Ajker Patrika

হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে একসঙ্গে ৩২ জনের কথা বলার সুযোগ 

অনলাইন ডেস্ক
Thumbnail image

হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে একসঙ্গে ৩২ জনের কথা বলার সুবিধা আসছে। আপাতত আইওএস গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে। এর আগে ১৫ জন পর্যন্ত হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে অংশ নিতে পারত। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইওএসের ২৩.২১. ৭২ আপডেটে সম্প্রতি নতুন ফিচারটি যুক্ত করা হয়। এই ফিচারে অংশগ্রহণকারীসহ মোট ৩২ জন গ্রুপ কলে থাকতে পারবে। কলিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পারে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।

যেভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করবেন

১. যে গ্রুপ চ্যাটের মেম্বারদের কল করতে চান সেই গ্রুপ চ্যাটটি খুলুন। 
২. স্ক্রিনের উপরের থাকা ভিডিও ও ভয়েস কল বাটনটিতে ট্যাপ করুন। 
৩. গ্রুপ কলের জন্য কনফার্ম করুন। 
৪. গ্রুপে যদি ৩২ জন বা তার কম মেম্বার থাকে তাহলে সঙ্গে সঙ্গে কল দেওয়া শুরু হয়ে যাবে। তবে গ্রুপে যদি ৩২ জনের বেশি মেম্বার থাকে তাহলে আলাদা করে কলের জন্য অংশগ্রহণকারীদের নির্বাচন করতে হবে। 
৫. মেম্বারদের নির্বাচন করা হয়ে গেলে ভিডিও বা ভয়েস কলের বাটনে ট্যাপ করুন 
 
এ ছাড়া পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করার চ্যাট থ্রেডস লুকানোর ফিচার গত সপ্তাহে নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোড টাইপ করলে চ্যাট লক ফিচারের মাধ্যমে লুকানো চ্যাট থ্রেডসগুলো গ্রাহকেরা দেখতে পারবেন। সেটিংস থেকে এই ফিচার চালু করতে হবে। চ্যাট লক সেটিংসে একটি টগল বাটন রয়েছে। টগল বাটনের মাধ্যমে ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। অন্য কেউ হুট করে দেখে ফেললেও এখন বোঝার উপায় থাকবে না যে, কোনো চ্যাট লুকানো হয়েছে। 

প্রাইভেসি (গোপনীয়তা) ও নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেয় হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কল ও ভিডিওগুলোও এন্ড টু এন্ড এনক্রিপটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত