অনেকেরই ফেসবুকে এমন কিছু পোস্ট থাকে, যা মুছে ফেলবেন নাকি রেখে দেবেন তা নিয়ে সংশয় থাকে। তবে পোস্টগুলো ডিলিট না করেও চোখের সামনে থেকে সরিয়ে ফেলা যায়। এর জন্য ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করলে পোস্টগুলো আর্কাইভ ফোল্ডারে সরে যাবে। ফলে আপনি ও আপনার ফেসবুকের বন্ধুরা টাইমলাইনে পোস্টগুলো আর দেখতে পারবেন না। তবে যেকোনো সময় আবার পোস্টগুলো টাইমলাইনে ফেরত নিয়ে আসতে পারবেন।
স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. স্মার্টফোনের ফেসবুক অ্যাপে লগ ইন করুন।
২. ডান দিকের তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন
৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. আবারও নিচের দিকে স্ক্রল করে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর ‘ইউওর ফেসবুক অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পোস্টস’ অপশনে ট্যাপ করে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন নির্বাচন করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে। এই পেজে টাইমলাইনে প্রকাশ করা সব পোস্ট একসঙ্গে দেখতে পারবেন।
৯. এখন পোস্টগুলোর পাশের চেক বক্সে ট্যাপ করে সেগুলো নির্বাচন করুন। অথবা সব পোস্ট আর্কাইভ করতে চাইলে ওপরে থাকা ‘অল’ অপশনের চেক বক্সে ট্যাপ করে সবগুলো পোস্ট নির্বাচন করুন।
১০. এরপর নিচের দিকে ডানে থাকা ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন। এর ফলে একটি পপ আপ মেনু দেখা যাবে। মেনুটির ‘মুভ টু আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে এক বা একাধিক পোস্ট আর্কাইভ করা যাবে।
আর্কাইভ করা পোস্ট আবার টাইমলাইনে ফেরত আনতে যা করবেন
১. উল্লেখিত একই পদ্ধতিতে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন খুঁজে বের করে ট্যাপ করুন।
২. নতুন পেজ চালু হলে ওপরে থাকা আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৩. যে পোস্টটি আবার টাইমলাইনে ফেরত আনতে চান সেটি নির্বাচন করুন ও ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। এরপর একটি পপ আপ মেনু আসবে।
৪. মেনু থেকে আবার ‘রিস্টোর’ অপশনে ট্যাপ করুন।
অনেকেরই ফেসবুকে এমন কিছু পোস্ট থাকে, যা মুছে ফেলবেন নাকি রেখে দেবেন তা নিয়ে সংশয় থাকে। তবে পোস্টগুলো ডিলিট না করেও চোখের সামনে থেকে সরিয়ে ফেলা যায়। এর জন্য ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করলে পোস্টগুলো আর্কাইভ ফোল্ডারে সরে যাবে। ফলে আপনি ও আপনার ফেসবুকের বন্ধুরা টাইমলাইনে পোস্টগুলো আর দেখতে পারবেন না। তবে যেকোনো সময় আবার পোস্টগুলো টাইমলাইনে ফেরত নিয়ে আসতে পারবেন।
স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. স্মার্টফোনের ফেসবুক অ্যাপে লগ ইন করুন।
২. ডান দিকের তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন
৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. আবারও নিচের দিকে স্ক্রল করে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর ‘ইউওর ফেসবুক অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পোস্টস’ অপশনে ট্যাপ করে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন নির্বাচন করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে। এই পেজে টাইমলাইনে প্রকাশ করা সব পোস্ট একসঙ্গে দেখতে পারবেন।
৯. এখন পোস্টগুলোর পাশের চেক বক্সে ট্যাপ করে সেগুলো নির্বাচন করুন। অথবা সব পোস্ট আর্কাইভ করতে চাইলে ওপরে থাকা ‘অল’ অপশনের চেক বক্সে ট্যাপ করে সবগুলো পোস্ট নির্বাচন করুন।
১০. এরপর নিচের দিকে ডানে থাকা ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন। এর ফলে একটি পপ আপ মেনু দেখা যাবে। মেনুটির ‘মুভ টু আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে এক বা একাধিক পোস্ট আর্কাইভ করা যাবে।
আর্কাইভ করা পোস্ট আবার টাইমলাইনে ফেরত আনতে যা করবেন
১. উল্লেখিত একই পদ্ধতিতে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন খুঁজে বের করে ট্যাপ করুন।
২. নতুন পেজ চালু হলে ওপরে থাকা আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৩. যে পোস্টটি আবার টাইমলাইনে ফেরত আনতে চান সেটি নির্বাচন করুন ও ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। এরপর একটি পপ আপ মেনু আসবে।
৪. মেনু থেকে আবার ‘রিস্টোর’ অপশনে ট্যাপ করুন।
গুগল ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এই সিস্টেম চালু করেছে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & emergency’ বা ‘Location’-এর ভেতরে ‘Location Services’— ‘Earthquake alerts’ অপশনটি চালু রয়েছে কি না, তা দেখে নিতে পারেন। এটি চালু থাকলে আপনার ফোনেও ভূমিকম্পের আগাম বার্তা চলে আসবে।
৯ ঘণ্টা আগেমেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
১৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে...
১৪ ঘণ্টা আগেদুই দশক পর প্রথমবারের মতো নিজের নাম লিখতে সক্ষম হয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত নারী। তাও শুধু চিন্তার মাধ্যমে। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে নিউরালিংক কোম্পানির উদ্ভাবিত উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির সাহায্যে।
১৫ ঘণ্টা আগে