নোট লেখার জন্য জনপ্রিয় অ্যাপ হলো গুগল অ্যাপ। অ্যান্ড্রয়েড সমর্থিত বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল কিপে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের নোটগুলো পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবে। তাই বারবার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারটি ট্যাবলেট ও ফোল্ডিং ফোনের মতো বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে বেশি কাজে দেবে। এর মাধ্যমে ভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা দুটি গুগল কিপের উইন্ডো পাশাপাশি চালু রাখা যাবে। বিশেষ করে যারা অফিস ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে।
গত বছরের মাল্টি ইনস্ট্যান্ট সাপোর্ট ফিচারের ওপর ভিত্তি করে নতুন ফিচারটি চালু করা হয়েছে। আগের ফিচারের ক্ষেত্রে গুগল কিপ অ্যাপের দুটি নোট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে চালু রাখা যেত। ফলে দুটি নোট একই সঙ্গে দেখা যেত। এখন একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে দেখা যাবে। এর ফলে কাজ করার সময় বার বার একেক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না।
নতুন ফিচারটি র্যাপিড ও শিডিউল রিলিজের মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া হবে। অর্থাৎ নিজের গুগল ওয়ার্কস্পেস ডোমেইন র্যাপিড রিলিজের আওতাভুক্ত হলে দ্রুতই ফিচারটি ব্যবহার করা যাবে। আর শিডিউল রিলিজের আওতাভুক্ত হলে ফিচারটি কিছুটা দেরিতে আপনার ডিভাইসে পাওয়া যাবে।
সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বা স্বতন্ত্র গুগল অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে। গুগল কিপের মতো ওয়ার্ক স্পেসের টুলগুলো যেন সহজে ব্যবহার করা যায় এ জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্টটি।
গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়। গুগল ট্রান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করে। প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকরী।
তথ্যসূত্র: ফোন এরিনা
নোট লেখার জন্য জনপ্রিয় অ্যাপ হলো গুগল অ্যাপ। অ্যান্ড্রয়েড সমর্থিত বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল কিপে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের নোটগুলো পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবে। তাই বারবার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারটি ট্যাবলেট ও ফোল্ডিং ফোনের মতো বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে বেশি কাজে দেবে। এর মাধ্যমে ভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা দুটি গুগল কিপের উইন্ডো পাশাপাশি চালু রাখা যাবে। বিশেষ করে যারা অফিস ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে।
গত বছরের মাল্টি ইনস্ট্যান্ট সাপোর্ট ফিচারের ওপর ভিত্তি করে নতুন ফিচারটি চালু করা হয়েছে। আগের ফিচারের ক্ষেত্রে গুগল কিপ অ্যাপের দুটি নোট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে চালু রাখা যেত। ফলে দুটি নোট একই সঙ্গে দেখা যেত। এখন একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে দেখা যাবে। এর ফলে কাজ করার সময় বার বার একেক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না।
নতুন ফিচারটি র্যাপিড ও শিডিউল রিলিজের মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া হবে। অর্থাৎ নিজের গুগল ওয়ার্কস্পেস ডোমেইন র্যাপিড রিলিজের আওতাভুক্ত হলে দ্রুতই ফিচারটি ব্যবহার করা যাবে। আর শিডিউল রিলিজের আওতাভুক্ত হলে ফিচারটি কিছুটা দেরিতে আপনার ডিভাইসে পাওয়া যাবে।
সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বা স্বতন্ত্র গুগল অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে। গুগল কিপের মতো ওয়ার্ক স্পেসের টুলগুলো যেন সহজে ব্যবহার করা যায় এ জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্টটি।
গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়। গুগল ট্রান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করে। প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকরী।
তথ্যসূত্র: ফোন এরিনা
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১১ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৩ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৪ ঘণ্টা আগে