Ajker Patrika

সচল হলো ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৮: ০৩
Thumbnail image

আসা যাওয়ার মধ্যে থাকা ইন্টারনেট পরিষেবা অবশেষে স্বাভাবিক হয়েছে। বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও খুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুর দেড়টার পর থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা সচল হতে শুরু করে। 

ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেন, এখন পুরো ইন্টারনেট ব্যবস্থাই খুলে দেওয়া হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশও খুলে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিক গতিতেই দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট চলছে। 

সরকার পতনের দাবিতে আন্দোলনকে ঘিরে সোমবার বেলা ১১টা থেকে ব্রডব্যান্ড এবং রোববার সকাল থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। রোববার থেকে ফেসবুক, টেলিগ্রামসহ আরও কিছু সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধ করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত