আজকের পত্রিকা ডেস্ক
জাপানে তুলনামূলকভাবে জনসংখ্যা কমেছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় শ্রমিকের ঘাটতিও রয়েছে। অনেকেই আশা করছেন এই ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ইতিমধ্যেই অনেক কাজেই এআইয়ের ব্যবহার করা হচ্ছে দেশটিতে।
বিবিসি জানায়, জাপানে সাধারণত আংশিক নষ্ট, ক্ষতিগ্রস্ত, নিখুঁত নয় এমন পণ্য বিক্রি করাটা কঠিন। ফলে প্রতিটি পণ্যেই কঠোরভাবে মান যাচাই করাটা বাধ্যতামূলক। কিন্তু এ কাজে প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক প্রতিষ্ঠানই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তির সহায়তা নিতে বাধ্য হচ্ছে।
উদাহরণস্বরূপ বলা যায়, করোনা মহামারির সময়ে দেশটির ওসাকা ওহশো নামের একটি ব্র্যান্ডের পণ্য গিওজার (একধরনের মমো) মান যাচাইয়ে জনবলের ঘাটতি দেয়। পণ্যের বাজার ধরে রাখতে এমন পরিস্থিতিতে এআইয়ের সহায়তা নেওয়ার কথা ভাবে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের শুরুতে একটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন কারখানা খোলে তারা। এতে এআই-নিয়ন্ত্রিত ক্যামেরার মাধ্যমে ত্রুটিপূর্ণ গিওজা শনাক্ত করা হয়।
এ বিষয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠান ইট অ্যান্ড হোল্ডিংসের মুখপাত্র কেইকো হান্ডা বলেন, ‘এআইয়ের মাধ্যমে আমরা উৎপাদন ক্ষেত্রে জনশক্তি প্রায় ৩০ শতাংশ কমিয়েছি। আর অন্যগুলোর তুলনায় উচ্চ প্রযুক্তির ওই কারখানাটিতে উৎপাদন প্রায় দ্বিগুণ গতি পেয়েছে।’
সম্প্রতি টোকিওর একটি রেস্তোরাঁয় আই-রোবো নামের একটি এআই-চালিত বাবুর্চি রোবট চালু করেছে প্রতিষ্ঠানটি। যেহেতু শেফদের প্রশিক্ষণ দিতে সময় লাগে তাই কোম্পানি বলেছে, এআই প্রযুক্তি শ্রমের ঘাটতি সমস্যায় সাহায্য করবে।
বিশ্বব্যাপী এআইয়ের ব্যবহার বাড়ায় আশঙ্কা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকরি হারাবে মানুষ। তবে এআইয়ের উপকারী দিকের কথাও বলছেন কেউ কেউ।
জাপানে তুলনামূলকভাবে জনসংখ্যা কমেছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় শ্রমিকের ঘাটতিও রয়েছে। অনেকেই আশা করছেন এই ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ইতিমধ্যেই অনেক কাজেই এআইয়ের ব্যবহার করা হচ্ছে দেশটিতে।
বিবিসি জানায়, জাপানে সাধারণত আংশিক নষ্ট, ক্ষতিগ্রস্ত, নিখুঁত নয় এমন পণ্য বিক্রি করাটা কঠিন। ফলে প্রতিটি পণ্যেই কঠোরভাবে মান যাচাই করাটা বাধ্যতামূলক। কিন্তু এ কাজে প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক প্রতিষ্ঠানই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তির সহায়তা নিতে বাধ্য হচ্ছে।
উদাহরণস্বরূপ বলা যায়, করোনা মহামারির সময়ে দেশটির ওসাকা ওহশো নামের একটি ব্র্যান্ডের পণ্য গিওজার (একধরনের মমো) মান যাচাইয়ে জনবলের ঘাটতি দেয়। পণ্যের বাজার ধরে রাখতে এমন পরিস্থিতিতে এআইয়ের সহায়তা নেওয়ার কথা ভাবে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের শুরুতে একটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন কারখানা খোলে তারা। এতে এআই-নিয়ন্ত্রিত ক্যামেরার মাধ্যমে ত্রুটিপূর্ণ গিওজা শনাক্ত করা হয়।
এ বিষয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠান ইট অ্যান্ড হোল্ডিংসের মুখপাত্র কেইকো হান্ডা বলেন, ‘এআইয়ের মাধ্যমে আমরা উৎপাদন ক্ষেত্রে জনশক্তি প্রায় ৩০ শতাংশ কমিয়েছি। আর অন্যগুলোর তুলনায় উচ্চ প্রযুক্তির ওই কারখানাটিতে উৎপাদন প্রায় দ্বিগুণ গতি পেয়েছে।’
সম্প্রতি টোকিওর একটি রেস্তোরাঁয় আই-রোবো নামের একটি এআই-চালিত বাবুর্চি রোবট চালু করেছে প্রতিষ্ঠানটি। যেহেতু শেফদের প্রশিক্ষণ দিতে সময় লাগে তাই কোম্পানি বলেছে, এআই প্রযুক্তি শ্রমের ঘাটতি সমস্যায় সাহায্য করবে।
বিশ্বব্যাপী এআইয়ের ব্যবহার বাড়ায় আশঙ্কা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকরি হারাবে মানুষ। তবে এআইয়ের উপকারী দিকের কথাও বলছেন কেউ কেউ।
একই সঙ্গে বহু মানুষের কাছে নিজের পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডকে তুলে ধরতে ব্যবহার করতে পারেন ফেসবুক বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন ফেসবুকের ফিডে দেখা যায়। বিজ্ঞাপনগুলো ছবি, ভিডিও, ক্যারোসল বা কালেকশনের মতো বিভিন্ন ফরম্যাটে পোস্ট করা যায়। উপযুক্ত ফরম্যাট ব্যবহার করে ক্রেতাদের আরও ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
১২ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৭ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
২১ ঘণ্টা আগে