অনলাইন ডেস্ক
আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৪ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৯ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
২১ ঘণ্টা আগে