Ajker Patrika

সেলফির মাধ্যমে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম

সেলফির মাধ্যমে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম

নিজস্ব প্ল্যাটফর্মে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের নতুন প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। মেটাভিত্তিক এই প্রতিষ্ঠান জানায়, অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীর পরিচিতি প্রমাণ প্রক্রিয়ায় আপলোডের অনুমতি দেওয়ার পাশাপাশি বয়স শনাক্তের নতুন দুটি উপায় পরীক্ষা করছে তারা। প্রাথমিকভাবে পরীক্ষাটি চলবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর।

বিবিসি জানায়, এ বিষয়ে সহায়তা নিতে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইয়োতি’র সঙ্গে চুক্তি করেছে মেটা। প্রতিষ্ঠানটি বয়স যাচাইকরণে বিশেষজ্ঞ এবং অনলাইনে ব্যবহারকারীর গোপনতা নিশ্চিত করবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

অ্যাকাউন্ট খোলার সময় একটি ভিডিও সেলফি আপলোড করেই ব্যবহারকারী বয়স যাচাই করতে পারবেনঅ্যাকাউন্ট খোলার সময় একটি ভিডিও সেলফি আপলোড করেই ব্যবহারকারী বয়স যাচাই করতে পারবেন। ব্যবহারকারীর চেহারার ফিচারের ওপর নির্ভর করে তাঁর বয়স অনুমান করবে ‘ইয়োতি’র প্রযুক্তি। একবার বয়স যাচাই হলে মেটা এবং ইয়োতি দুটো মাধ্যমই সেই ছবি মুছে দেবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

মাধ্যমটিতে বয়স যাচাইয়ের আরেকটি উপায় হচ্ছে, ব্যবহারকারীর বয়স নিশ্চিত করতে তিনজন মিউচুয়াল ফলোয়ারকে বাছাই করতে হবে এবং সেই সব ব্যক্তির বয়স অন্তত ১৮ বছর হতে হবে।

অতীতে প্ল্যাটফর্মটিতে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে পড়ে ইনস্টাগ্রাম। এটি তার পরিপ্রেক্ষিতে নেওয়া পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত