প্রযুক্তি বিষয়ক টিভি শো ‘ডাটাবেইস’ থেকে নেওয়া। ভিডিওতে উপস্থাপক শেখাচ্ছেন কীভাবে ই-মেইল পাঠাতে হয়।

তবে ১৯৯১ সালের ৬ আগস্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রথম উন্মোচন করা হয়।মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে ই-মেইলের কোনো সম্পর্ক নেই। মূলত, তখন মাইক্রোনেট নামক একটি পরিষেবার মাধ্যমে ই-মেইল পাঠানো যেত।

আর এই পরিষেবাতে একটি কম্পিউটার ও একটি টেলিফোন সংযুক্ত করতে হতো। এতে কোনো প্রকারের ইউআরএল এর প্রয়োজন ছিল না, ছিল শুধু সংখ্যাযুক্ত ওয়েব পৃষ্ঠা।

সেই ওয়েব পৃষ্ঠা নম্বর টেলিফোনে ডায়াল করে ওই ওয়েবপেজ দেখা যেত। ই- মেইলের ওয়েব পৃষ্ঠা নম্বর ছিল ৭৭৭৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত