Ajker Patrika

প্রতারণামূলক কল থেকে মুক্তি দিতে এআই ফিচার নিয়ে এল ট্রুকলার

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ মে ২০২৪, ১০: ১৫
Thumbnail image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর নকল করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক ফোনকল দেয় প্রতারকেরা। তাই এ ধরনের প্রতারণামূলক কল থেকে মুক্তি দিতে এআই কল স্ক্যানার ফিচার নিয়ে এল ট্রুকলার। এআই দিয়ে তৈরি নকল কণ্ঠস্বর চিহ্নিত করতে পারবে এই ফিচার। 

ট্রুকলারের এআই কল স্ক্যানার ফিচারটি সঙ্গে সঙ্গে কলারের কণ্ঠ চিহ্নিত করে এবং কিছু সময়ের মধ্যে ফলাফল দেয়। ফিচারটি প্রথমে কলারের কণ্ঠ রেকর্ড করে এবং পরে এআই মডেল দিয়ে কণ্ঠটি যাচাই-বাছাই করে। 

ট্রুকলার বলছে, মানুষের কথাবার্তার অনন্য বৈশিষ্ট্য বোঝার জন্য এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে এআই দিয়ে তৈরি নকল কণ্ঠ চিহ্নিত করতে পারে ফিচারটি। 

এই প্রক্রিয়ার জন্য মাত্র কয়েক সেকেন্ডের প্রয়োজন হলেও ফিচারটি প্রায় নির্ভুল ফলাফল দেয় বলে কোম্পানিটি দাবি করছে। 

ফিচারটি ট্রুকলারের প্রিমিয়াম প্ল্যানের সাবস্কাইবারদের জন্য চালু করা হবে। এটি ব্যবহারের জন্য সাবস্কাইবারদের ট্রুকলার সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। নতুন ফিচারটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য প্রথমে ছাড়া হবে। তবে শিগগিরই ভারতসহ বিভিন্ন দেশে ফিচারটি চালু করা হবে। 

কোম্পানিটি বলছে, এআই দিয়ে মানুষের কণ্ঠস্বর নকল করে প্রতারকেরা। ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে ভয়েস নিয়ে এআইগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর নকল করে সেই ব্যক্তির আত্মীয় বা পরিচিতদের কাছে জরুরি সাহায্য চেয়ে ফোনকল করে তারা। ফলে অপর প্রান্তের পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর শুনে ঘটনার সত্যতা যাচাই না করেই দ্রুত অর্থ পাঠিয়ে দেন অনেকেই। 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত