Ajker Patrika

ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন ইলন মাস্ক

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১: ৪৬
ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন ইলন মাস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার পর এবার ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে ঘোষণা দিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক। 

বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার আগ্রহের বিষয়ে জানান। বুধবার (১৭ আগস্ট) এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাদের স্বাগত।’ এ বিষয়ে বিস্তারিত বলেননি ইলন মাস্ক।

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে মার্কিন গ্লেজার পরিবারের অধীনে। গত বছর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছিল, গ্লেজার পরিবার ৪ বিলিয়ন পাউন্ড পেলে ক্লাবটি বিক্রি করে দিতে রাজি। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল তারা। তবে ইলন মাস্কের টুইটের বিষয়ে গ্লেজার পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। 

তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার বিষয়ে আইনি লড়াই লড়ছেন ইলন মাস্ক। টুইটার কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মাস্ক। চুক্তি ভঙ্গের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত