Ajker Patrika

অপেরা ব্রাউজারে যুক্ত হচ্ছে গুগলের জেমিনি 

অপেরা ব্রাউজারে যুক্ত হচ্ছে গুগলের জেমিনি 

বিস্তারিত ও সাম্প্রতিক তথ্য দেওয়ার জন্য অপেরা ব্রাউজারের সঙ্গে যুক্ত হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনি। এটি অপেরা ব্রাউজারের বিদ্যমান এআই এক্সটেনশন আরিয়াকে সমর্থন দেবে। 

গত বছর এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া উন্মোচন করে অপেরা। এটি কোড লেখা, ওয়েবসাইটের সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজে সাহায্য করে। এসব কাজের জন্য আরিয়া একটি এআই মডেলের ওপর নির্ভর করে না। যে কাজে যেই এআই মডেল ভালো কাজ করে সেটিই আরিয়া ব্যবহার করে। এই নতুন সংযোজনের মাধ্যমে আরিয়া জেমিনি মডেলও ব্যবহার করতে পারবে। ফলে সাম্প্রতিক তথ্যগুলোও জানাতে পারবে আরিয়া। 

অপেরার গেমিং ব্রাউজার অপেরা জিএক্স থেকে শুরু করে কোম্পানিটির সকল ব্রাউজারে গুগলের জেমিনি পাওয়া যাবে। সাইজ ও কর্মক্ষমতা অনুযায়ী জেমিনির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরিবারে একাধিক মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে জেমিনি সবচেয়ে ছোট। এটি মোবাইল ফোনের মতো ছোট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। আর জেমিনি প্রো ১ দশমিক ৫ ও জেমিনি প্রো ১ দশমিক ৫ ফ্লাস মাঝারি আকারের। এসব মডেলের মধ্যে সবচেয়ে বড় হলো জেমিনি আলট্রা। এটি গুগলের এআই মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। জেমিনি চ্যাটবটের জন্য জেমিনি প্রো ও জেমিনি আলট্রা মডেল ব্যবহার করে গুগল। 

আরিয়াতে গুগল যুক্ত করার ফলে এটি মানুষের মতো উচ্চ স্বরে কথোপকথন করতে পারবে। গুগলের টেক্সট–টু–অডিও এআই মডেল যুক্ত করার ফলে আরিয়া চ্যাটগুলো জোরে জোরে বলতে পারবে। 

এর আগেও অপেরাতে গুগলের এআই মডেল ব্যবহার করা হয়েছে। গত এপ্রিলে আরিয়াতে গুগলের ইমাজেন ২ মডেল যুক্ত করা হয়। তাই টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে অপেরা ব্রাউজার ছবি তৈরি করে দিতে পারবে। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত