Ajker Patrika

বিজ্ঞাপন এড়ানো যাবে না ইনস্টাগ্রামেও 

আপডেট : ০৪ জুন ২০২৪, ১২: ০০
বিজ্ঞাপন এড়ানো যাবে না ইনস্টাগ্রামেও 

মেটা কোম্পানির আয়ের অন্যতম উৎস হলো বিজ্ঞাপন। এবার ইনস্টাগ্রাম অ্যাপে আরও বেশি বিজ্ঞাপন দেখানোর চেষ্টা করবে কোম্পানিটি। এ জন্য পরীক্ষামূলকভাবে ‘অ্যাড ব্রেকস’ নামে নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম, যার ফলে কোনোভাবেই বিজ্ঞাপন এড়িয়ে ব্রাউজিং করতে পারবেন না ব্যবহারকারীরা। 

কিছুসংখ্যক ব্যবহারকারীর অ্যাপে নতুন ফিচারটি দেখা গেছে। অ্যাপটি ব্যবহারের সময় তিন থেকে পাঁচ সেকেন্ডের বিজ্ঞাপন দেখানো হবে। আর এগুলো এড়ানোর কোনো অপশন নেই। বিজ্ঞাপন দেখার পরই অ্যাপটি ব্রাউজ করতে পারবেন। ইনস্টাগ্রাম ফিড স্ক্রল করতে ব্যবহারকারীকে এসব বিজ্ঞাপন দেখতেই হবে। 

পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন দেখানোর সময় ‘অ্যাড ব্রেকস’ নামে ছোট আইকোন দেখানো হচ্ছে। এর পাশের ‘আই’ অপশনে ট্যাপ করলে একটি পপআপ মেনুর মাধ্যমে ফিচারটি সম্পর্কে তথ্য দেখানো হচ্ছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের অনেক পোস্টেই নতুন ফিচারটি সম্পর্কে জানিয়েছেন ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা। পরীক্ষামূলক ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু করতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে মেটার মুখপাত্র বলেন, বিজ্ঞাপনদাতাদের জন্যই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। অ্যাপটিতে কোনো পরিবর্তন হলে আনুষ্ঠানিকভাবে জানাবে মেটা। তবে বিশ্বজুড়েই এই ফিচার পরীক্ষা করা হচ্ছে কি না, সে সম্পর্কে জানায়নি কোম্পানিটি। এ ছাড়া রিলস ও স্টোরির ক্ষেত্রেও এই পরিবর্তন আসবে কি না, তা-ও স্পষ্ট করেনি টেক জায়ান্টটি। 

নতুন ফিচারটি নিয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফরমে বিরক্তি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। অনেকেই বলছেন, এই ফিচার চালু হলে প্ল্যাটফরমটি আর ব্যবহার করবেন না। 

ইনস্টাগ্রাম ফিড স্ক্রল করতে ব্যবহারকারীকে এসব বিজ্ঞাপন দেখতেই হবেযদি ইনস্টাগ্রামে এই ফিচার আসলেই যুক্ত করা হয় তাহলে অ্যাপটি ইউটিউবের মতো হয়ে যাবে। বিজ্ঞাপন না দেখতে চাইলে ইউটিউবের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়। 

ইউটিউবের বিজ্ঞাপন এড়ানোর জন্য অনেকেই থার্ড পার্টি অ্যাড ব্লকার ব্যবহার করতেন। তবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে মেটা। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনো ভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না। 

তথ্যসূত্র:নাইন টু ফাইভ ম্যাক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত