অনেকেরই ফেসবুকে এমন কিছু পোস্ট থাকে, যা মুছে ফেলবেন নাকি রেখে দেবেন তা নিয়ে সংশয় থাকে। তবে পোস্টগুলো ডিলিট না করেও চোখের সামনে থেকে সরিয়ে ফেলা যায়। এর জন্য ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করলে পোস্টগুলো আর্কাইভ ফোল্ডারে সরে যাবে। ফলে আপনি ও আপনার ফেসবুকের বন্ধুরা টাইমলাইনে পোস্টগুলো আর দেখতে পারবেন না। তবে যেকোনো সময় আবার পোস্টগুলো টাইমলাইনে ফেরত নিয়ে আসতে পারবেন।
স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. স্মার্টফোনের ফেসবুক অ্যাপে লগ ইন করুন।
২. ডান দিকের তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন
৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. আবারও নিচের দিকে স্ক্রল করে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর ‘ইউওর ফেসবুক অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পোস্টস’ অপশনে ট্যাপ করে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন নির্বাচন করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে। এই পেজে টাইমলাইনে প্রকাশ করা সব পোস্ট একসঙ্গে দেখতে পারবেন।
৯. এখন পোস্টগুলোর পাশের চেক বক্সে ট্যাপ করে সেগুলো নির্বাচন করুন। অথবা সব পোস্ট আর্কাইভ করতে চাইলে ওপরে থাকা ‘অল’ অপশনের চেক বক্সে ট্যাপ করে সবগুলো পোস্ট নির্বাচন করুন।
১০. এরপর নিচের দিকে ডানে থাকা ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন। এর ফলে একটি পপ আপ মেনু দেখা যাবে। মেনুটির ‘মুভ টু আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে এক বা একাধিক পোস্ট আর্কাইভ করা যাবে।
আর্কাইভ করা পোস্ট আবার টাইমলাইনে ফেরত আনতে যা করবেন
১. উল্লেখিত একই পদ্ধতিতে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন খুঁজে বের করে ট্যাপ করুন।
২. নতুন পেজ চালু হলে ওপরে থাকা আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৩. যে পোস্টটি আবার টাইমলাইনে ফেরত আনতে চান সেটি নির্বাচন করুন ও ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। এরপর একটি পপ আপ মেনু আসবে।
৪. মেনু থেকে আবার ‘রিস্টোর’ অপশনে ট্যাপ করুন।
অনেকেরই ফেসবুকে এমন কিছু পোস্ট থাকে, যা মুছে ফেলবেন নাকি রেখে দেবেন তা নিয়ে সংশয় থাকে। তবে পোস্টগুলো ডিলিট না করেও চোখের সামনে থেকে সরিয়ে ফেলা যায়। এর জন্য ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করলে পোস্টগুলো আর্কাইভ ফোল্ডারে সরে যাবে। ফলে আপনি ও আপনার ফেসবুকের বন্ধুরা টাইমলাইনে পোস্টগুলো আর দেখতে পারবেন না। তবে যেকোনো সময় আবার পোস্টগুলো টাইমলাইনে ফেরত নিয়ে আসতে পারবেন।
স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. স্মার্টফোনের ফেসবুক অ্যাপে লগ ইন করুন।
২. ডান দিকের তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন
৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. আবারও নিচের দিকে স্ক্রল করে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর ‘ইউওর ফেসবুক অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পোস্টস’ অপশনে ট্যাপ করে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন নির্বাচন করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে। এই পেজে টাইমলাইনে প্রকাশ করা সব পোস্ট একসঙ্গে দেখতে পারবেন।
৯. এখন পোস্টগুলোর পাশের চেক বক্সে ট্যাপ করে সেগুলো নির্বাচন করুন। অথবা সব পোস্ট আর্কাইভ করতে চাইলে ওপরে থাকা ‘অল’ অপশনের চেক বক্সে ট্যাপ করে সবগুলো পোস্ট নির্বাচন করুন।
১০. এরপর নিচের দিকে ডানে থাকা ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন। এর ফলে একটি পপ আপ মেনু দেখা যাবে। মেনুটির ‘মুভ টু আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে এক বা একাধিক পোস্ট আর্কাইভ করা যাবে।
আর্কাইভ করা পোস্ট আবার টাইমলাইনে ফেরত আনতে যা করবেন
১. উল্লেখিত একই পদ্ধতিতে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন খুঁজে বের করে ট্যাপ করুন।
২. নতুন পেজ চালু হলে ওপরে থাকা আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৩. যে পোস্টটি আবার টাইমলাইনে ফেরত আনতে চান সেটি নির্বাচন করুন ও ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। এরপর একটি পপ আপ মেনু আসবে।
৪. মেনু থেকে আবার ‘রিস্টোর’ অপশনে ট্যাপ করুন।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে