Ajker Patrika

ঘুষ খেয়ে জেল খাটার ‘মিথ্যা তথ্য’ দিল চ্যাটজিপিটি, অস্ট্রেলিয়ায় মামলার হুমকি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১১: ৩৩
ঘুষ খেয়ে জেল খাটার ‘মিথ্যা তথ্য’ দিল চ্যাটজিপিটি, অস্ট্রেলিয়ায় মামলার হুমকি

চ্যাটজিপিটি অসত্য তথ্য দেওয়ায় এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার এক মেয়র। তাঁর আইনজীবীরা গত ২১ মার্চ এক চিঠিতে চ্যাটজিপিটির দেওয়া অসত্য তথ্য সংশোধনের জন্য ওপেনএআইকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় মানহানির মামলা করা হবে বলে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রায়ান হুড গত নভেম্বরে মেলবোর্ন থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হেপবার্ন শায়ার শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন ২০০০-এর দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের একটি সহায়ক সংস্থার সঙ্গে যুক্ত একটি ঘুষ কেলেঙ্কারির ঘটনায় তাঁকে দোষী হিসেবে বলছে চ্যাটজিপিটি।

হুড রিজার্ভ ব্যাংকের সহায়ক সংস্থা ‘নোট প্রিন্টিং অস্ট্রেলিয়া’র জন্য কাজ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজেই মুদ্রার মুদ্রণ চুক্তি জেতার জন্য বিদেশি কর্মকর্তাদের ঘুষ প্রদানের বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। হুডের আইনজীবীরা বলেছেন, তাঁর বিরুদ্ধে কখনো অপরাধের অভিযোগ আনা হয়নি।

হুড জানান, ‘তিনি ঘুষ নেওয়ায় কারাবরণ করেছেন—চ্যাটজিপিটি তাঁর সম্পর্কে এমন তথ্য সংশোধন না করলে তিনি মানহানি মামলার দিকে এগোবেন।’

ওপেনএআই এখনো এ ব্যাপারে কিছু জানায়নি। ব্রায়ান হুডের ল ফার্ম গর্ডন লিগ্যালের এক অংশীদার জেমস নটন বলেন, ‘অস্ট্রেলিয়ায় মানহানির মামলায় সাধারণত ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি ক্ষতিপূরণ দিতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত