ফিচার ডেস্ক
ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এনেছে ফেসবুক। স্টোরি ভিউর মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ চালু করেছে এই প্ল্যাটফর্ম। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন। ফেসবুকে যেসব ক্রিয়েটরের মনিটাইজেশন চালু আছে, স্টোরি মনিটাইজেশন সক্রিয় করার জন্য তাঁদের নতুন করে কিছু করতে হবে না।
এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ক্রিয়েটররা পুরোনো কনটেন্টও তাঁদের স্টোরিতে পোস্ট করে আয় করতে পারবেন। যেমন যদি কোনো ক্রিয়েটর আগে রেসিপির ভিডিও তৈরি করে থাকেন এবং সেই ভিডিও এখন যদি স্টোরিতে পোস্ট করেন, তাহলে সেখান থেকেও অর্থ উপার্জন করতে পারবেন।
ফেসবুকের এক প্রতিনিধি ইয়াহুর টেকসাইট ‘টেকক্রাঞ্চ’কে জানিয়েছেন, স্টোরির আয় ভিউ নয়, কনটেন্টের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। এই নতুন ফিচারের মাধ্যমে ফেসবুকের লক্ষ্য আরও বেশি কনটেন্ট তৈরি এবং ফেসবুক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের সক্রিয়তা বাড়ানো।
এ ছাড়া ফিচারটির মাধ্যমে টিকটককে প্রতিযোগিতায় টেক্কা দেওয়ার চেষ্টা করছে ফেসবুক। গত বছর থেকে ফেসবুক বিভিন্ন ধরনের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা চালু করেছে; যেমন ইন-স্ট্রিম অ্যাডস এবং রিলস অ্যাডস। এই উদ্যোগের একটি অংশ হিসেবে স্টোরি মনিটাইজেশন চালু করা হলো।
ফেসবুক গত বছরের অক্টোবরে ঘোষণা করেছে, রিলসসহ অন্যান্য শর্ট ভিডিও কনটেন্ট থেকে পেমেন্ট ৮০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ফেসবুকে ক্রিয়েটররা দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০১৭ সালে মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফেসবুক ৪ মিলিয়নের বেশি ক্রিয়েটরকে পেমেন্ট দিয়েছে। এর মধ্য দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করা এবং শেয়ার করা ক্রিয়েটরদের জন্য আরও বেশি লাভজনক হয়ে উঠেছে।
সূত্র: টেকক্রাঞ্চ
আরও খবর পড়ুন:
ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এনেছে ফেসবুক। স্টোরি ভিউর মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ চালু করেছে এই প্ল্যাটফর্ম। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন। ফেসবুকে যেসব ক্রিয়েটরের মনিটাইজেশন চালু আছে, স্টোরি মনিটাইজেশন সক্রিয় করার জন্য তাঁদের নতুন করে কিছু করতে হবে না।
এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ক্রিয়েটররা পুরোনো কনটেন্টও তাঁদের স্টোরিতে পোস্ট করে আয় করতে পারবেন। যেমন যদি কোনো ক্রিয়েটর আগে রেসিপির ভিডিও তৈরি করে থাকেন এবং সেই ভিডিও এখন যদি স্টোরিতে পোস্ট করেন, তাহলে সেখান থেকেও অর্থ উপার্জন করতে পারবেন।
ফেসবুকের এক প্রতিনিধি ইয়াহুর টেকসাইট ‘টেকক্রাঞ্চ’কে জানিয়েছেন, স্টোরির আয় ভিউ নয়, কনটেন্টের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। এই নতুন ফিচারের মাধ্যমে ফেসবুকের লক্ষ্য আরও বেশি কনটেন্ট তৈরি এবং ফেসবুক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের সক্রিয়তা বাড়ানো।
এ ছাড়া ফিচারটির মাধ্যমে টিকটককে প্রতিযোগিতায় টেক্কা দেওয়ার চেষ্টা করছে ফেসবুক। গত বছর থেকে ফেসবুক বিভিন্ন ধরনের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা চালু করেছে; যেমন ইন-স্ট্রিম অ্যাডস এবং রিলস অ্যাডস। এই উদ্যোগের একটি অংশ হিসেবে স্টোরি মনিটাইজেশন চালু করা হলো।
ফেসবুক গত বছরের অক্টোবরে ঘোষণা করেছে, রিলসসহ অন্যান্য শর্ট ভিডিও কনটেন্ট থেকে পেমেন্ট ৮০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ফেসবুকে ক্রিয়েটররা দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০১৭ সালে মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফেসবুক ৪ মিলিয়নের বেশি ক্রিয়েটরকে পেমেন্ট দিয়েছে। এর মধ্য দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করা এবং শেয়ার করা ক্রিয়েটরদের জন্য আরও বেশি লাভজনক হয়ে উঠেছে।
সূত্র: টেকক্রাঞ্চ
আরও খবর পড়ুন:
২০২৪ সালের বার্ষিক আয়ে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। শেনজেনভিত্তিক ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা টেসলার ঘোষিত ৯৭.৭ বিলিয়ন ডলারের রাজস্বকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যায় বিওয়াইডির হাইব্রিড গাড়ি বিক্
২ ঘণ্টা আগেবাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগেচ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের জন্য গতকাল সোমবার নতুন আপডেট নিয়ে এল ওপেনএআই। কোম্পানিটির মতে, এই আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে। এর সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা কম বিরক্ত হবেন।
১০ ঘণ্টা আগেনিজেদের এয়ারফোনে ও স্মার্টওয়াচে ক্যামেরা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে এগুলো ভিডিও বা ছবি তোলার জন্য যুক্ত করা হবে না। বরং স্মার্টওয়াচের ক্যামেরাটি ভিজুয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলো সহজ করতে সাহায্য করবে।
১২ ঘণ্টা আগে