ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়।
ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না।
ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন।
এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন।
একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই।
কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করে
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন।
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন।
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন।
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।
ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়।
ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না।
ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন।
এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন।
একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই।
কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করে
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন।
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন।
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন।
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।
ইউটিউব একটি বিশাল ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয়। তবে শুধু ভিডিও আপলোড করলেই কাজ হয় না, দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হলে ভিডিওর ডেসক্রিপশন ঠিকঠাক ও প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। ডেসক্রিপশন হলো ভিডিওর নিচে থাকা একটি লেখা, যা ভিডিওর বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তথ্য, লিংকসহ
১ ঘণ্টা আগেটিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
১১ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
১৭ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
২০ ঘণ্টা আগে