ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়।
ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না।
ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন।
এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন।
একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই।
কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করে
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন।
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন।
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন।
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।
ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়।
ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না।
ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন।
এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন।
একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই।
কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করে
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন।
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন।
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন।
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৬ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৫ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৫ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৬ ঘণ্টা আগে