বিস্তারিত ও সাম্প্রতিক তথ্য দেওয়ার জন্য অপেরা ব্রাউজারের সঙ্গে যুক্ত হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনি। এটি অপেরা ব্রাউজারের বিদ্যমান এআই এক্সটেনশন আরিয়াকে সমর্থন দেবে।
গত বছর এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া উন্মোচন করে অপেরা। এটি কোড লেখা, ওয়েবসাইটের সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজে সাহায্য করে। এসব কাজের জন্য আরিয়া একটি এআই মডেলের ওপর নির্ভর করে না। যে কাজে যেই এআই মডেল ভালো কাজ করে সেটিই আরিয়া ব্যবহার করে। এই নতুন সংযোজনের মাধ্যমে আরিয়া জেমিনি মডেলও ব্যবহার করতে পারবে। ফলে সাম্প্রতিক তথ্যগুলোও জানাতে পারবে আরিয়া।
অপেরার গেমিং ব্রাউজার অপেরা জিএক্স থেকে শুরু করে কোম্পানিটির সকল ব্রাউজারে গুগলের জেমিনি পাওয়া যাবে। সাইজ ও কর্মক্ষমতা অনুযায়ী জেমিনির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরিবারে একাধিক মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে জেমিনি সবচেয়ে ছোট। এটি মোবাইল ফোনের মতো ছোট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। আর জেমিনি প্রো ১ দশমিক ৫ ও জেমিনি প্রো ১ দশমিক ৫ ফ্লাস মাঝারি আকারের। এসব মডেলের মধ্যে সবচেয়ে বড় হলো জেমিনি আলট্রা। এটি গুগলের এআই মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। জেমিনি চ্যাটবটের জন্য জেমিনি প্রো ও জেমিনি আলট্রা মডেল ব্যবহার করে গুগল।
আরিয়াতে গুগল যুক্ত করার ফলে এটি মানুষের মতো উচ্চ স্বরে কথোপকথন করতে পারবে। গুগলের টেক্সট–টু–অডিও এআই মডেল যুক্ত করার ফলে আরিয়া চ্যাটগুলো জোরে জোরে বলতে পারবে।
এর আগেও অপেরাতে গুগলের এআই মডেল ব্যবহার করা হয়েছে। গত এপ্রিলে আরিয়াতে গুগলের ইমাজেন ২ মডেল যুক্ত করা হয়। তাই টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে অপেরা ব্রাউজার ছবি তৈরি করে দিতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিস্তারিত ও সাম্প্রতিক তথ্য দেওয়ার জন্য অপেরা ব্রাউজারের সঙ্গে যুক্ত হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনি। এটি অপেরা ব্রাউজারের বিদ্যমান এআই এক্সটেনশন আরিয়াকে সমর্থন দেবে।
গত বছর এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া উন্মোচন করে অপেরা। এটি কোড লেখা, ওয়েবসাইটের সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজে সাহায্য করে। এসব কাজের জন্য আরিয়া একটি এআই মডেলের ওপর নির্ভর করে না। যে কাজে যেই এআই মডেল ভালো কাজ করে সেটিই আরিয়া ব্যবহার করে। এই নতুন সংযোজনের মাধ্যমে আরিয়া জেমিনি মডেলও ব্যবহার করতে পারবে। ফলে সাম্প্রতিক তথ্যগুলোও জানাতে পারবে আরিয়া।
অপেরার গেমিং ব্রাউজার অপেরা জিএক্স থেকে শুরু করে কোম্পানিটির সকল ব্রাউজারে গুগলের জেমিনি পাওয়া যাবে। সাইজ ও কর্মক্ষমতা অনুযায়ী জেমিনির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরিবারে একাধিক মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে জেমিনি সবচেয়ে ছোট। এটি মোবাইল ফোনের মতো ছোট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। আর জেমিনি প্রো ১ দশমিক ৫ ও জেমিনি প্রো ১ দশমিক ৫ ফ্লাস মাঝারি আকারের। এসব মডেলের মধ্যে সবচেয়ে বড় হলো জেমিনি আলট্রা। এটি গুগলের এআই মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। জেমিনি চ্যাটবটের জন্য জেমিনি প্রো ও জেমিনি আলট্রা মডেল ব্যবহার করে গুগল।
আরিয়াতে গুগল যুক্ত করার ফলে এটি মানুষের মতো উচ্চ স্বরে কথোপকথন করতে পারবে। গুগলের টেক্সট–টু–অডিও এআই মডেল যুক্ত করার ফলে আরিয়া চ্যাটগুলো জোরে জোরে বলতে পারবে।
এর আগেও অপেরাতে গুগলের এআই মডেল ব্যবহার করা হয়েছে। গত এপ্রিলে আরিয়াতে গুগলের ইমাজেন ২ মডেল যুক্ত করা হয়। তাই টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে অপেরা ব্রাউজার ছবি তৈরি করে দিতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
যুক্তরাজ্যে চালকবিহীন স্বচালিত ট্যাক্সি চালুর জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। তবে দেশটির সরকার জানিয়েছে, পুরোপুরি স্বচালিত যানবাহনের অনুমোদন পেতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২ ঘণ্টা আগেপ্রায় ৫০ কোটি বছরেরও বেশি সময় আগে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো এক রহস্যময় শিকারির জীবাশ্ম আবিষ্কার করেছেন জীবাশ্মবিদেরা। তিনটি চোখ এবং পেনসিল শার্পনারের মতো গোল মুখবিশিষ্ট এই অদ্ভুত আকৃতির প্রাণীর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে মোসুরা ফেনটনি (Mosura fentoni)। এ ছাড়া প্রাণীটির ডাকনাম রাখা হয়েছে ‘সি মথ’।
২ ঘণ্টা আগেচীন মহাকাশে তাদের প্রথম সুপারকম্পিউটার স্যাটেলাইট নেটওয়ার্ক নির্মাণের কাজ শুরু করেছে। ‘স্টার কম্পিউট’ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১২টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি। আগামী দিনে মোট ২ হাজার ৮০০টি স্যাটেলাইট নিয়ে একটি পূর্ণাঙ্গ সুপারকম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগেফেসবুকে ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। মানুষ এখন শুধু ছবি বা স্ট্যাটাসে সীমাবদ্ধ নেই—ভিডিওই হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এ কারণে আজকের ডিজিটাল মার্কেটারদের কাছে ফেসবুক ভিডিও কনটেন্টের গুরুত্ব অনেক বেশি। তবে শুধু ভালো ভিডিও বানালেই চলবে না, ভিডিওটি যেন ফেসবুকে সঠিকভাবে দেখা যায়, তার
৬ ঘণ্টা আগে